X
শনিবার, ০৩ মে ২০২৫
২০ বৈশাখ ১৪৩২

জলবায়ু পরিবর্তন: চীনে অত্যধিক গরম ও দীর্ঘ তাপপ্রবাহের সতর্কতা

আন্তর্জাতিক ডেস্ক
০৪ জুলাই ২০২৪, ১৩:০৯আপডেট : ০৪ জুলাই ২০২৪, ১৩:০৯

জলবায়ু পরিবর্তনের কারণে চীনের একপাশে অত্যধিক গরম ও দীর্ঘ তাপপ্রবাহ বইছে এবং অন্যপাশে আরও ঘন ঘন ও অপ্রত্যাশিত হারে ভারী বৃষ্টিপাত হচ্ছে বলে সতর্ক করেছে আবহাওয়া বিভাগ। বৃহস্পতিবার (৩ জুলাই) চীনের বার্ষিক জলবায়ু ‘ব্লু বুক’-এ প্রকাশিত প্রতিবেদনে এই তথ্য জানিয়েছেন আবহাওয়াবিদরা। দেশটিতে কার্বন নির্গমনের হার বেশি থাকলে ভবিষ্যতে জলবায়ু পরিবর্তনের প্রভাব আরও খারাপ হতে পারে বলেও সতর্ক করা হয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।

‘ব্লু বুক’-এ চীনা আবহাওয়া প্রশাসন (সিএমএ) সতর্ক করেছে, ৩০ বছরের মধ্যে চীনের সর্বোচ্চ তাপমাত্রা ১.৭ থেকে ২.৮ ডিগ্রি সেলসিয়াস (৩-৫ ফারেনহাইট) পর্যন্ত বাড়তে পারে। এর মধ্যে সবচেয়ে বেশি দুর্ভোগে পোহাতে হবে পূর্ব চীন এবং জিনজিয়াংয়ের উত্তর-পশ্চিমাঞ্চলের বাসিন্দাদের।

ব্লু বুকে আরও বলা হয়েছে, গত বছর চীনের গড় তাপমাত্রা একটি নতুন উচ্চতায় পৌঁছেছিল। রেকর্ড মাত্রার কারণে উত্তর-পশ্চিমে হিমবাহের গলে বা ডুবে এবং ভূ-পৃষ্ঠ বা ভূ-গর্ভের পলি গলে যেতে শুরু করে।

নিজেকে বিশ্বের অন্যতম জলবায়ু-ঝুঁকিপূর্ণ দেশ হিসেবে বর্ণনা করে চীন। দ্রুত পরিবর্তনশীল আবহাওয়ার ধরণ এবং সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রার সঙ্গে খাপ খাইয়ে নিতে ক্রমবর্ধমান চাপের মধ্যে রয়েছে দেশটি। চীনে জলবায়ু পরিবর্তনের হার বৈশ্বিক গড় পরিবর্তনের চেয়ে দ্রুত বাড়ছে।

একটি সংবাদ সম্মেলনে সিএমএর ন্যাশনাল ক্লাইমেট সেন্টারের ভাইস-ডিরেক্টর ইউয়ান জিয়াশুয়াং বলেন, ‘বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের প্রতি সংবেদনশীল একটি অঞ্চল চীন। এটি এমন একটি অঞ্চল যেখানে এই পরিবর্তনের প্রভাব উল্লেখযোগ্য।’

তিনি সতর্ক করেন, কার্বন নির্গমন যদি বেশি থাকে তবে চীনে প্রতি পঞ্চাশ বছরে একবার করে চরম তাপজনিত ঘটনা ঘটবে এবং শতাব্দীর শেষ নাগাদ তা প্রতি বছর অন্তর অন্তর ঘটতে পারে। তখন বৃষ্টিপাতও দ্বিগুণ হয়ে যেতে পারে এবং আরও অনিশ্চিত হয়ে উঠতে পারে।

আবহাওয়া বিভাগ বৃহস্পতিবার বলেছে, আগামী কয়েক মাসে চীনের অধিকাংশ অঞ্চলের তাপমাত্রা তুলনামূলকভাবে বাড়তে পারে।

