X
সোমবার, ০৭ জুলাই ২০২৫
২২ আষাঢ় ১৪৩২

বাজেটে কৃষি খাতে ৪০ শতাংশ বরাদ্দের দাবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ মে ২০২৫, ১৯:০৭আপডেট : ২২ মে ২০২৫, ১৯:০৭

জাতীয় বাজেটের উন্নয়ন বরাদ্দের ৪০ শতাংশ কৃষি খাতে বরাদ্দের দাবি জানিয়েছে ‘সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্ট’।

বৃহস্পতিবার (২২ মে) জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত সমাবেশে এ দাবি জানানো হয়।

সমাবেশে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি বজলুর রশীদ ফিরোজ বলেন, কৃষি প্রধান বাংলাদেশে একক খাত হিসেবে সর্ববৃহৎ এবং সবচেয়ে উপেক্ষিত খাত কৃষি। মোট শ্রমশক্তির ৪৫ শতাংশ এবং গ্রামীণ কর্মজীবী নারীর প্রায় ৬০ শতাংশ কৃষিতে নিয়োজিত। জিডিপিতে কৃষির অবদান ১১ দশমিক ২ শতাংশ। অথচ কৃষি চরম অবহেলিত। কৃষি ও কৃষক ক্ষেতমজুর না বাঁচলে দেশ বাঁচবে না।

তিনি বলেন, ক্ষেতমজুরদের ১৮০ দিনের বেশি কাজ থাকে না। আর্মি রেটে গ্রামীণ রেশনিংয়ের দীর্ঘ দিনের দাবি আজও উপেক্ষিত। দেশকে এগিয়ে নিতে হলে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করে কৃষিকে এগিয়ে নিতে হবে। ফলে বাজেটে কৃষি খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। এ সময় তিনি জাতীয় বাজেটের উন্নয়ন বরাদ্দের ৪০ শতাংশ কৃষি খাতে বরাদ্দের জোর দাবি জানান।

সমাবেশে অন্য নেতারা বলেন, বন্যা, খরা, নদী ভাঙনসহ প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষক ও ক্ষেতমজুরদের আর্থিক সহায়তা ও পুনর্বাসনের ক্ষেত্রে সরকারের পদক্ষেপের দুর্বলতা রয়েছে। শষ্যবিমা চালু করা প্রয়োজন। সরকারি খাস জমি প্রকৃত ভূমিহীনদের মাঝে বিতরণ করার দাবি দীর্ঘদিনের। ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদ ও আসলসহ মওকুফ করার দাবি আজও পূরণ হয়নি। সমতলের আদিবাসীদের জন্য স্বাধীন ভূমি কমিশন গঠনের দাবি উপেক্ষিত। কৃষকদের সমস্যা সমাধানে সরকারকে যথাযথ উদ্যোগ নিতে হবে।

সমাবেশ শেষে আব্দুল কুদ্দুস, নিখিল দাস, শফিউর রহমান শফি, জুলফিকার আলীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ বরাবর স্মারকলিপি দেন।

/এএজে/আরকে/
সম্পর্কিত
গণঅভ্যুত্থানের পর বৈষম্য কমেনি, বেড়েছে: জোনায়েদ সাকি
সব স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণসহ ৬ দাবি শিক্ষকদের
কী আছে শ্রমিকদের ভাগ্যে, কোন পথে আন্দোলন?
সর্বশেষ খবর
গ্রেনাডায় ওয়েস্ট ইন্ডিজকে গুঁড়িয়ে দিয়ে টেস্ট সিরিজ অস্ট্রেলিয়ার
গ্রেনাডায় ওয়েস্ট ইন্ডিজকে গুঁড়িয়ে দিয়ে টেস্ট সিরিজ অস্ট্রেলিয়ার
নদীতে ইলিশের দেখা মিলছে না কেন
নদীতে ইলিশের দেখা মিলছে না কেন
অধিনায়ক মুল্ডারের ডাবল সেঞ্চুরিতে প্রথম দিনে দক্ষিণ আফ্রিকার রেকর্ড রান
অধিনায়ক মুল্ডারের ডাবল সেঞ্চুরিতে প্রথম দিনে দক্ষিণ আফ্রিকার রেকর্ড রান
ফার্মগেটে ককটেল বিস্ফোরণ, একজন আহত
ফার্মগেটে ককটেল বিস্ফোরণ, একজন আহত
সর্বাধিক পঠিত
আসছে নতুন কারিকুলাম: ফ্রেমওয়ার্ক ডিসেম্বরে, ‘বড় পরিসরে’ থাকবে জুলাই
আসছে নতুন কারিকুলাম: ফ্রেমওয়ার্ক ডিসেম্বরে, ‘বড় পরিসরে’ থাকবে জুলাই
সাংবিধানিক প্রতিষ্ঠানের মর্যাদা পাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক 
সাংবিধানিক প্রতিষ্ঠানের মর্যাদা পাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক 
ফার্মেসিতে ওষুধের আড়ালে ‘ট্যাপেন্টাডল’ বিক্রির অভিযোগ, আটক ৫
ফার্মেসিতে ওষুধের আড়ালে ‘ট্যাপেন্টাডল’ বিক্রির অভিযোগ, আটক ৫
লোহিত সাগরে জাহাজে হামলায় আগুন, ডুবে যাওয়ার শঙ্কা
লোহিত সাগরে জাহাজে হামলায় আগুন, ডুবে যাওয়ার শঙ্কা
সেই ব্যাংক কর্মকর্তার খোঁজ মিলেছে
সেই ব্যাংক কর্মকর্তার খোঁজ মিলেছে