X
মঙ্গলবার, ০৬ মে ২০২৫
২৩ বৈশাখ ১৪৩২

মিয়ানমারে আরেকটি সীমান্ত শহর দখল করলো বিদ্রোহীরা

আন্তর্জাতিক ডেস্ক
১১ এপ্রিল ২০২৪, ১৬:০৭আপডেট : ১১ এপ্রিল ২০২৪, ১৭:০৪

মিয়ানমারের সীমান্ত শহর মায়াওয়াদ্দির দখল করেছেন বিদ্রোহীরা। জান্তাবিরোধী হামলার পর বৃহস্পতিবার (১১ এপ্রিল) সেখান থেকে প্রায় ২০০ সেনা সদস্য একটি সেতু দিয়ে থাইল্যান্ডে পালিয়েছেন। সর্বশেষ সীমান্ত শহর মায়াওয়াদ্দির নিয়ন্ত্রণ নিয়েছেন বিদ্রোহীরা। ব্রিটিশ বার্তা সংস্থা এ খবর জানিয়েছে।

বিভিন্ন ফ্রন্টে বিদ্রোহীদের সঙ্গে লড়াই করছে মিয়ানমারের সামরিক সরকার। গত অক্টোবর থেকে বিদ্রোহী গোষ্ঠীগুলো চীনা সীমান্তের কাছে সমন্বিত আক্রমণ শুরু করেছে। তারপর থেকে সীমান্ত এলাকায় ধারাবাহিকভাবে পরাজিত হচ্ছে জান্তা বাহিনী।

২০২১ সালের একটি অভ্যুত্থানে মাধ্যমে নির্বাচিত সরকারকে ক্ষমতাচ্যুত করে ক্ষমতা দখল করে জান্তা বাহিনী। তারপর থেকেই দেশব্যাপী সশস্ত্র প্রতিরোধ গড়ে তুলেছে কিছু জাতিগত বিদ্রোহী গোষ্ঠী। তারা একসঙ্গে কাজ করছে।

মিয়ানমারের জাতীয় ঐক্য সরকারের মুখপাত্র কিয়াও জাও বলেন, মায়াওয়াদ্দিতে অবশিষ্ট সামরিক ঘাঁটি দখল করেছে কারেন ন্যাশনাল ইউনিয়ন (কেএনইউ)-এর নেতৃত্বাধীন যৌথ প্রতিরোধ বাহিনী।

তিনি বলেন, এটি আমাদের বিপ্লবের জন্য একটি গুরুত্বপূর্ণ বিজয়। কারণ মায়াওয়াদ্দি জান্তার জন্য একটি গুরুত্বপূর্ণ সীমান্ত শহর, যা জান্তা সরকারের আয়ের অন্যতম প্রধান উৎস।

এই ঘটনার বিষয়ে জানতে চাইলে মিয়ানমার জান্তা সরকারের মুখপাত্র কোনও মন্তব্য করেনি।

মায়াওয়াদ্দির ওপর হামলায় নেতৃত্বদানকারী জান্তাবিরোধী গোষ্ঠী কেএনইউর মুখপাত্র সাও টাও নি বলেন, প্রায় ২০০ পলাতক মিয়ানমার সেনা থাইল্যান্ডের একটি সীমান্ত ক্রসিংয়ে জড়ো হয়েছিল।

নিউজ আউটলেট খিত থিট জানিয়েছে, সেনাদের আশ্রয় দেবে কিনা সেই সিদ্ধান্ত নিতে তাদের সঙ্গে আলোচনা করছে থাই কর্তৃপক্ষ।

/এসএইচএম/এমওএফ/
সম্পর্কিত
গাজার ‘ক্ষুধা যুদ্ধ’ চলতে থাকলে যুদ্ধবিরতির আলোচনা অর্থহীন: হামাস
রাখাইনের নতুন প্রশাসনে রোহিঙ্গাদের অন্তর্ভুক্তি দেখতে চায় বাংলাদেশ
হেগসেথের নির্দেশে ইউক্রেনের অস্ত্র পাঠানো বন্ধ হয়েছিল, জানতো না হোয়াইট হাউজ
সর্বশেষ খবর
শেখ হেলাল ও শেখ তন্ময়ের বিরুদ্ধে ২০ কোটি টাকা চাঁদাবাজির মামলা
শেখ হেলাল ও শেখ তন্ময়ের বিরুদ্ধে ২০ কোটি টাকা চাঁদাবাজির মামলা
স্পেশাল ম্যাজিস্ট্রেট আদালতে এপ্রিলে ৪৭৭ মামলা নিষ্পত্তি
সাজা পেয়েছেন ১০৫ জন, জরিমানা আদায় প্রায় ৫ লাখ টাকা
এডিপি কমছে ৩৫ হাজার কোটি টাকা
এডিপি কমছে ৩৫ হাজার কোটি টাকা
মূলধন ঘাটতির রেকর্ড, সংকটে ব্যাংক খাত
মূলধন ঘাটতির রেকর্ড, সংকটে ব্যাংক খাত
সর্বাধিক পঠিত
প্রাথমিকে আরও একটি অধিদফতর হচ্ছে
প্রাথমিকে আরও একটি অধিদফতর হচ্ছে
চেম্বার থেকে নারী চিকিৎসককে টেনেহিঁচড়ে রাস্তায় এনে মারধর
চেম্বার থেকে নারী চিকিৎসককে টেনেহিঁচড়ে রাস্তায় এনে মারধর
এনসিপি ও গণঅধিকার পরিষদের চাপে আওয়ামীপন্থি ৬ প্রার্থীর প্রার্থিতা বাতিল
এনসিপি ও গণঅধিকার পরিষদের চাপে আওয়ামীপন্থি ৬ প্রার্থীর প্রার্থিতা বাতিল
ঈদুল আজহায় ছুটি ১০ দিন, দুই শনিবার খোলা থাকবে অফিস
ঈদুল আজহায় ছুটি ১০ দিন, দুই শনিবার খোলা থাকবে অফিস
শব্দচয়ন ‘অনাকাঙ্ক্ষিত’, হেফাজতের দুঃখপ্রকাশ
শব্দচয়ন ‘অনাকাঙ্ক্ষিত’, হেফাজতের দুঃখপ্রকাশ