X
শনিবার, ০৪ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

পার্কে বর্জ্য ফেলছে মানুষ, কুড়িয়ে ডাস্টবিনে রাখছে কাক!

বিদেশ ডেস্ক
১৯ আগস্ট ২০১৮, ১৫:১৫আপডেট : ১৯ আগস্ট ২০১৮, ১৭:৫১

কাকের কথা শুনলেই আমাদের মাথায় আসে নোংরা-আবর্জনা থেকে খাবার সংগ্রহ করছে এবং তা যত্রতত্র ছড়িয়ে-ছিটিয়ে দিচ্ছে। কিন্তু ফ্রান্সের একটি থিম পার্কের ব্যবস্থাপকরা এই চিত্রটা পাল্টে দিয়েছেন। ওই পার্কে মানুষের ফেলা বিভিন্ন বর্জ্য, সিগারেটের টুকরো কুড়িয়ে নির্দিষ্ট ডাস্টবিনে ফেলছে কাকেরা। আর বিনিময়ে পাচ্ছে খাবার।

পশ্চিমাঞ্চলীয় ফ্রান্সের পুয়ে ডু ফো থিম পার্কের দর্শনার্থীদের মনোযোগ কেড়েছে ছয়টি কাক। মানুষের ফেলে দেওয়া সিগারেটের টুকরো ও ছোটখাট ময়লা সংগ্রহ করে নির্দিষ্ট পাত্রে ফেলার বিনিময়ে খাবার সংগ্রহ করছে এই কাকগুলো। এই কাজের জন্য তাদের দেওয়া হয়েছে বিশেষ প্রশিক্ষণ। ফরাসি বার্তা সংস্থা এএফপি এই খবর জানিয়েছে।

সোমবার (১৩ আগস্ট) থেকে পার্কের ইতিহাসের বিভিন্ন পর্যায়কে তুলে ধরে এমনভাবে বানানো স্থাপনাগুলোর অংশে কাজ শুরু করেছে তারা। কাক গোত্রের সদস্য ‘ব্ল্যাক রুক’ নামের এই পাখিটিকে তাদের বুদ্ধিমত্তার জন্য এই কাজের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। প্রশিক্ষণের পর এই কাকগুলো প্রতিটি কুড়িয়ে আনা ময়লা বিশেষভাবে নির্মিত একটি কাঠের বাক্সে ফেলার বিনিময়ে এক দানা করে খাবার পায়।

দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করে দেওয়ার পর যদিও দেখা গেছে, কোনও কোনও কাক ময়লা ফেলা বাদ দিয়ে খাবার সংগ্রহের চেষ্টা করছে। আবার কোনওটি হয়তো খাবার পেতে অন্য কাকের আনা ময়লা নিয়ে নেওয়ার চেষ্টা করছে।

ডরোথি হায়েফলাইজার নামে সুইডেন থেকে আসা পার্কের এক দর্শনার্থী এএফপিকে বলেন, ‘এটা পরিবেশসম্মত, বাস্তবসম্মত আর দেখতেও আনন্দদায়ক।’

পার্কটির ব্যবস্থাপকরা বলেছেন, বর্জ্যের বিষয়ে দর্শণার্থীদের আরও বেশি সতর্ক করতে পরীক্ষামূলকভাবে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

পার্কটির পাখি প্রশিক্ষণ বিভাগের দায়িত্বে থাকা ক্রিস্টোফার গ্যাবোরিট বলেন, ‘গাড়ি রাখার জায়গাতেও আমরা ময়লা দেখতি পাচ্ছি আর কাকগুলো সেগুলো তুলে নিয়ে যাচ্ছে।’ কাকদের জন্য বিশেষভাবে নির্মিত কাঠের বাক্সটিতে খাবার পূর্ণ করার কাজ করতে করতে তিনি বলেন, ‘এটা স্বাভাবিক ঘটনা নয়। এটা আমাদের; মানুষের কাজ, আর তাদেরই এটা করতে হবে। এটাই আমাদের চূড়ান্ত বার্তা।’

কাক প্রজাতির ব্লাক রুককে তিনি পছন্দ করেন জানিয়ে গ্যাবোরিট বলেন, তবে এই পাখিটি খুব কম প্রশংসা পায়। তিনি বলেন, ‘মানুষ এখন এটাকে ভিন্নভাবে দেখছে, তাতেই আমি খুশি। আমরা এর পরিচিতি বদলে দিতে পেরেছি আর সত্যিই তা আনন্দদায়ক।’

 

/জেজে/এএ/
সম্পর্কিত
ক্যানারি দ্বীপে নৌকাডুবি, ৫০ জনের মৃত্যুর আশঙ্কা
ইংলিশ চ্যানেল পাড়ি দিতে গিয়ে অন্তত ৫ অভিবাসী নিহত
ইউরোপে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর তাপমাত্রা বাড়ছে
সর্বশেষ খবর
গাছবোঝাই ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ২ ইজিবাইকযাত্রী নিহত
গাছবোঝাই ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ২ ইজিবাইকযাত্রী নিহত
মুসলিমদের একাত্মতা ফিলিস্তিন সংকটের সমাধানে ভূমিকা রাখতে পারে: পররাষ্ট্রমন্ত্রী
মুসলিমদের একাত্মতা ফিলিস্তিন সংকটের সমাধানে ভূমিকা রাখতে পারে: পররাষ্ট্রমন্ত্রী
বৃষ্টির অপেক্ষায় নার্সারি ও গাছপ্রেমীরা
বৃষ্টির অপেক্ষায় নার্সারি ও গাছপ্রেমীরা
নিজ্জর হত্যার অভিযোগে কানাডায় তিন ভারতীয় গ্রেফতার
নিজ্জর হত্যার অভিযোগে কানাডায় তিন ভারতীয় গ্রেফতার
সর্বাধিক পঠিত
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
নবম পে-স্কেল বাস্তবায়নসহ সাত দফা দাবি সরকারি কর্মচারীদের
নবম পে-স্কেল বাস্তবায়নসহ সাত দফা দাবি সরকারি কর্মচারীদের
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে