X
শুক্রবার, ০৯ মে ২০২৫
২৬ বৈশাখ ১৪৩২

শ্রীলঙ্কায় গোয়েন্দা জাহাজের পর এবার পাকিস্তানে সেনা পাঠাতে চায় চীন: এএনআই

আন্তর্জাতিক ডেস্ক
১৭ আগস্ট ২০২২, ২০:০৪আপডেট : ১৭ আগস্ট ২০২২, ২০:০৪

বেল্ট অ্যান্ড রোড উদ্যোগের অংশ হিসেবে সংঘাত কবলিত পাকিস্তান-আফগানিস্তান অঞ্চলে বিপুল পরিমাণে বিনিয়োগ করেছে চীন। এবার এই দুটি দেশে বিনিয়োগ ও নিজেদের স্বার্থ সুরক্ষিত রাখতে বিশেষভাবে তৈরি ফাঁড়িগুলোতে নিজেদের সেনা মোতায়েন করতে চাইছে বেইজিং। কূটনৈতিক সূত্রের বরাতে ভারতীয় বার্তা সংস্থা এশিয়ান নিউজ ইন্টারন্যাশনাল (এএনআই) এক প্রতিবেদনে এমন দাবি করেছে।

প্রতিবেদনে দাবি করা হয়েছে, পাকিস্তান-আফগানিস্তান রুট ধরে মধ্য এশিয়ায় নিজেদের প্রভাব বিস্তারে সক্রিয় চীন এবং দেশ দুটিতে কৌশলগত বিনিয়োগ করেছে।

ভারতের উদ্বেগ উপেক্ষা করে মঙ্গলবার সকালে ভূ-উপগ্রহ ও আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র শনাক্তে সক্ষম একটি চীনা জাহাজ শ্রীলঙ্কার হাম্বানতোতা বন্দরে নোঙর করেছে।

কয়েকটি প্রাক্কলন অনুসারে, পাকিস্তানে চীনের বিনিয়োগের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৬০ বিলিয়ন ডলার। পাকিস্তান শুধু যে চীনের ওপর আর্থিকভাবে নির্ভরশীল তা নয়, সামরিক ও কূটনৈতিক সহযোগিতার ওপরও নির্ভর করে।

ক্ষমতার চরম ভারসাম্যহীনতা নিজেদের পক্ষে থাকায় পাকিস্তানকে বিশেষ সামরিক ফাঁড়ি গড়ে তুলতে চাপ দিচ্ছে চীন। এসব ফাঁড়িতে নিজেদের সশস্ত্র সেনা মোতায়েন করতে চায় বেইজিং।

আফগানিস্তান এখন শাসন করছে তালেবান। কট্টর ইসলামপন্থী এই গোষ্ঠীর শাসন এখনও চীন, পাকিস্তানসহ অনেক দেশের প্রত্যাশা পূরণ করতে পারছে না।

নাম প্রকাশে অনিচ্ছুক ইসলামাবাদের শীর্ষ কূটনীতিক ও নিরাপত্তা সূত্র জানিয়েছে, চীনের সেনাবাহিনী পিপল লিবারেশন আর্মি আফগানিস্তান ও পাকিস্তানে যুদ্ধকালীন পর্যায়ের মতো সামরিক ফাঁড়ি গড়ে তোলার জন্য কাজ করছে। চীনা বাহিনীর দাবি, এতে অভিযান মসৃণ এবং বেল্ট অ্যান্ড রোড উদ্যোগের বিস্তৃত হবে।

একটি কূটনৈতিক সূত্রের মতে, চীনা রাষ্ট্রদূত নং রং এই বিষয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ, পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো ও সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়ার সঙ্গে বৈঠক করেছেন।

চীনা দূত রং ২০২২ সালের মার্চের পর থেকে পাকিস্তানে অবস্থান করছিলেন না। সম্প্রতি তিনি দেশটিতে ফিরেছেন। যেসব বৈঠকে তিনি ফাঁড়ি গড়ে তোলার দাবি তুলেছেন সেগুলো ছিল পাকিস্তানের নতুন সরকার ও রাষ্ট্রীয় প্রতিনিধিদের সঙ্গে তার প্রথম আনুষ্ঠানিক বৈঠক।

সূত্রটি জানায়, চীনা রাষ্ট্রদূত ক্রমাগত পাকিস্তানে চীনের প্রকল্প ও নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করার ওপর জোর দিয়েছেন। ইতোমধ্যে গুয়াদার আন্তর্জাতিক বিমানবন্দরে নিজেদের যুদ্ধবিমানের ব্যবহার এবং এখানে নিরাপত্তা ফাঁড়ির দাবি তুলেছে চীন।

অপর একটি শীর্ষ সূত্র জানায়, বিমানবন্দরটি শিগগির চালু হবে। এটির বেস্টনি দেখে ধারণা করা হচ্ছে একটি সামরিক কাজে ব্যবহার করা যাবে।

