X
রবিবার, ০৫ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

ট্রাম্পের বিব্রতকর হ্যান্ডশেক ছিল ‘গুরুত্বপূর্ণ পরীক্ষা’: ম্যাক্রোঁ

বিদেশ ডেস্ক
২৮ মে ২০১৭, ২১:২৫আপডেট : ২৯ মে ২০১৭, ১৯:৩৬

ট্রাম্প-ম্যাঁখোর হ্যান্ডশেক পরিণত হয় শক্তির পরীক্ষায় ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ জানিয়েছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে হ্যান্ডশেকটি একেবারে নিরীহ ছিল না, তা ছিলো একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা। রবিবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এখবর জানিয়েছে।

ফরাসি সংবদমাধ্যমকে ইমানুয়েল ম্যাক্রোঁ জানিয়েছেন, তিনি চেয়েছিলেন দেখাতে যে কোনও ছোটোখাটো বিষয়ে, এমনকি প্রতীকী কোনও কিছুতেই ছাড় দিতে চান না। কিন্তু মাত্রা অতিক্রম করতেও চান না।

জার্নাল ডু ডিমাঁচেকে ম্যাক্রোঁ জানান, পাল্টা আক্রমণ করেছেন শ্রদ্ধা আদায়ের জন্য। তিনি বলেন, ডোনাল্ড ট্রাম্প, তুর্কি প্রেসিডেন্ট বা রুশ প্রেসিডেন্ট শক্তির ভিত্তিতে সম্পর্ক নির্ধারণের চেষ্টা করেন। যা আমাকে বিরক্ত করে না।

ম্যাক্রোঁ আরও বলেন, প্রকাশ্য সমালোচনার কূটনীতিতে আমি বিশ্বাস করি না। কিন্তু আমার সঙ্গে দ্বিপক্ষীয় কোনও আলোচনায় তা আমি এড়িয়ে যেতে দেব না। শ্রদ্ধা আদায়ের এটাই হলো উপায়।

বৃহস্পতিবার (২৫ মে) ন্যাটো সম্মেলনের আগে ট্রাম্প ও ম্যাক্রোঁ সৌজন্য সাক্ষাৎ করেন। সময়ের আলোচিত দুই প্রেসিডেন্টের প্রথম সাক্ষাৎ ন্যাটো সম্মেলনের আগ্রহের বিষয় ছিল। বৈঠকের শুরুতে তাদের হ্যান্ডশেক আন্তর্জাতিক সংবাদমাধ্যমে ব্যাপক আলোচিত হয়।

হ্যান্ডশেকের প্রকাশিত ছবি ও আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবর অনুসারে, ব্রাসেলসে ন্যাটোর সম্মেলন শুরু হওয়ার আগে সৌজন্য সাক্ষাতে মিলিত হন ম্যাক্রোঁ ও ট্রাম্প। কিছুক্ষণ পর হ্যান্ডশেকের জন্য হাত বাড়ান। সৌজন্যতার খাতিরে সাড়া দেন ম্যাঁখো। কিন্তু ট্রাম্প যে এতো শক্ত করে তার হাত ধরবেন তা ভাবেননি ম্যাক্রোঁ। ট্রাম্পের মনোভাব বুঝতে পেরে পাল্টা চাপ বাড়ান তিনিও। শুরু হয়ে যায় চাপা একটা লড়াই। মুহূর্তে শক্ত হয়ে উঠে দু’জনের চোয়াল, সাদা হয়ে যায় আঙুলগুলো। যা স্পষ্ট ধরা পড়ে ক্যামেরায়। শেষে অবশ্য হাল ছাড়েন ট্রাম্প নিজেই। সুযোগ পেয়ে ম্যাক্রোঁও ট্রাম্পকে আরেকটু শায়েস্তা করে নেন। শক্ত হাতে ধরে থাকেন ট্রাম্পের হাত। এতে  অপ্রস্তুত হয়ে পড়েন ট্রাম্প। কয়েক মুহূর্ত পরে আঙুল আলগা করেন ফরাসি প্রেসিডেন্ট।

এর আগে মার্চ মাসের শেষ দিকে হোয়াইট হাউসে অতিথি হয়ে আসা জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা ম্যার্কেলের বাড়ানো হাত ফিরিয়ে দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট। জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের সঙ্গে হ্যান্ডশেকের সময় চেপে ধরে বুঝিয়েছিলেন কব্জির জোর। সূত্র: বিবিসি।

/এএ/

সম্পর্কিত
ব্রিটেনের সর্বপ্রথম ক‌নিষ্ঠ কাউন্সিলর বাংলাদেশি ইসমাইল
বিমানযাত্রীর পকেট থেকে জ্যান্ত সাপ উদ্ধার
দোহায় হামাসের কার্যালয় বন্ধের চিন্তা করছে কাতার
সর্বশেষ খবর
রুশ বোমারু বিমান ভূপাতিতের দাবি ইউক্রেনের
রুশ বোমারু বিমান ভূপাতিতের দাবি ইউক্রেনের
মেলায় এসেছেন চিত্রনায়িকা, দেখতে যাওয়ার পথে ব্যবসায়ী নিহত
মেলায় এসেছেন চিত্রনায়িকা, দেখতে যাওয়ার পথে ব্যবসায়ী নিহত
এ জে মোহাম্মদ আলীর সম্মানে বন্ধ থাকবে সুপ্রিম কোর্টের বিচারকাজ
এ জে মোহাম্মদ আলীর সম্মানে বন্ধ থাকবে সুপ্রিম কোর্টের বিচারকাজ
শিশুর ত্বকের যত্নে বাজারে এলো ‘সিওডিল বেবি ক্রিম’
শিশুর ত্বকের যত্নে বাজারে এলো ‘সিওডিল বেবি ক্রিম’
সর্বাধিক পঠিত
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি