X
শনিবার, ১০ মে ২০২৫
২৭ বৈশাখ ১৪৩২

পিপিপিকে বাদ দিয়ে কোনও সরকার হবে না: বিলাওয়াল

আন্তর্জাতিক ডেস্ক
১০ ফেব্রুয়ারি ২০২৪, ২৩:১৮আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৪, ২৩:১৮

পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি)-এর চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো-জারদারি বলেছেন, তার দলকে বাদ দিয়ে পাকিস্তানের কেন্দ্রে এবং পাঞ্জাব ও বেলুচিস্তান প্রদেশে কোনও সরকার গঠন করা যাবে না। শনিবার (১০ ফেব্রুয়ারি) পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজকে দেওয়া বিশেষ সাক্ষাৎকারে এ মন্তব্য করেছেন।

বিলাওয়াল বলেছেন, রাজনৈতিক স্থিতিশীলতা আনতে জাতীয় ঐক্যের ভিত্তিতে একটি সরকার  গঠন হওয়া উচিত। আমি বিদ্বেষ ও বিভক্তির রাজনীতির অবসান চাই।

পাকিস্তানে সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, ভোটের পর পিপিপি হলো একমাত্র দল যাদের চারটি প্রদেশের প্রতিনিধিত্ব রয়েছে। সম্পূর্ণ ফলাফল এখনও প্রকাশ হয়নি। তবে পিপিপিকে বাদ দিয়ে কেন্দ্র, পাঞ্জাব ও বেলুচিস্তানে সরকার গঠন সম্ভব হবে না।

বিপুল সংখ্যক মানুষ ভোট দেওয়ার জন্য পাকিস্তানের জনগণকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। একই সঙ্গে তিনি পিপিপি সমর্থকদের ধন্যবাদ জানিয়েছেন দলের নেতৃত্ব ও প্রার্থীদের প্রতি আস্থা রাখার জন্য।

এ রাজনীতিক বলেন, পুরনো ধাঁচের রাজনীতিকে আমি গ্রহণ  করতে পারি না। আমরা আমাদের দেশের রাজনৈতিক স্থিতিশীলতা আনতে চাই।

পিপিপি প্রধান বলেছেন, চূড়ান্ত ফল ঘোষণার পর পরবর্তী সরকার গঠনের বিষয়ে দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি সিদ্ধান্ত গ্রহণ করবে।

তিনি বলেন, দেশের স্বার্থে রাজনৈতিক ঐক্য গড়ে তোলা দরকার। কারণ রাজনৈতিক অস্থিতিশীলতার মৌলিক জাতীয় ইস্যুগুলো মীমাংসা না করে জনগণের সংকটের সমাধান করা কঠিন হবে।

২০২২ সালে ইমরান খানের প্রতিষ্ঠিত পাকিস্তান তেহরিক ই-ইনসাফ (পিটিআই) দলকে ক্ষমতা থেকে উৎখাতের পর পাকিস্তান ডেমোক্র্যাটিক মুভমেন্ট (পিডিএম)-এর নেতৃত্বাধীন জোট সরকারের গুরুত্বপূর্ণ মিত্র ছিলেন বিলাওয়াল। এবারের ভোটে তার দল এককভাবে সরকার গঠনে প্রয়োজনীয় আসন পায়নি। সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুসারে, তার দল ৫৪টি আসনে জয়ী হয়েছে।

বিলাওয়াল বলেছেন, কোনও ঘোষণা দেওয়ার মতো অবস্থানে আইম নেই। বিজয়ী স্বতন্ত্র প্রার্থীদের সিদ্ধান্তের দিকে তাকিয়ে আছে দেশ। 

জাতীয় নির্বাচনের গ্রহণযোগ্যতার বিষয়ে তিনি বলেছেন, সাম্প্রতিক নির্বাচন নিয়ে তিনি হতাশ নন। তবে লাহোরে নিজের পরাজয়ের সমালোচনা করেছেন।

 

/এএ/
সম্পর্কিত
ভারতের আপত্তির মধ্যেই পাকিস্তানকে ঋণ দিলো আইএমএফ
ভারত-পাকিস্তান সংলাপের আহ্বান জানিয়েছে জি৭
কেন পাকিস্তানের অপারেশনের নাম ‘বুনইয়ান-উন-মারসুস’
সর্বশেষ খবর
ভারতের আপত্তির মধ্যেই পাকিস্তানকে ঋণ দিলো আইএমএফ
ভারতের আপত্তির মধ্যেই পাকিস্তানকে ঋণ দিলো আইএমএফ
জরুরি বৈঠক ডেকেছেন প্রধান উপদেষ্টা
জরুরি বৈঠক ডেকেছেন প্রধান উপদেষ্টা
আ.লীগের রাজনীতি নিষিদ্ধ না হলে দেশের সার্বভৌমত্ব সংকটে পড়ার আশঙ্কা নুরের
আ.লীগের রাজনীতি নিষিদ্ধ না হলে দেশের সার্বভৌমত্ব সংকটে পড়ার আশঙ্কা নুরের
ভারত-পাকিস্তান সংলাপের আহ্বান জানিয়েছে জি৭
ভারত-পাকিস্তান সংলাপের আহ্বান জানিয়েছে জি৭
সর্বাধিক পঠিত
সাবেক শিবির নেতাদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ
সাবেক শিবির নেতাদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ
লঞ্চঘাটে তরুণীদের প্রকাশ্যে মারধর, যুবক বললেন ‘ভাই হিসেবে মেরেছি’
লঞ্চঘাটে তরুণীদের প্রকাশ্যে মারধর, যুবক বললেন ‘ভাই হিসেবে মেরেছি’
কলকাতায় যুদ্ধের প্রস্তুতি মমতা সরকারের
কলকাতায় যুদ্ধের প্রস্তুতি মমতা সরকারের
আ.লীগ নিষিদ্ধের আন্দোলনে বিরতি ঘোষণা, শাহবাগেই ঘুমিয়ে পড়েছেন হাসনাত
আ.লীগ নিষিদ্ধের আন্দোলনে বিরতি ঘোষণা, শাহবাগেই ঘুমিয়ে পড়েছেন হাসনাত
আ.লীগের নিষিদ্ধের বিষয়ে বিএনপি সুস্পষ্ট অবস্থান না নেওয়ায় ছাত্রদল নেতার পদত্যাগ
আ.লীগের নিষিদ্ধের বিষয়ে বিএনপি সুস্পষ্ট অবস্থান না নেওয়ায় ছাত্রদল নেতার পদত্যাগ