X
বৃহস্পতিবার, ২২ মে ২০২৫
৮ জ্যৈষ্ঠ ১৪৩২

বাজেটে কৃষি খাতে ৪০ শতাংশ বরাদ্দের দাবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ মে ২০২৫, ১৯:০৭আপডেট : ২২ মে ২০২৫, ১৯:০৭

জাতীয় বাজেটের উন্নয়ন বরাদ্দের ৪০ শতাংশ কৃষি খাতে বরাদ্দের দাবি জানিয়েছে ‘সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্ট’।

বৃহস্পতিবার (২২ মে) জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত সমাবেশে এ দাবি জানানো হয়।

সমাবেশে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি বজলুর রশীদ ফিরোজ বলেন, কৃষি প্রধান বাংলাদেশে একক খাত হিসেবে সর্ববৃহৎ এবং সবচেয়ে উপেক্ষিত খাত কৃষি। মোট শ্রমশক্তির ৪৫ শতাংশ এবং গ্রামীণ কর্মজীবী নারীর প্রায় ৬০ শতাংশ কৃষিতে নিয়োজিত। জিডিপিতে কৃষির অবদান ১১ দশমিক ২ শতাংশ। অথচ কৃষি চরম অবহেলিত। কৃষি ও কৃষক ক্ষেতমজুর না বাঁচলে দেশ বাঁচবে না।

তিনি বলেন, ক্ষেতমজুরদের ১৮০ দিনের বেশি কাজ থাকে না। আর্মি রেটে গ্রামীণ রেশনিংয়ের দীর্ঘ দিনের দাবি আজও উপেক্ষিত। দেশকে এগিয়ে নিতে হলে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করে কৃষিকে এগিয়ে নিতে হবে। ফলে বাজেটে কৃষি খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। এ সময় তিনি জাতীয় বাজেটের উন্নয়ন বরাদ্দের ৪০ শতাংশ কৃষি খাতে বরাদ্দের জোর দাবি জানান।

সমাবেশে অন্য নেতারা বলেন, বন্যা, খরা, নদী ভাঙনসহ প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষক ও ক্ষেতমজুরদের আর্থিক সহায়তা ও পুনর্বাসনের ক্ষেত্রে সরকারের পদক্ষেপের দুর্বলতা রয়েছে। শষ্যবিমা চালু করা প্রয়োজন। সরকারি খাস জমি প্রকৃত ভূমিহীনদের মাঝে বিতরণ করার দাবি দীর্ঘদিনের। ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদ ও আসলসহ মওকুফ করার দাবি আজও পূরণ হয়নি। সমতলের আদিবাসীদের জন্য স্বাধীন ভূমি কমিশন গঠনের দাবি উপেক্ষিত। কৃষকদের সমস্যা সমাধানে সরকারকে যথাযথ উদ্যোগ নিতে হবে।

সমাবেশ শেষে আব্দুল কুদ্দুস, নিখিল দাস, শফিউর রহমান শফি, জুলফিকার আলীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ বরাবর স্মারকলিপি দেন।

/এএজে/আরকে/
সম্পর্কিত
সচিবালয় অভিমুখে শিক্ষকদের পদযাত্রায় পুলিশের বাধা
৭ দফা দাবিতে কবি নজরুল কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ
শ্রমিকদের বাধায় শ্রম ভবনে ঢুকতে পারছেন না কর্মকর্তা-কর্মচারীরা
সর্বশেষ খবর
প্রেসিডেন্ট কাপ টেবিল টেনিস শুরু
প্রেসিডেন্ট কাপ টেবিল টেনিস শুরু
নিষেধাজ্ঞার পরও যমুনা-কেন্দ্রিক আন্দোলন: আইন প্রয়োগে ব্যর্থতা নাকি কৌশলী ভূমিকা? 
নিষেধাজ্ঞার পরও যমুনা-কেন্দ্রিক আন্দোলন: আইন প্রয়োগে ব্যর্থতা নাকি কৌশলী ভূমিকা? 
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় তদন্তকারী কর্মকর্তা-প্রসিকিউটরও গ্রেফতার করতে পারবেন
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় তদন্তকারী কর্মকর্তা-প্রসিকিউটরও গ্রেফতার করতে পারবেন
ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে ডাকাতি মামলার আসামির মৃত্যু
ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে ডাকাতি মামলার আসামির মৃত্যু
সর্বাধিক পঠিত
বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘন: আন্তর্জাতিক সম্প্রদায়কে পদক্ষেপ নেওয়ার আহ্বান ৪ বিদেশি সংগঠনের
বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘন: আন্তর্জাতিক সম্প্রদায়কে পদক্ষেপ নেওয়ার আহ্বান ৪ বিদেশি সংগঠনের
বাংলাদেশে জনগণের মৌলিক স্বাধীনতা ঝুঁকিতে ফেলেছে সরকার: এইচআরডব্লিউ
বাংলাদেশে জনগণের মৌলিক স্বাধীনতা ঝুঁকিতে ফেলেছে সরকার: এইচআরডব্লিউ
নওগাঁয় আম পাড়া শুরু, আম্রপালি পাওয়া যাবে কবে
নওগাঁয় আম পাড়া শুরু, আম্রপালি পাওয়া যাবে কবে
কেমন আছে ব্যাংক খাত
কেমন আছে ব্যাংক খাত
‘বিভাজনমূলক’ বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করলেন উপদেষ্টা মাহফুজ
‘বিভাজনমূলক’ বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করলেন উপদেষ্টা মাহফুজ