X
মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫
১৭ আষাঢ় ১৪৩২

ভারতের টানেলে ধস, আটকে পড়া ৪০ শ্রমিকের স্বাস্থ্য নিয়ে আশঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক
১৭ নভেম্বর ২০২৩, ১৩:২০আপডেট : ১৭ নভেম্বর ২০২৩, ১৪:০৫

১২০ ঘণ্টারও বেশি সময় পেরিয়ে গেলেও ভারতের উত্তরাখণ্ডের উত্তরকাশীর একটি টানেলে আটকে পড়া ৪০ শ্রমিককে এখনও উদ্ধার করা সম্ভব হয়নি। টানেলের মধ্যে শ্রমিকরা এত দীর্ঘ সময় ধরে আটকে থাকায়, তাদের স্বাস্থ্য ও ভবিষ্যৎ নিয়ে আশঙ্কা করা হচ্ছে। শুক্রবার এই খবর জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

গত ১২ নভেম্বর দেশটির উত্তরকাশীতে নির্মাণাধীন সিল্কিয়ারা টানেলের একটি অংশ ধসে পড়লে ধ্বংসস্তূপের মধ্যে ৪০ জন নির্মাণ শ্রমিক আটকা পড়েন। তাদের উদ্ধারে ব্যর্থ হয়ে বিদেশি উদ্ধারকারী দলের শরণাপন্ন হয়েছে দেশটি। চলমান উদ্ধারকাজে ২০১৮ সালে থাইল্যান্ডের একটি গুহা থেকে আটকে পড়া শিশুদের সফলভাবে উদ্ধারকারী দলসহ থাইল্যান্ড এবং নরওয়ের নামকরা উদ্ধারকারী দলগুলো যোগ দিয়েছে।

ধ্বংসাবশেষের ৩০ মিটার পর্যন্ত ড্রিল করতে সফল হয়েছে উদ্ধারকারীরা। আটকে পড়া শ্রমিকদের খাবার ও অক্সিজেন সরবরাহ করতে পাঁচটি পাইপও সংযুক্ত করেছেন তারা।

এদিকে, আটকে পড়া শ্রমিকদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন চিকিৎিসকরা। তাদের আশঙ্কা, দীর্ঘ সময় টানেলের ধ্বংস্তুপে বন্দি থাকার ফলে, এটি তাদের ওপর শারীরিক ও মানসিক প্রভাব ফেলতে পারে। তাই তাদের উদ্ধার পরবর্তী ব্যাপক পুনর্বাসন প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন তারা।

দিল্লির শ্রী বালাজি অ্যাকশন মেডিকেল ইনস্টিটিউটের উপদেষ্টা ও ক্লিনিক্যাল সাইকোলজিস্ট ডাঃ অর্চনা শর্মা পিটিআইকে বলেন, ‘এটি অত্যন্ত হৃদয়বিদারক একটি ঘটনা। অনিশ্চিত জীবন ও ভবিষ্যত নিয়ে তারা এখন মানসিকভাবে এখন বেশ আতঙ্কের মধ্যে রয়েছে। তাদের মধ্যে এখন ভয়, আতঙ্ক, অসহায়বোধ কাজ করতে পারে। তাদের মধ্যে এখন স্বাভাবিক কার্যক্ষমতা কাজ করবে না।’

নয়ডার ফোর্টিস হাসপাতালের অভ্যন্তরীণ মেডিসিন বিভাগের পরিচালক, ডঃ অজয় আগরওয়াল বলেছেন, একটি আবদ্ধ স্থানে দীর্ঘ সময় বন্দি থাকার কারণে আটকে পড়া শ্রমিকরা প্যানিক অ্যাটাকের শিকার হতে পারেন।  

