X
শুক্রবার, ০৪ জুলাই ২০২৫
১৯ আষাঢ় ১৪৩২

আফগান শরণার্থীদের গ্রেফতার করছে পাকিস্তান সরকার

আন্তর্জাতিক ডেস্ক
০১ নভেম্বর ২০২৩, ১৮:১৬আপডেট : ০১ নভেম্বর ২০২৩, ১৮:৪১

পাকিস্তানের বিভিন্নস্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা আফগানদের দেশে পাঠানোর প্রক্রিয়া চলাকালে গ্রেফতার করা শুরু করেছে পাকিস্তান সরকার। গত দু মাস ধরেই পাকিস্তানে থাকা আফগানদের ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। পাকিস্তান সরকার বলছে, দেশটিতে অবৈধভাবে বসবাসরতদের গ্রেফতার করা হচ্ছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

দীর্ঘদিন ধরে পাকিস্তানে থাকা আফগানরা বলছেন, তাদের ফিরে গিয়ে করার কিছু নেই। তালেবান সরকারের অধীনে তারা দেশে ফিরে যেতে আতঙ্কিত।

বিবিসির প্রতিনিধি পরিস্থিতির বর্ণনা দিতে গিয়ে বলেছেন, সারি সারি ট্রাক দেখলেই বোঝা যাবে সীমান্তের কাছাকাছি আপনি, যেখানে যুবক, বৃদ্ধ সবাই আছে। তারা কেউ কেউ আসবাবপত্র, কেউ কেউ রসদের স্তুপের ওপর বসে রাস্তার দিকে তাকিয়ে আছে।

পাঞ্জাবের পেট্রোল স্টেশনে থাকা আব্দুল্লাহ বলেছেন, তিনি ও তার পরিবারের ২২ সদস্যের জন্য ট্রাক ভাড়া করেছেন। যাদের মধ্যে ২০ জনের জন্ম হয়েছে পাকিস্তানে। আফগানিস্তানে রাশিয়ার যুদ্ধ যখন শুরু হয় তখন পাকিস্তানে পাড়ি জমান আব্দুল্লাহ।

দীর্ঘদিনের আবাস স্থল ছেড়ে যাওয়ার সময় দুঃখ প্রকাশ করে তিনি বলেন, ‘আমি বলে বোঝাতে পারব না, আমার কেমন লাগছে, মাটির হলেও আমি নিজ হাতে বাড়ি বানিয়েছি, আমি অনেক গাছ লাগিয়েছে। আমার প্রতিবেশী ও বন্ধু-বান্ধবরা কাঁদছিল তাদের ছেড়ে আসার সময়। এই সরকারের নিষ্ঠুরতার কারণে আমরা ছেড়ে যেতে বাধ্য হচ্ছি।’

পাকিস্তান সরকারের তাড়ার মুখে গত দুই মাসে পাকিস্তানে বসবাসরত দুই লাখের মতো আফগান নাগরিক দেশ ছেড়েছে। তবে বর্তমানে এ সংখ্যা তিনগুণ বেশি বলে দাবি করেছেন তালেবান শরণার্থী মন্ত্রণালয়ের মুখপাত্র আব্দুল মুতালেব হাক্কানী। 

এর আগে পাকিস্তান ছাড়ার জন্য আফগানদের ৩১ অক্টোবর পর্যযন্ত সময় বেঁধে দেয় আফগান সরকার। এর মধ্যে দেশ ত্যাগ না করলে আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছিল সরকার।

/এসএসএস/এএ/
সম্পর্কিত
ভারতীয় পর্যটন প্রচারের আকর্ষণ এখন ব্রিটিশ এফ-৩৫ যুদ্ধবিমান
দালাই লামার উত্তরসূরি, চীন-ভারত সংঘাত আর একটি সোনার কৌটো
ইউক্রেনের হামলায় রুশ নৌবাহিনীর উপ-কমান্ডার নিহতের দাবি
সর্বশেষ খবর
হাসপাতালের বারান্দায় দুই প্রসূতির সন্তান প্রসব, এক নবজাতকের মৃত্যু
হাসপাতালের বারান্দায় দুই প্রসূতির সন্তান প্রসব, এক নবজাতকের মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ায় সীসা কারখানায় অভিযান, তিন চীনা নাগরিকসহ ৬ জনকে কারাদণ্ড
ব্রাহ্মণবাড়িয়ায় সীসা কারখানায় অভিযান, তিন চীনা নাগরিকসহ ৬ জনকে কারাদণ্ড
পাবনায় দুই শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার
পাবনায় দুই শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার
জাপার অফিস ভাঙচুর: নুরসহ ২৫ জনের বিরুদ্ধে মামলা নিতে বললেন আদালত
জাপার অফিস ভাঙচুর: নুরসহ ২৫ জনের বিরুদ্ধে মামলা নিতে বললেন আদালত
সর্বাধিক পঠিত
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল
বাংলাদেশের মেয়েদের সামনে রয়েছে বিশ্বকাপে খেলার হাতছানিও!
বাংলাদেশের মেয়েদের সামনে রয়েছে বিশ্বকাপে খেলার হাতছানিও!