X
সোমবার, ১৭ জুন ২০২৪
২ আষাঢ় ১৪৩১

যুদ্ধবিমান উড্ডয়নের নির্দেশ তাইওয়ানের

আন্তর্জাতিক ডেস্ক
২৪ মে ২০২৪, ১১:৩৭আপডেট : ২৪ মে ২০২৪, ১১:৪৫

যুদ্ধবিমান উড্ডয়ন ও ক্ষেপণাস্ত্র সুরক্ষিত রাখার নির্দেশ দিয়েছে তাইওয়ান। বৃহস্পতিবার (২৩ মে) এই নির্দেশনার মাধ্যমে নৌ ও স্থলবাহিনীকে সতর্ক থাকতে বলেছে স্ব-শাসিত এই দেশটি। স্ব-শাসিত এই দ্বীপটির চারপাশে চীনা সামরিক মহড়ার চলাকালীন এই নির্দেশ দিয়েছে দেশটির নতুন প্রেসিডেন্ট লাই চিং-তে। যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম এপি এ খবর জানিয়েছে।

চীনের সামরিক বাহিনী বলেছে, বৃহস্পতিবার সকালে তাইওয়ানের চারপাশে নৌবাহিনীর জাহাজ ও সামরিক উড়োজাহাজ নিয়ে মহড়া দেওয়া শুরু করেছে চীনের সেনাবাহিনী। দুই দিনের সামরিক মহড়া চালাবে চীন। কারণ দ্বীপটিকে চীনের জাতীয় ভূখণ্ডের অংশ হিসেবে দাবি করে বেইজিং।

তাইওয়ান প্রণালি ও দ্বীপের আশেপাশের অন্যান্য এলাকায় প্রায় প্রতিদিন নৌবাহিনীর জাহাজ ও যুদ্ধবিমান পাঠায় পিপলস লিবারেশন আর্মি। যাতে তাইওয়ানের প্রতিরক্ষা ব্যবস্থা দুর্বল হয়ে পড়ে। এছাড়া যারা ডি ফ্যাক্টো স্বাধীনতা চান তারা যেন ভয় পান।

তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, চীনের অযৌক্তিক উসকানিমূলক কর্মকাণ্ড আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলেছে। মন্ত্রণালয় বলেছে, কোনও দ্বন্দ্ব চায় না তাইওয়ান। কিন্তু এটি থেকে সরেও আসবে না।

মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, চীনের সামরিক মহড়া চালানোর এই অজুহাত শুধু তাইওয়ান প্রণালিজুড়ে শান্তি ও স্থিতিশীলতার কাজ করে না, বরং এর আধিপত্যকে জাহির করে।

তাইওয়ানের প্রেসিডেন্ট লাই চিং-তে সোমবার তার উদ্বোধনী ভাষণে চীনকে সামরিক ভীতি প্রদর্শন বন্ধ করার আহ্বান জানিয়ে বলেন, মূল ভূখণ্ডের কমিউনিস্ট পার্টির নেতৃত্বকে উত্তেজনা বা উসকানি দেবেন না।

তাইপেইয়ের দক্ষিণে তাওয়ুয়ানে একটি সামুদ্রিক ঘাঁটি পরিদর্শনের সময় লাই বৃহস্পতিবার নাবিক ও শীর্ষ নিরাপত্তা কর্মকর্তাদের বলেন, বাহ্যিক চ্যালেঞ্জ ও হুমকির মুখোমুখি হয়ে আমরা স্বাধীনতা ও গণতন্ত্রের মূল্যবোধ বজায় রাখব। লাই আরও বলেন, তাইওয়ানের বর্তমান অবস্থা বজায় রেখে চীনের সঙ্গে আলাপ চান তিনি।

এদিকে, চীনপন্থি জাতীয়তাবাদী দলও (কেএমটি) বেইজিংয়ের কর্মকাণ্ডের নিন্দা জানিয়েছে। অপ্রয়োজনীয় কৌশল বন্ধ করতে, তাইওয়ান প্রণালীতে সংঘাত এড়াতে এবং দুই পক্ষেই শান্তি বজায় রাখার আহ্বান জানিয়েছে জাতীয়তাবাদীরা।

