X
শনিবার, ০৪ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

ইতালির প্রেসিডেন্টকে অভিশংসনের ডাক

বিদেশ ডেস্ক
২৮ মে ২০১৮, ১৩:৪৮আপডেট : ২৮ মে ২০১৮, ১৩:৫০

ইতালির চলমান রাজনৈতিক সংকট আরও গভীর হতে যাচ্ছে। অর্থমন্ত্রী নিয়োগে আপত্তি জানানোর পর দেশটির প্রেসিডেন্ট সার্জিও মাতারেল্লার বিরুদ্ধে অভিশংসনের ডাক দেওয়া হয়েছে। একই সঙ্গে প্রেসিডেন্ট একজন অন্তবর্তীকালীন প্রধানমন্ত্রী নিয়োগ দিতে যাচ্ছেন। এতে করে আগাম নির্বাচন আয়োজনের দিকে যেতে পারে দেশটি। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এখবর জানিয়েছে।

সার্জিও মাতারেল্লা

মার্চে নির্বাচনের পর থেকে সরকারহীন অবস্থায় রয়েছে ইতালি। নির্বাচনে কোনও রাজনৈতিক দল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে না পারায় এই অবস্থা সৃষ্টি হয়। ফাইভ স্টার পার্টি আরেকটি ডানপন্থী দল লিগ-এর সঙ্গে জোট গঠন করে সরকার গঠনের চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে অন্তবর্তী প্রধানমন্ত্রী নিয়োগ বেশিদিন টিকবে না বলেই ধারণা করা হচ্ছে।

ইউরোপীয় ইউনিয়নে ইতালির অবস্থান প্রশ্নে প্রেসিডেন্টের সঙ্গে পপুলিস্ট দলগুলোর বড় ধরনের মতপার্থক্য রয়েছে। দুই দলের পক্ষ থেকে গুইসেপ কন্টেকে প্রধানমন্ত্রী হিসেবে প্রস্তাব করা হয়। তিনি প্রেসিডেন্টের সঙ্গে মন্ত্রিসভা গঠন নিয়ে আলোচনায় যান। কিন্তু প্রেসিডেন্ট অর্থমন্ত্রী হিসেবে পাওলো সাবোনার নিয়োগ নিয়ে আপত্তি তুলেন। এতে করে নতুন সংকট দেখা দেয়।

ইতালির আইন অনুসারে, মন্ত্রিসভার সদস্যদের নিয়োগের ক্ষেত্রে আপত্তি জানাতে পারেন প্রেসিডেন্ট। কিন্তু এবারের সিদ্ধান্তটি ছিল বিতর্কিত। একই সঙ্গে তিনি সাবেক আইএমএফ কর্মকর্তা কার্লো কতারেল্লিকে অন্তবর্তী সরকার গঠনের জন্য আহ্বান জানিয়েছেন।

ফাইভ স্টার পার্টির নেতা লুইগি ডি মাইয়ো সংবিধানের ৯০ ধারা অনুসারে প্রেসিডেন্টকে অভিশংসনের ডাক দিয়েছেন। এর ফলে পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠ ভোটে প্রেসিডেন্টকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হতে পারে। যদি সংসদ সদস্যদের সমর্থন অভিশংসনের পক্ষে হয় তাহলে সাংবিধানিক আদালত চূড়ান্ত সিদ্ধান্ত নেবে প্রেসিডেন্টকে অব্যাহতি দেওয়া হবে কিনা।

আর লিগ দলের নেতা মাতেও সালভিনি নতুন নির্বাচন আয়োজনের দাবি জানিয়েছেন। তিনি বলেছেন, গণতন্ত্রে, যদি আমরা এখনও গণতন্ত্রে থেকে থাকি তাহলে করণীয় একটাই আছে। ইতালির জনগণকে সিদ্ধান্ত নিতে দিতে হবে।

 

/এএ/
সম্পর্কিত
রাশিয়ার ‘ওয়ান্টেড’ তালিকায় জেলেনস্কি
শোইগুর সঙ্গে দূরত্ব বাড়ছে পুতিনের?
ক্যানারি দ্বীপে নৌকাডুবি, ৫০ জনের মৃত্যুর আশঙ্কা
সর্বশেষ খবর
ফোনে কথা না বলায় প্রেমিকের জন্য খুনি ভাড়া করলেন সৌদিপ্রবাসী প্রেমিকা
ফোনে কথা না বলায় প্রেমিকের জন্য খুনি ভাড়া করলেন সৌদিপ্রবাসী প্রেমিকা
নৌকার টিকিট পেলেন নায়েব আলী
ঝিনাইদহ-১ আসনের উপনির্বাচননৌকার টিকিট পেলেন নায়েব আলী
‘কাপ্তাই লেকের হারানো যৌবন ফিরিয়ে আনতে উদ্যোগ নেওয়া হবে’
‘কাপ্তাই লেকের হারানো যৌবন ফিরিয়ে আনতে উদ্যোগ নেওয়া হবে’
রাশিয়ার ‘ওয়ান্টেড’ তালিকায় জেলেনস্কি
রাশিয়ার ‘ওয়ান্টেড’ তালিকায় জেলেনস্কি
সর্বাধিক পঠিত
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
চট্টগ্রামে যান চলাচলের জন্য প্রস্তুত এলিভেটেড এক্সপ্রেসওয়ে
চট্টগ্রামে যান চলাচলের জন্য প্রস্তুত এলিভেটেড এক্সপ্রেসওয়ে
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