পাকিস্তানের বেলুচিস্তানে আত্মঘাতী বিস্ফোরণে পুলিশসহ কমপক্ষে ৫২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত দেড় শতাধিক। মাস্তুং জেলার একটি মসজিদের কাছে শুক্রবার দুপুরে বিস্ফোরণটি হয়। জেলা স্বাস্থ্য কর্মকর্তা (ডিএইচও) আব্দুল রাজ্জাক শাহি ডন ডটকমকে হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় পুলিশ অফিসার জাভেদ লেহরি বলেন, ‘এটি একটি আত্মঘাতী হামলা বলে মনে হচ্ছে। বোমারু পুলিশ ডেপুটি সুপারিনটেনডেন্ট নওয়াজ গিশকোরির গাড়ির কাছে নিজেকে বিস্ফোরণে উড়িয়ে দিয়েছেন।’
বেলুচিস্তানের সরকারি প্রশাসক আতা উল্লাহ জানান, নিহতদের মধ্যে জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা অফিসার মোহাম্মদ নওয়াজ আছেন। আহতদের নিকটস্থ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
বেলুচিস্তানে সন্ত্রাসী হামলার বিষয়টি নিশ্চিত করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
এক বিবৃতিতে মন্ত্রণালয় জানায়, ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুসে অংশ নিতে আসা নিরীহ মানুষদের ওপর হামলা হয়েছে। এটি অত্যন্ত জঘন্য কাজ।
এখনো কোনও গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি। ধারণা করা হচ্ছে, তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) এই হামলায় জড়িত। সংগঠনটি আফগান তালেবানের ঘনিষ্ঠ মিত্র। ২০২১ সালে প্রতিবেশী আফগানিস্তানের ক্ষমতা দখল করে তালেবান। টিটিপি অবশ্য দায় অস্বীকার করেছে।
সারা বিশ্বের মুসলমানদের পাশাপাশি জনসমাবেশের মাধ্যমে ইসলামের সবশেষ নবী হযরত মোহাম্মদ (সা.) এর জন্মদিন উদযাপন করা হয় পাকিস্তানেও। উদযাপনটি বেশিরভাগ ইসলামি সম্প্রদায় দ্বারা গৃহীত হলেও গোটা কয়েক সম্প্রদায় এটিকে অযৌক্তিক উদ্ভাবন হিসেবে দেখে।
অতীতেও পাকিস্তানের জনসমাগম স্থানে বর্বর হামলা চালিয়েছে সশস্ত্র গোষ্ঠীগুলো। চলতি মাসের শুরুতে বেলুচিস্তানের একই জেলায় বিস্ফোরণে বিশিষ্ট এক ধর্মীয় নেতাসহ অন্তত ১১ জন আহত হন।
গেল জুলাইয়ে উত্তর-পশ্চিম খাইবার পাখতুনখাওয়া প্রদেশে একটি ধর্মীয় রাজনৈতিক দলের সমাবেশে আত্মঘাতী বোমা হামলায় ৪০ জনেরও বেশি মানুষ নিহত হয়।
پنجاب پولیس کے مستعد اہلکار صوبہ بھر میں نماز جمہ کے لیے مساجد کی حفاظت کے فرائض انجام دے رہے ہیں#JummahMubarak #PunjabPolice #SecurityDuty #RabiulAwalMubarak #12RabiulAwwal pic.twitter.com/FE03SriJnW
— Punjab Police Official (@OfficialDPRPP) September 29, 2023