ইতোমধ্যেই দক্ষিণাঞ্চলে মুষলধারে বৃষ্টি এবং বন্যা শুরু হয়েছে এবং রেকর্ড ভেঙে ফেলেছে উত্তর ও মধ্যাঞ্চলের বেশ কয়েকটি অংশের তাপমাত্রা। ফলে খরার কারণে হুমকির মুখে পড়েছে ফসলি জমি। বিঘ্নিত হচ্ছে বিদ্যুৎ পরিষেবাও।

সরকারি তথ্য অনুসারে, ১৯৬১ সাল থেকে তাপমাত্রার রেকর্ড শুরু করার পর, চলতি বছরের মার্চ থেকে মে পর্যন্ত চীনের গড় তাপমাত্রা সর্বোচ্চে পৌঁছেছে।

আবহাওয়া বিভাগ আরও জানিয়েছে, জুলাইয়ে চীনের মূল ভূখণ্ডে দুটি টাইফুন আঘাত হানতে পারে। সেগুলো চীনের পশ্চিম বা উত্তর-পশ্চিমাঞ্চলের দিকে অগ্রসর হতে পারে।

গত বছর, চীনের স্থলভাগে ডকসুরি এবং হাইকুই নামের দুটি শক্তিশালী টাইফুন আঘাত হেনেছিল। এতে ব্যাপক বৃষ্টিপাত হয়, যা কিছু এলাকায় রেকর্ড ভেঙে ফেলে। বৃষ্টির কারণে সেখানে বন্যা দেখা দিয়েছিল। নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছিল হাজার হাজার মানুষকে।

/এএকে/
সম্পর্কিত
পাকিস্তানে স্বল্পপাল্লার আবদালি ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণ
গাজায় সামরিক অভিযানের মাত্রা বৃদ্ধির পরিকল্পনা করছে ইসরায়েল
পাকিস্তান থেকে পণ্য আমদানিতে ভারতের নিষেধাজ্ঞা
সর্বশেষ খবর
তৃতীয় বিভাগ বাছাইয়ে চ্যাম্পিয়ন ইয়ং টেরিপাস ক্লাব
তৃতীয় বিভাগ বাছাইয়ে চ্যাম্পিয়ন ইয়ং টেরিপাস ক্লাব
৪১৮ যাত্রী নিয়ে মদিনার উদ্দেশে চট্টগ্রাম ছেড়েছে প্রথম হজ ফ্লাইট
৪১৮ যাত্রী নিয়ে মদিনার উদ্দেশে চট্টগ্রাম ছেড়েছে প্রথম হজ ফ্লাইট
খা‌লেদা জিয়ার আনুষ্ঠানিক সফরসঙ্গী যারা
খা‌লেদা জিয়ার আনুষ্ঠানিক সফরসঙ্গী যারা
আখাউড়া সীমান্ত দিয়ে ভারতে গেলেন সন্তু লারমা
আখাউড়া সীমান্ত দিয়ে ভারতে গেলেন সন্তু লারমা
সর্বাধিক পঠিত
কেন আবারও আন্দোলনে যাচ্ছেন সহকারী প্রাথমিক শিক্ষকরা?
কেন আবারও আন্দোলনে যাচ্ছেন সহকারী প্রাথমিক শিক্ষকরা?
শুকনো মরিচের দাম কেজিতে কমলো ১০০ টাকা
শুকনো মরিচের দাম কেজিতে কমলো ১০০ টাকা
‘নারী সংস্কার কমিশনের প্রতি ঘৃণা উসকে দেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিন’
‘নারী সংস্কার কমিশনের প্রতি ঘৃণা উসকে দেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিন’
‘সাময়িক’ ফ্লাইট বন্ধ করলো নভোএয়ার
‘সাময়িক’ ফ্লাইট বন্ধ করলো নভোএয়ার
ভারতের সেনাবাহিনীর ব্যবহার করা মডেলের গুলি পাওয়া গেলো বাংলাদেশের সীমান্তে
ভারতের সেনাবাহিনীর ব্যবহার করা মডেলের গুলি পাওয়া গেলো বাংলাদেশের সীমান্তে