পাকিস্তানে সাধারণ নির্বাচনের ফলাফলের বিরুদ্ধে ১৮টি পিটিশন খারিজ করেছে লাহোর হাইকোর্ট। সোমবার (১২ ফেব্রুয়ারি) বিচারপতি আলি বাকার নাজাফি ফর্ম ৪৭ এর ভিত্তিতে সেগুলো খারিজ করেছেন। পাকিস্তানি সংবাদমাধ্যম ডন এই খবর জানিয়েছে।
৮ ফেব্রুয়ারি পাকিস্তানে সাধারণ নির্বাচনের পর নির্বাচনি এলাকার ফলাফলকে চ্যালেঞ্জ করে ১৮টি পিটিশন দায়ের করে কারাবন্দি ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) সমর্থিত স্বতন্ত্র এবং অন্যান্য প্রার্থীরা।
পিএমএল-এন নেতা নওয়াজ শরিফ, শেহবাজ শরিফ, মরিয়ম নওয়াজ, হামজা শেহবাজ, খাজা আসিফ, আতাউল্লাহ তারার এবং আইপিপি নেতা আউন চৌধুরীর নির্বাচনি জয়ের বিরুদ্ধে আবেদনগুলো করা হয়েছিল।
তারা দাবি করেছেন, রিটার্নিং অফিসাররা ফর্ম ৪৫ এবং ৪৭-এ ভোট গণনায় কারচুপি করেছে।
আদালত পিটিআই-সমর্থিত স্বতন্ত্র এবং অন্যান্য প্রার্থীদের আবেদনগুলো শুনেছেন। পরে এ বিষয়টি নিয়ে তাদের পাকিস্তানের নির্বাচন কমিশনের কাছে যাওয়ার নির্দেশ দিয়েছেন বিচারক।