শিগেরু ইশিবার নেতৃত্বে জাপানের ক্ষমতাসীন দলের সঙ্গে সম্পর্ক গভীর করতে উন্মুখ তাইওয়ানের প্রেসিডেন্ট লাই চিং-তে। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) লাইয়ের ডেমোক্রেটিক প্রগ্রেসিভ পার্টি (ডিপিপি) এই তথ্য জানিয়েছে। এক প্রতিবেদনে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।
ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) নেতৃত্ব দেওয়ার পঞ্চম প্রচেষ্টায় জয়ী হয়েছেন জাপানের সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইশিবা। এখন দেশটির পরবর্তী প্রধানমন্ত্রী হতে চলেছেন তিনি।
এক বিবৃতিতে ডিপিপি বলেছে, ইশিবাকে অভিনন্দন জানিয়েছেন লাই। গত মাসে ইশিবা তাইপেই গিয়েছিলেন এবং এলডিপি নেতা হিসেবে লাইয়ের সঙ্গে দেখা করেছিলেন।
ডিপিপি আরও জানায়, উভয় পক্ষের মধ্যে গভীর বন্ধুত্ব রয়েছে। সম্পর্ক উন্নয়নে সব সময় অত্যন্ত গুরুত্ব দিয়েছেন লাই। ইশিবার অধীনে সর্বস্তরে নিয়মিত যোগাযোগ এবং সহযোগিতা আরও গভীর করতে উন্মুখ তিনি।
সভাপতি হওয়ার পাশাপাশি ডিপিপির চেয়ারম্যানও লাই।
একটি পৃথক বিবৃতিতে তাইওয়ানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, টোকিওতে দেশটির ডি ফ্যাক্টো দূতাবাসকে সরকারের পক্ষ থেকে ইশিবাকে অভিনন্দন জানাতে বলা হয়েছে।
চীনের দাবিকৃত তাইওয়ানের সঙ্গে অধিকাংশ দেশের মতো জাপানেরও কোনও আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক নেই। তবে যুক্তরাষ্ট্রের পর আন্তর্জাতিক মঞ্চে তাইওয়ানের সবচেয়ে শক্তিশালী সমর্থক জাপান। দেশটির অবশ্য বেইজিংয়ের প্রতি ক্ষোভ রয়েছে, যা প্রায়ই প্রকাশ পায়।