X
সোমবার, ১০ ফেব্রুয়ারি ২০২৫
২৭ মাঘ ১৪৩১

আফগান শরণার্থীদের গ্রেফতার করছে পাকিস্তান সরকার

আন্তর্জাতিক ডেস্ক
০১ নভেম্বর ২০২৩, ১৮:১৬আপডেট : ০১ নভেম্বর ২০২৩, ১৮:৪১

পাকিস্তানের বিভিন্নস্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা আফগানদের দেশে পাঠানোর প্রক্রিয়া চলাকালে গ্রেফতার করা শুরু করেছে পাকিস্তান সরকার। গত দু মাস ধরেই পাকিস্তানে থাকা আফগানদের ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। পাকিস্তান সরকার বলছে, দেশটিতে অবৈধভাবে বসবাসরতদের গ্রেফতার করা হচ্ছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

দীর্ঘদিন ধরে পাকিস্তানে থাকা আফগানরা বলছেন, তাদের ফিরে গিয়ে করার কিছু নেই। তালেবান সরকারের অধীনে তারা দেশে ফিরে যেতে আতঙ্কিত।

বিবিসির প্রতিনিধি পরিস্থিতির বর্ণনা দিতে গিয়ে বলেছেন, সারি সারি ট্রাক দেখলেই বোঝা যাবে সীমান্তের কাছাকাছি আপনি, যেখানে যুবক, বৃদ্ধ সবাই আছে। তারা কেউ কেউ আসবাবপত্র, কেউ কেউ রসদের স্তুপের ওপর বসে রাস্তার দিকে তাকিয়ে আছে।

পাঞ্জাবের পেট্রোল স্টেশনে থাকা আব্দুল্লাহ বলেছেন, তিনি ও তার পরিবারের ২২ সদস্যের জন্য ট্রাক ভাড়া করেছেন। যাদের মধ্যে ২০ জনের জন্ম হয়েছে পাকিস্তানে। আফগানিস্তানে রাশিয়ার যুদ্ধ যখন শুরু হয় তখন পাকিস্তানে পাড়ি জমান আব্দুল্লাহ।

দীর্ঘদিনের আবাস স্থল ছেড়ে যাওয়ার সময় দুঃখ প্রকাশ করে তিনি বলেন, ‘আমি বলে বোঝাতে পারব না, আমার কেমন লাগছে, মাটির হলেও আমি নিজ হাতে বাড়ি বানিয়েছি, আমি অনেক গাছ লাগিয়েছে। আমার প্রতিবেশী ও বন্ধু-বান্ধবরা কাঁদছিল তাদের ছেড়ে আসার সময়। এই সরকারের নিষ্ঠুরতার কারণে আমরা ছেড়ে যেতে বাধ্য হচ্ছি।’

পাকিস্তান সরকারের তাড়ার মুখে গত দুই মাসে পাকিস্তানে বসবাসরত দুই লাখের মতো আফগান নাগরিক দেশ ছেড়েছে। তবে বর্তমানে এ সংখ্যা তিনগুণ বেশি বলে দাবি করেছেন তালেবান শরণার্থী মন্ত্রণালয়ের মুখপাত্র আব্দুল মুতালেব হাক্কানী। 

এর আগে পাকিস্তান ছাড়ার জন্য আফগানদের ৩১ অক্টোবর পর্যযন্ত সময় বেঁধে দেয় আফগান সরকার। এর মধ্যে দেশ ত্যাগ না করলে আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছিল সরকার।

/এসএসএস/এএ/
সম্পর্কিত
গুয়াতেমালায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩০
স্যাটানিক ভার্সেসের লেখক সালমান রুশদিকে হত্যাচেষ্টার মামলায় শুনানি শুরু হতে যাচ্ছে
গুয়ানতানামো বেতে ভেনেজুয়েলান অভিবাসীদের স্থানান্তরে মার্কিন আদালতের স্থগিতাদেশ 
সর্বশেষ খবর
বইমেলায় তসলিমা নাসরিনের বই নিয়ে উত্তেজনা, তাৎক্ষণিক প্রতিবাদ বাম ছাত্র সংগঠনের
বইমেলায় তসলিমা নাসরিনের বই নিয়ে উত্তেজনা, তাৎক্ষণিক প্রতিবাদ বাম ছাত্র সংগঠনের
সরকার ব্যবস্থা নেওয়ায় আজ-কালের মধ্যে কোনও ঘটনা ঘটেনি: প্রেস সচিব
সরকার ব্যবস্থা নেওয়ায় আজ-কালের মধ্যে কোনও ঘটনা ঘটেনি: প্রেস সচিব
দীর্ঘ সময় পর পর্যটক‌দের জন্য উন্মুক্ত হচ্ছে দেবতাখুম
দীর্ঘ সময় পর পর্যটক‌দের জন্য উন্মুক্ত হচ্ছে দেবতাখুম
সমাজবিরোধীরা কোনও ব্যক্তিকে হুমকি দিলে কঠোর ব্যবস্থা
সমাজবিরোধীরা কোনও ব্যক্তিকে হুমকি দিলে কঠোর ব্যবস্থা
সর্বাধিক পঠিত
রোকেয়া বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তনে আল্টিমেটাম, না করলে শাটডাউন
রোকেয়া বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তনে আল্টিমেটাম, না করলে শাটডাউন
‘বঙ্গবন্ধু আন্তর্জাতিক বিমানবন্দর’ প্রকল্পের ভবিষ্যৎ অনিশ্চিত
সমীক্ষাতেই ব্যয় ১৩৬ কোটি টাকা‘বঙ্গবন্ধু আন্তর্জাতিক বিমানবন্দর’ প্রকল্পের ভবিষ্যৎ অনিশ্চিত
ভাঙছে সাইফ-কারিনার সংসার?
ভাঙছে সাইফ-কারিনার সংসার?
চট্টগ্রামে দুই থানার ওসিকে বদলি
চট্টগ্রামে দুই থানার ওসিকে বদলি
৩২ নম্বরে মিলেছে হাড়গোড়, পরীক্ষা হবে ল্যাবে
৩২ নম্বরে মিলেছে হাড়গোড়, পরীক্ষা হবে ল্যাবে