X
বৃহস্পতিবার, ২২ মে ২০২৫
৮ জ্যৈষ্ঠ ১৪৩২
ভারতের সঙ্গে সংলাপ

সৌদি আরবকে নিরপেক্ষ স্থান মনে করছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক
২২ মে ২০২৫, ১৪:৪৭আপডেট : ২২ মে ২০২৫, ১৪:৪৭

পাকিস্তান ও ভারতের মধ্যে অত্যন্ত প্রয়োজনীয় সংলাপের জন্য সৌদি আরব একটি ‘নিরপেক্ষ’ স্থান হতে পারে। বুধবার (২২ মে) সাংবাদিকদের এমনটাই বলেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। প্রধানমন্ত্রীর বাসভবনে একদল টেলিভিশন সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ভারতের সঙ্গে সংলাপে কাশ্মীর, পানি, বাণিজ্য ও সন্ত্রাসবাদ হবে মূল আলোচ্য বিষয়। পাকিস্তানের সংবাদমাধ্যম ডন এ খবর জানিয়েছে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতার প্রস্তাবের আলোকে যদি কোনও তৃতীয় স্থানে সংলাপের সম্ভাবনা থাকে—এমন প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী চীনকে নিরপেক্ষ ভেন্যু হিসেবে প্রত্যাখ্যান করেন। বলেন, ভারত কখনোই তাতে রাজি হবে না।

তবে প্রধানমন্ত্রী আশাবাদ ব্যক্ত করেছেন যে, সৌদি আরব এমন একটি তৃতীয় দেশ হতে পারে, যেখানে উভয় পক্ষ আলোচনা করতে রাজি হতে পারে।

ভারত সংলাপে সন্ত্রাসবাদ নিয়ে আলোচনা করতে চায়, আর পাকিস্তান চায় কাশ্মীরকে প্রাধান্য দিতে। এমন বিষয় নিয়ে শাহবাজ শরিফ আবারও জোর দিয়ে বলেন, ‘কাশ্মীর, পানি, বাণিজ্য ও সন্ত্রাসবাদ—এই চারটি বিষয়ই পাকিস্তান-ভারত সংলাপের মূল পয়েন্ট হবে।’

পিটিআই নেতৃত্বাধীন খাইবার পাখতুনখোয়া (কেপি) সরকার সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে কেন্দ্র থেকে সহযোগিতা পাচ্ছে কিনা—এমন প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, কেন্দ্র ইতোমধ্যেই সহায়তা দিচ্ছে এবং পাবলিক সেক্টর ডেভেলপমেন্ট প্রোগ্রামের (পিএসডিপি) অধীনে কেপি সরকারকে ৬০০ বিলিয়ন রুপি বরাদ্দ দেওয়া হয়েছে।

তিনি বলেন, পাকিস্তান ও ভারতের মধ্যে উত্তেজনা কমছে, কারণ উভয় দেশের ডিজিএমও (সামরিক কার্যক্রমের মহাপরিচালক) একে অপরের সঙ্গে যোগাযোগ করছেন।

তিনি জানান, যদি দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশের মধ্যে সংলাপ অনুষ্ঠিত হয়, তাহলে পাকিস্তানের পক্ষ থেকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা নেতৃত্ব দেবেন।

/এস/
সম্পর্কিত
কাতারের বিমান নিয়ে প্রশ্ন করায় সাংবাদিককে ধমক দিলেন ট্রাম্প
ইয়েমেন থেকে আসা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহতের দাবি ইসরায়েলের
ডেইলি মেইলের অনুসন্ধানযুক্তরাজ্যে সমকামী সেজে অ্যাসাইলামের আবেদন বাড়ছে
সর্বশেষ খবর
পদত্যাগ করে ক্যাম্পাস ছাড়লেন কুয়েটের অন্তর্বর্তী উপাচার্য
পদত্যাগ করে ক্যাম্পাস ছাড়লেন কুয়েটের অন্তর্বর্তী উপাচার্য
বাজেটে কৃষি খাতে ৪০ শতাংশ বরাদ্দের দাবি
বাজেটে কৃষি খাতে ৪০ শতাংশ বরাদ্দের দাবি
ডেঙ্গুতে একদিনে ৪৬ জন হাসপাতালে ভর্তি, করোনায় সংক্রমিত ৬
ডেঙ্গুতে একদিনে ৪৬ জন হাসপাতালে ভর্তি, করোনায় সংক্রমিত ৬
হাওরাঞ্চলে জমজমাট পশুর হাট, দাম তুলনামূলক কম
হাওরাঞ্চলে জমজমাট পশুর হাট, দাম তুলনামূলক কম
সর্বাধিক পঠিত
যে কারণে কক্সবাজারে মার্কিন বাহিনী
যে কারণে কক্সবাজারে মার্কিন বাহিনী
যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতকে ঢাকা ফেরার নির্দেশ
যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতকে ঢাকা ফেরার নির্দেশ
ব্রাহ্মণবাড়িয়ায় চাহিদার চেয়ে বেশি রয়েছে কোরবানিযোগ্য পশু
ব্রাহ্মণবাড়িয়ায় চাহিদার চেয়ে বেশি রয়েছে কোরবানিযোগ্য পশু
বাংলাদেশে জনগণের মৌলিক স্বাধীনতা ঝুঁকিতে ফেলেছে সরকার: এইচআরডব্লিউ
বাংলাদেশে জনগণের মৌলিক স্বাধীনতা ঝুঁকিতে ফেলেছে সরকার: এইচআরডব্লিউ
শেখ হাসিনাসহ ৩৯৩ জনের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার করলেন বিএনপি নেতা
শেখ হাসিনাসহ ৩৯৩ জনের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার করলেন বিএনপি নেতা