অবশ্য, এই বিষয়টি নিজস্ব সংবেদনশীলতা রয়েছে। পাকিস্তানি জনগণ হয়ত দেশটিতে ভারী চীনা সামরিক উপস্থিতিকে স্বাভাবিকভাবে গ্রহণ নাও করতে পারে।

পাকিস্তানে আশঙ্কা রয়েছে, চীনের ঋণ ফাঁদের মতো পরিস্থিতি বিরাজমান। এই কৌশলের লক্ষ্য হলো পাকিস্তানকে একটি উপনিবেশে পরিণত করা।

আফগানিস্তানে নিজেদের ভিন্ন ভিন্ন স্বার্থ ও উদ্বেগ রয়েছে চীন ও পাকিস্তানের। তালেবান ক্ষমতাগ্রহণের পর পাকিস্তান ও চীন প্রশ্নাতীত সহযোগিতা প্রত্যাশা করছিল। কিন্তু দেশ দুটির প্রত্যাশা পুরোপুরি পূরণ হয়নি।

পাকিস্তানের একটি প্রধান দাবি ছিল, আফগানিস্তান থেকে ভারতীয়দের প্রত্যাহার। কিন্তু কান্দাহারভিত্তিক তালেবান শাসকরা এখনও এই বিষয়ে পাকিস্তানিদের পছন্দমতো খুব বেশি কিছু করেনি।

ভারতের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে তালেবানরা স্বাধীনত পররাষ্ট্রনীতি গঠনে আগ্রহী। এমনকি তালেবানের প্রতিরক্ষামন্ত্রী মোল্লা ইয়াকুব ভারতে সামরিক প্রশিক্ষণের ইঙ্গিত দিয়েছেন।

আফগানিস্তানের অগ্রগতি কিছুটা উদ্বেগ নিয়ে পর্যবেক্ষণ করছে চীন। বেইজিংয়ের নিজস্ব উদ্বেগ রয়েছে দেশটিতে। তালেবান ও হাক্কানি নেটওয়ার্ক উইঘুর বিদ্রোহীদের চীনের হাতে তুলে দেওয়ার ক্ষেত্রে কোনও আগ্রহ দেখাচ্ছে না। এছাড়া আফগানিস্তানে বিআরআই নেটওয়ার্ক গড়ে তোলার বিষয়ে তালেবানরা যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না বলে বিবেচনা করছে চীন। কূটনৈতিক সূত্রের মতে, সিপিইসি ও আফগানিস্তান হয়ে মধ্য এশিয়া ও ইউরোপে প্রবেশ করতে চায় চীন।

 সূত্র: এনডিটিভি

 

/এএ/
সম্পর্কিত
ভারত-পাকিস্তান সংকটের গ্যাঁড়াকলে পড়তে চায় না যুক্তরাষ্ট্র
দক্ষিণ সুদানে অপুষ্টির ঝুঁকিতে ৬০ হাজার শিশু: জাতিসংঘ
পাকিস্তানি ড্রোন হামলা প্রতিহতের দাবি ভারতীয় সেনাবাহিনীর
সর্বশেষ খবর
যেভাবে বানাবেন কাঁচা আমের টক-মিষ্টি-ঝাল আমসত্ত্ব 
যেভাবে বানাবেন কাঁচা আমের টক-মিষ্টি-ঝাল আমসত্ত্ব 
এক যুগ আগে নিখোঁজ বিএনপিনেতার বাসায় পুলিশ: ডিএমপির দুঃখ প্রকাশ, এসআই প্রত্যাহার
এক যুগ আগে নিখোঁজ বিএনপিনেতার বাসায় পুলিশ: ডিএমপির দুঃখ প্রকাশ, এসআই প্রত্যাহার
হাফ ভাড়া নিয়ে তর্ক, কলেজশিক্ষার্থীকে বাস থেকে ফেলে হত্যার অভিযোগ
হাফ ভাড়া নিয়ে তর্ক, কলেজশিক্ষার্থীকে বাস থেকে ফেলে হত্যার অভিযোগ
মঞ্চ থেকে হলো জুমার আজান,  নামাজের পর বক্তব্য দেবেন নেতারা
মঞ্চ থেকে হলো জুমার আজান, নামাজের পর বক্তব্য দেবেন নেতারা
সর্বাধিক পঠিত
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
‘সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে জড়িতদের শাস্তি দিতে না পারলে আমি চলে যাবো’
‘সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে জড়িতদের শাস্তি দিতে না পারলে আমি চলে যাবো’
নৌ পুলিশের অভিযানে ২৭৬ জন গ্রেফতার, ১০ মরদেহ উদ্ধার
নৌ পুলিশের অভিযানে ২৭৬ জন গ্রেফতার, ১০ মরদেহ উদ্ধার
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে ৫৬ জনের পদত্যাগ, তুলেছেন দুর্নীতির অভিযোগ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে ৫৬ জনের পদত্যাগ, তুলেছেন দুর্নীতির অভিযোগ