X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৫ বৈশাখ ১৪৩১

ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট নির্বাচন, প্রতিদ্বন্দ্বীদের মধ্যে সম্প্রীতির আভাস

আন্তর্জাতিক ডেস্ক
০৫ ফেব্রুয়ারি ২০২৪, ১২:১৩আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৪, ১৯:২২

ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে চলছে প্রেসিডেন্ট পদপ্রার্থীদের উত্তপ্ত বিতর্ক। বিশ্বের তৃতীয় বৃহত্তম গণতন্ত্রের নেতৃত্ব দিতে প্রতিযোগিতার চূড়ান্ত পর্যায়ে প্রবেশ করছেন প্রতিদ্বন্দ্বীরা। তবে রবিবার (৪ ফেব্রুয়ারি) সর্বশেষ টেলিভিশন বিতর্কে পূর্বের মতো একে অপরের সমালোচনা করেননি তারা। বরং বিভিন্ন ইস্যুতে তাদের মধ্যে সম্প্রীতির আভাস ছিল। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।

১৪ ফেব্রুয়ারি ভোটের আগে দেশটির প্রতিরক্ষামন্ত্রী এবং জরিপে এগিয়ে থাকা প্রার্থী প্রবো সুবিয়ান্টো, জাকার্তার গভর্নর সাবেক অ্যানিস বাসওয়েদান এবং সেন্ট্রাল জাভার সাবেক গভর্নর গঞ্জার প্রনোভোর বিতর্কে উপস্থিতি ছিল সৌহার্দ্যপূর্ণ। এর আগের বিতর্কগুলোতে একে অপরকে আক্রমণ করে বক্তব্য রেখেছিলেন।

বিদায়ী প্রেসিডেন্ট জোকো উইদোদোর ছেলেকে সঙ্গে নিয়ে লড়ছেন প্রবো। এর ফলে ইন্দোনেশীয়দের মনে ক্ষমতাসীনদের রাজনৈতিক হস্তক্ষেপ এবং দেশটির নব গণতন্ত্রে পারিবারিক রাজনীতির পুনরুত্থানের বিষয়ে উদ্বেগ রয়েছে।

একটি জনমত জরিপে  দেখা গেছে, ৪৫ শতাংশ সমর্থন নিয়ে প্রবো এগিয়ে রয়েছেন। প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে তার ব্যবধান ২০ পয়েন্টের বেশি।

সেন্ট্রাল জাভার সাবেক গভর্নর গঞ্জার প্রনোভো ভোটারদেরকে পারিবারিক রাজনীতির বিরুদ্ধে লড়াই করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, জাতির চেয়ে একটি পরিবারের স্বার্থকে প্রাধান্য দেওয়া হয়েছে।

সরকারের সামাজিক সহায়তা কর্মসূচির রাজনীতিকীকরণের  সমালোচনা করেছেন অ্যানিস বাসওয়েদান। সংবাদমাধ্যমে প্রতিবেদন প্রকাশ হয়েছে, প্রবোর প্রচারে চাল বিতরণ করা হয়েছে। তবে এই কর্মসূচি থেকে কোনও প্রার্থীর উপকৃত হওয়ার বিষয়টি অস্বীকার করেছে সরকার।

অ্যানিস বলেছেন, আমাদের সচেতন হতে হবে যে সামাজিক সহযোগিতা উপকারভোগীদের জন্য, দাতাদের স্বার্থের জন্য নয়।

বিতর্কে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে জনস্বাস্থ্য, শিক্ষা ও সংস্কৃতির মতো বিভিন্ন বিষয়ে একমত হতে দেখা গেছে।

বিতর্ক শেষে এক সংবাদ সম্মেলনে প্রবো বলেছেন, যদি কোনও আইডিয়া ভালো হয়, আমরা তা মেনে নেই এবং সমর্থন করি। আমরা মনে করি, তিন প্রার্থী ইন্দোনেশিয়ার জন্য লড়ছেন। আসুন, এই সম্প্রীতি বজায় রাখি।

/এএকে/এএ/
সম্পর্কিত
তিনটি গ্রাম থেকে সেনা সরিয়ে নিলো ইউক্রেন
পাকিস্তানে বৃষ্টিতে মৃত্যু ২২
এপি'র সাংবাদিককে গ্রেফতার করলো রাশিয়া
সর্বশেষ খবর
মাড় ফেলে ভাত রান্না হলে ‘১৫ ভাগ অপচয় হয়’
মাড় ফেলে ভাত রান্না হলে ‘১৫ ভাগ অপচয় হয়’
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
বন ও বনভূমি রক্ষায় কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে: পরিবেশমন্ত্রী
বন ও বনভূমি রক্ষায় কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে: পরিবেশমন্ত্রী
মোনাকোর হারে লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি
মোনাকোর হারে লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি
সর্বাধিক পঠিত
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