X
শুক্রবার, ০৯ মে ২০২৫
২৬ বৈশাখ ১৪৩২

মস্কোতে কনসার্টে হামলায় নিহত বেড়ে ৬০, আইএস এর দায় স্বীকার

আন্তর্জাতিক ডেস্ক
২৩ মার্চ ২০২৪, ১১:৪২আপডেট : ২৩ মার্চ ২০২৪, ১২:১০

রাশিয়ার রাজধানী মস্কোতে একটি কনসার্টে বন্দুকধারীদের হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৬০ জন হয়েছে। এই ঘটনায় আরও ১৪৫ জন আহত হয়েছেন। তাদের মধ্যে ৬০ জনের অবস্থা আশঙ্কাজনক। শুক্রবার (২২ মার্চ) রাতে করা এই হামলার দায় স্বীকার করেছে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)। শনিবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই তথ্য জানিয়েছে।

শুক্রবার মস্কোর পশ্চিমাঞ্চলে অবস্থিত ক্রোকাস সিটি হলের কনসার্টে যুদ্ধের পোশাক পরে বন্দুকধারীরা হামলা চালায়। হামলাকারীরা তখন স্বয়ংক্রিয় অস্ত্র দিয়ে কনসার্টে উপস্থিত মানুষদের লক্ষ্য করে গুলিবর্ষণ করে। এসময় বিস্ফোরকও ব্যবহার করে তারা। ফলে সেখানে বড় ধরনের অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

ক্রোকাস সিটি হলে সোভিয়েত আমলের রক গ্রুপ ‘পিকনিক’ এর কনসার্ট ছিল। হামলার সময় কনসার্টে উপস্থিত ছিলেন ৬ হাজার ২০০ মানুষ। রাশিয়ায় ২০০৪ সালের বেসলান স্কুল অবরোধের পর থেকে এখন পর্যন্ত সবচেয়ে মারাত্মক হামলার ঘটনা এটি। তখন স্কুল অবরোধ করে ইসলামপন্থি জঙ্গিরা শতাধিক শিশুসহ এক হাজারেরও বেশি মানুষকে জিম্মি করেছিল।

যাচাইকৃত ভিডিওতে দেখা গেছে, কনসার্টে আগত দর্শক-শ্রোতারা নিজ নিজ আসন গ্রহণ করছেন। এসময় বারবার গুলির শব্দ শোনা যায় এবং মানুষেরা এদিক-সেদিক ছুটাছুটি করে পালানের চেষ্টা করে।

অন্য আরেকটি ভিডিওতে একদল বন্দুকধারীকে গুলি চালাতে এবং কিছু মানুষ গুলিবিদ্ধ হয়ে মাটিতে পড়ে থাকতে দেখা গেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রত্যক্ষদর্শী রয়টার্সকে বলেছেন, ‘হঠাৎ আমাদের পেছনে জোরে শব্দ শোনা যায়-গুলির শব্দ। গুলিবর্ষণের শব্দ—আমি জানি না এটি ঠিক কী ছিল।’

প্রত্যক্ষদর্শী আরও বলেন, ‘সবাই দৌড়ে এস্কেলেটরের দিকে চলে যায়। এসময় অনেকে পদদলিত হয়। সবাই চিৎকার করছিল আর দৌড়াচ্ছিল।’

হামলার দায় স্বীকার

এই হামলার দায় স্বীকার করেছে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)। টেলিগ্রামে গোষ্ঠীটির আমাক এজেন্সি এই তথ্য জানিয়েছে। আইএস একসময় ইরাক এবং সিরিয়ার বিশাল অংশের উপর নিয়ন্ত্রণ চেয়েছিল।

ইসলামিক স্টেট বলেছে, তাদের যোদ্ধারা মস্কোর উপকণ্ঠে হামলা করেছে। এতে ‘শত শত মানুষ হতাহত হয়েছে এবং নিরাপদে ঘাঁটিতে ফিরে আসার আগে সেখানে ব্যাপক ধ্বংসযজ্ঞ ঘটিয়েছে।’ ওই বিবৃতিতে আরও বিস্তারিত কিছু জানানো হয়নি।

কিছু রাশিয়ান মিডিয়া একটি সাদা গাড়িতে অভিযুক্ত দুই হামলাকারীর একটি ছবি প্রকাশ করেছে।

কনসার্টে গুলি চালানোর জন্য ইসলামিক স্টেটের দায় স্বীকারের তথ্যটি নিশ্চিত করেছে মার্কিন গোয়েন্দারা। শুক্রবার একজন মার্কিন কর্মকর্তা বলেছেন, সাম্প্রতিক সপ্তাহগুলোতে মস্কোকে হামলার আশঙ্কার বিষয়ে সতর্ক করেছিল ওয়াশিংটন।

নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা বলেন, ‘রাশিয়ানদের আমরা যথাযথভাবে সতর্ক করেছি।’ তবে এ নিয়ে আরও বিস্তারিত কোনও তথ্য দেননি তিনি।

এদিকে, এই হামলার জন্য কারা দায়ী এ নিয়ে এখনও কোনও কিছু জানায়নি রাশিয়া।

/এএকে/
সম্পর্কিত
ভারত-পাকিস্তান ড্রোন যুদ্ধ: দক্ষিণ এশিয়ায় সংঘাতের নতুন অধ্যায়
রাশিয়ার বিজয় দিবস প্যারেডে পুতিনের পাশে শি জিনপিং
তৃতীয় দিনের মতো সংঘর্ষে জড়ালো ভারত-পাকিস্তান, সীমান্তজুড়ে যুদ্ধাবস্থা
সর্বশেষ খবর
মাদ্রাসাসহ সব বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের দাবি
মাদ্রাসাসহ সব বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের দাবি
ভারত-পাকিস্তান ড্রোন যুদ্ধ: দক্ষিণ এশিয়ায় সংঘাতের নতুন অধ্যায়
ভারত-পাকিস্তান ড্রোন যুদ্ধ: দক্ষিণ এশিয়ায় সংঘাতের নতুন অধ্যায়
মৌলভীবাজার সীমান্তে দুই দিনে আটক ৫৯ জনকে পুলিশে হস্তান্তর
মৌলভীবাজার সীমান্তে দুই দিনে আটক ৫৯ জনকে পুলিশে হস্তান্তর
লেভারকুসেনকে বিদায় বললেন জাবি, যাচ্ছেন রিয়ালে!
লেভারকুসেনকে বিদায় বললেন জাবি, যাচ্ছেন রিয়ালে!
সর্বাধিক পঠিত
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ
রাতভর নাটকীয়তার পর সকালে গ্রেফতার আইভী, দিলেন ‘জয় বাংলা’ স্লোগান
রাতভর নাটকীয়তার পর সকালে গ্রেফতার আইভী, দিলেন ‘জয় বাংলা’ স্লোগান
তিন শিক্ষক আর পাঁচ শিক্ষার্থী দিয়ে চলছে সরকারি বিদ্যালয়
তিন শিক্ষক আর পাঁচ শিক্ষার্থী দিয়ে চলছে সরকারি বিদ্যালয়
আবদুল হামিদের দেশত্যাগ: কিশোরগঞ্জের এসপি প্রত্যাহার
আবদুল হামিদের দেশত্যাগ: কিশোরগঞ্জের এসপি প্রত্যাহার