নির্মাণাধীন স্থানগুলোতে প্রায়ই এ ধরণের দুর্ঘটনা ঘটে থাকে বলে সতর্ক করেছেন চিকিত্সকরা। এর মধ্যে ধ্বংস্তুপ ধসে পড়ার ঘটনা অন্যতম উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। উপর থেকে পড়ে যাওয়া বস্তুর কারণে হাড়ভাঙা ও বড় ধরণের কাটাছেঁড়া ক্ষতের মতো গুরুতর আঘাতের ঘটনা ঘটে থাকে। অস্বাস্থ্যকর পরিবেশে এ ধরণের আঘাত আরও জটিল হয়ে উঠতে পারে। এমনকি রোগ সংক্রমণের ঝুঁকিও বাড়াতে পারে।

নয়ডার ফোর্টিস হাসপাতালের কার্ডিয়াক সায়েন্সেস বিভাগের চেয়ারম্যান ডক্টর অজয় কৌল বলেন, ‘যেহেতু আটকে পড়া সব কর্মীরা একটি বদ্ধ জায়গায় একসঙ্গে শ্বাস-প্রশ্বাস নিচ্ছেন, সেহেতু সেখানে কার্বন ডাই অক্সাইডের মাত্রা বেড়ে শ্বাসকষ্ট বাড়িয়ে তুলতে পারে।’ তিনি আরও বলেন, ‘টানেলের অভ্যন্তরে অক্সিজেনের অভাবে এক্সফিক্সিয়া বা শ্বাসকষ্টের মেতো গুরুতর সমস্যা দেখা দিতে পারে।’

/এএকে/
সম্পর্কিত
তেলেঙ্গানায় ওষুধ কারখানায় বিস্ফোরণে নিহত বেড়ে ৩৬
থাইল্যান্ডের প্রধানমন্ত্রী সাময়িক বরখাস্ত
ট্রাম্পের ব্যয়ের বিল সমর্থনকারী আইনপ্রণেতাদের শাস্তির হুমকি ইলন মাস্কের
সর্বশেষ খবর
স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিচ্ছেন সাবেক সিইসি নূরুল হুদা
প্রহসনের নির্বাচনের অভিযোগস্বীকারোক্তিমূলক জবানবন্দি দিচ্ছেন সাবেক সিইসি নূরুল হুদা
রূপালী ব্যাংকের ব্যাংকিং কার্যক্রম ৫ দিন বন্ধ থাকবে
রূপালী ব্যাংকের ব্যাংকিং কার্যক্রম ৫ দিন বন্ধ থাকবে
‘বিদেশি হাইপের কারণে দেশি মেধাবী কেউ যেন বঞ্চিত না হয়, সেটা দেখতে হবে’
‘বিদেশি হাইপের কারণে দেশি মেধাবী কেউ যেন বঞ্চিত না হয়, সেটা দেখতে হবে’
বিএমইউতে ‘জুলাই গণঅভ্যুত্থান মাসের’ র‌্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচি
বিএমইউতে ‘জুলাই গণঅভ্যুত্থান মাসের’ র‌্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচি
সর্বাধিক পঠিত
সঞ্চয়পত্রে কমলো মুনাফার হার, কার্যকর ১ জুলাই থেকে
সঞ্চয়পত্রে কমলো মুনাফার হার, কার্যকর ১ জুলাই থেকে
ইস্টার্ন ব্যাংকের চেয়ারম্যান ও পরিবারের ব্যাংক হিসাব জব্দ
ইস্টার্ন ব্যাংকের চেয়ারম্যান ও পরিবারের ব্যাংক হিসাব জব্দ
অন্তর্বর্তী সরকার ও প্রজাতন্ত্রের কর্মচারীরা মুখোমুখি
প্রশাসনে থামছে না আন্দোলনঅন্তর্বর্তী সরকার ও প্রজাতন্ত্রের কর্মচারীরা মুখোমুখি
আরও ১১ ব্যাংকের সম্পদ যাচাই করবে কেন্দ্রীয় ব্যাংক
আরও ১১ ব্যাংকের সম্পদ যাচাই করবে কেন্দ্রীয় ব্যাংক
আজ থেকে কার্যকর হচ্ছে নতুন অর্থবছরের বাজেট
আজ থেকে কার্যকর হচ্ছে নতুন অর্থবছরের বাজেট