X
বুধবার, ৩০ এপ্রিল ২০২৫
১৭ বৈশাখ ১৪৩২

ঢাকা থেকে হংকংগামী ফ্লাইটে বাংলাদেশি যাত্রীর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক
১৮ সেপ্টেম্বর ২০২৪, ১১:২৫আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৪, ১১:২৫

ঢাকা থেকে হংকংগামী একটি ফ্লাইটে বাংলাদেশি এক যাত্রীর মৃত্যু হয়েছে। ফ্লাইট চলাকালীন হঠাৎ তিনি অজ্ঞান হয়ে ঢলে পড়েন। পরে তাকে মৃত ঘোষণা করা হয়। ক্যাথে প্যাসিফিক এয়ারওয়েজের একটি ফ্লাইটে এই ঘটনা ঘটেছে। বুধবার (১৮ সেপ্টেম্বর) এই তথ্য জানিয়েছে হংকং পুলিশ। হংকং-ভিত্তিক সংবাদমাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্ট এই খবর জানিয়েছে।

প্রতিবেদনে মৃত ওই বাংলাদেশি যাত্রীর পরিচয় প্রকাশ করা হয়নি। তবে তিনি ৪৭ বছর বয়সী ছিলেন বলে জানা গেছে।

হংকং পুলিশ জানিয়েছে, বুধবার সকাল ৮টার কিছুক্ষণ পর তারা একটি প্রতিবেদন পায়, যেটিতে বলা হয়, মৃত ওই ব্যক্তি বাংলাদেশের রাজধানী থেকে আসা সিএক্স৬৬২ ফ্লাইটে অজ্ঞান হয়ে পড়েন।

ঘটনাস্থলেই তাকে মৃত ঘোষণা করেন কর্মকর্তারা। মৃত্যুর কারণ জানতে ময়নাতদন্ত করা হবে বলে জানিয়েছে পুলিশ।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, ফ্লাইটটি ঢাকা থেকে স্থানীয় সময় দুপুর ২টায় ছেড়ে বুধবার সকাল ৭টা ৪৯ মিনিটে হংকং পৌঁছায়।

এ ঘটনার পর হংকং এয়ারক্রু অফিসার্স অ্যাসোসিয়েশন যেকোনও যাত্রীকে ফ্লাইটে গুরুতরভাবে অসুস্থ বোধ করলে সঙ্গে সঙ্গে তা কেবিন ক্রুকে জানানোর অনুরোধ করেছে। এটি করা সবচেয়ে গুরুত্বপূর্ণ বলেও জোর দিয়েছে তারা।

হংকং কলেজ অব ইমার্জেন্সি মেডিসিনের কাউন্সিল মেম্বার ডা. ইয়াং সিউ-মিং বলেছেন, কোনও যাত্রী কার্ডিওভাসকুলার বা শ্বাসযন্ত্রের রোগে আক্রান্ত হলে তার জন্য আকাশপথে ভ্রমণ করা নিরাপদ কি-না সে সম্পর্কে ডাক্তারদের পরামর্শ নেওয়া উচিত।

এর আগে, চলতি মাসের শুরুতেও হংকং থেকে মুম্বাইগামী ক্যাথে ফ্লাইটে ৭১ বছর বয়সী এক জার্মান যাত্রীর মৃত্যু হয়। ফ্লাইট ছেড়ে যাওয়ার নির্ধারিত সময়ের কিছুক্ষণ আগে তিনি অজ্ঞান হয়ে মারা যান।

চলতি মাসের শুরুর দিকে হো চি মিন সিটি থেকে সিউল যাওয়ার ফ্লাইটে ৪৭ বছর বয়সী ভিয়েতনামী এক নারী অজ্ঞান হয়ে মারা যান।

পাঁচ বছর আগেও একই ঘটনায় আরও এক নারীর মৃত্যু হয়। তার বয়স ছিল ৪৪।

/এএকে/
সম্পর্কিত
সিরিয়ার রাজধানীর কাছে দ্বিতীয় দিনেও রক্তক্ষয়ী সংঘর্ষ 
কিছুই আমাকে থামাতে পারবে না, ১০০ দিন পূর্তিতে ট্রাম্পের হুঙ্কার
ইসরায়েলি গুপ্তচর সন্দেহে ইরানে এক ব্যক্তির ফাঁসি
সর্বশেষ খবর
দুই পুলিশ কর্মকর্তার প্রত্যাহার চান খুলনার বিএনপির নেতারা
দুই পুলিশ কর্মকর্তার প্রত্যাহার চান খুলনার বিএনপির নেতারা
পদত্যাগে বাধ্য হলেন যশোর মিনিবাস মালিক সমিতির সম্পাদক
পদত্যাগে বাধ্য হলেন যশোর মিনিবাস মালিক সমিতির সম্পাদক
এপ্রিলের ২৯ দিনেই এলো ২৬০ কোটি ৭০ লাখ ডলারের রেমিট্যান্স
এপ্রিলের ২৯ দিনেই এলো ২৬০ কোটি ৭০ লাখ ডলারের রেমিট্যান্স
ফ্যাসিবাদী পুলিশের পরিবর্তে জনগণের পুলিশ হওয়ার আহ্বান
উপদেষ্টাদের সঙ্গে পুলিশের মতবিনিময়ফ্যাসিবাদী পুলিশের পরিবর্তে জনগণের পুলিশ হওয়ার আহ্বান
সর্বাধিক পঠিত
দুই মামলায় আসামিপক্ষে কুমিল্লা আদালতে কোনও আইনজীবীকে না দাঁড়ানোর নির্দেশ
দুই মামলায় আসামিপক্ষে কুমিল্লা আদালতে কোনও আইনজীবীকে না দাঁড়ানোর নির্দেশ
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের নিখোঁজ ছাত্রী কুড়িল থেকে উদ্ধার
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের নিখোঁজ ছাত্রী কুড়িল থেকে উদ্ধার
উদ্ধার মর্টার শেল নিষ্ক্রিয় করতে বিস্ফোরণে কাঁপলো গোটা গ্রাম, অর্ধশত বাড়িঘর ক্ষতিগ্রস্ত
উদ্ধার মর্টার শেল নিষ্ক্রিয় করতে বিস্ফোরণে কাঁপলো গোটা গ্রাম, অর্ধশত বাড়িঘর ক্ষতিগ্রস্ত
বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তার হবু স্ত্রীকে ধর্ষণ ছাত্রদল নেতার
বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তার হবু স্ত্রীকে ধর্ষণ ছাত্রদল নেতার
প্যারোলে মুক্তি চান দীপু মনি
প্যারোলে মুক্তি চান দীপু মনি