পিপলস লিবারেশন আর্মির ইস্টার্ন থিয়েটার কমান্ড বলেছে, তাইওয়ানের আশেপাশে স্থল, নৌবাহিনী ও বিমান মহড়ার উদ্দেশ্য পিএলএ ইউনিটের নৌবাহিনী ও বিমানের সক্ষমতা পরীক্ষা করা। এছাড়া লক্ষ্যবস্তুতে আঘাত করা এবং যুদ্ধক্ষেত্রের নিয়ন্ত্রণের জয়ের জন্য যৌথ হামলার ক্ষমতা পরীক্ষা করছে তারা।

চীনের উপকূলরক্ষী এক বিবৃতিতে বলেছে, চীনা উপকূলে কিনমেন ও মাতসুর কাছাকাছি দুটি দ্বীপে মহড়া চালানোর জন্য একটি নৌ বহরের আয়োজন করা হয়েছে।

অস্ট্রেলিয়ায় এক বক্তৃতায় চীনের সামরিক মহড়ার নিন্দা করার জন্য এশিয়া-প্যাসিফিক দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন মার্কিন ইন্দো-প্যাসিফিক কমান্ডের ডেপুটি কমান্ডার মেরিন কর্পস লেফটেন্যান্ট জেনারেল স্টিফেন স্ক্লেঙ্কা।

যুক্তরাষ্ট্র সফরের সময় জাপানের শীর্ষ দূত বলেন, স্বাধীনতা, গণতন্ত্র, মৌলিক অধিকার ও আইনের শাসনসহ মূল্যবোধ ও নীতিগুলো ভাগ করে নেয় জাপান ও তাইওয়ান। তাইওয়ান আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশীদার।

/এসএইচএম/
সম্পর্কিত
রাশিয়া ইউক্রেন ত্যাগ করলে আগামীকালই শান্তি আলোচনা হবে: জেলেনস্কি
ইউক্রেন-রাশিয়া যুদ্ধ: শান্তি সম্মেলন শেষে চূড়ান্ত ঘোষণায় যা বললো সুইজারল্যান্ড
যুক্তরাষ্ট্রের একটি ওয়াটার পার্কে বন্দুক হামলায় আহত ১০
সর্বশেষ খবর
কোরবানির পশুর চামড়ার দাম নিয়ে শঙ্কিত হেফাজত ও ইসলামি দলগুলো
কোরবানির পশুর চামড়ার দাম নিয়ে শঙ্কিত হেফাজত ও ইসলামি দলগুলো
বেলিংহামের গোলে সার্বিয়াকে হারিয়ে ইংল্যান্ডের শুরু
বেলিংহামের গোলে সার্বিয়াকে হারিয়ে ইংল্যান্ডের শুরু
জিতলেও হতশ্রী পারফরম্যান্সে শেষ হলো পাকিস্তানের বিশ্বকাপ  
জিতলেও হতশ্রী পারফরম্যান্সে শেষ হলো পাকিস্তানের বিশ্বকাপ  
সেই এরিকসেনের গোলেও জিততে পারলো না ডেনমার্ক
সেই এরিকসেনের গোলেও জিততে পারলো না ডেনমার্ক
সর্বাধিক পঠিত
সোনালী ব্যাংককে জরিমানা করলো ভারতের কেন্দ্রীয় ব্যাংক
সোনালী ব্যাংককে জরিমানা করলো ভারতের কেন্দ্রীয় ব্যাংক
পারমাণবিক কর্মসূচি বৃদ্ধি নিয়ে জি-৭ এর বিবৃতির জবাবে যা বললো ইরান
পারমাণবিক কর্মসূচি বৃদ্ধি নিয়ে জি-৭ এর বিবৃতির জবাবে যা বললো ইরান
গাজায় কৌশলগত বিরতি ঘোষণা ইসরায়েলের
গাজায় কৌশলগত বিরতি ঘোষণা ইসরায়েলের
রংপুরে ৭ ঘণ্টা ধরে তীব্র যানজট, বাড়ি ফেরা অনিশ্চিত
রংপুরে ৭ ঘণ্টা ধরে তীব্র যানজট, বাড়ি ফেরা অনিশ্চিত
বড় গরু নিয়ে বিপত্তি, দামই বলছেন না ক্রেতারা
কোরবানির হাটের শেষ দিনবড় গরু নিয়ে বিপত্তি, দামই বলছেন না ক্রেতারা