X
শনিবার, ০৪ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

উষ্ণায়ন সত্ত্বেও এতো শীত কেন ইউরোপে?

বিদেশ ডেস্ক
১৪ ফেব্রুয়ারি ২০২১, ১৯:৩৯আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২১, ১৯:৩৯

ইউরোপজুড়ে প্রবল শীত পড়েছে। রাস্তাঘাট, গাছপালা ঢেকে গেছে বরফে। তাপমাত্রা শূন্যের অনেক নীচে। জার্মানির অনেক এলাকা ৩০ ইঞ্চি বরফের তলায়। প্রশ্ন উঠেছে, উষ্ণায়নের প্রভাব তাহলে গেলো কোথায়? যারা জলবায়ু পরিবর্তনের তত্ত্বে বিশ্বাস করেন না, তারা সামাজিক মাধ্যমে প্রশ্ন তুলেছেন, উষ্ণায়নের তত্ত্বই তো তাহলে ব্যর্থ!

এই সন্দেহপ্রবণ মানুষদের দাবি উড়িয়ে দিয়েছেন পরিবেশ বিজ্ঞানীরা। কিন্তু তা সত্ত্বেও তারা প্রশ্ন তুলতে ছাড়ছেন না। তারা বলছেন, এই ভয়ঙ্কর ঠাণ্ডাই তো প্রমাণ করে দিচ্ছে যে, কার্বন ডাই-অক্সাইড নিঃসরণ পৃথিবীকে গরম করছে না। কিন্তু ঘটনা হলো, উষ্ণায়নের জন্যই এই রকম ভয়ঙ্কর ঠাণ্ডা পড়েছে।

কেন এত ঠাণ্ডা?

গত কয়েক সপ্তাহ ধরে জার্মানিসহ ইউরোপে প্রবল ঠাণ্ডা পড়েছে। প্রচুর বরফ পড়ছে। একে শুধু শীতের আবহাওয়া বলা যাবে না। এর কারণ পোলার ভর্টেক্স বা মেরু অঞ্চলের ঘূর্ণি শীতল বাতাস। উত্তর মেরু থেকে এই বাতাস ছড়িয়ে পড়ছে আন্তর-আকাশে।

এই পোলার ভর্টেক্সের সঙ্গে যোগ রয়েছে মাটির ১০ কিলোমিটার ওপরের জেট স্ট্রিমের। মেরু অঞ্চলে গ্রীষ্মমণ্ডল থেকে গরম হাওয়া আসে। এই পোলার ভর্টেক্স সেই গরম হাওয়া এবং ঠাণ্ডা মেরু বাতাসের মাঝখান দিয়ে বইতে থাকে।

এই জেট স্ট্রিম সাধারণত ঠিক করে ইউরোপে কতটা শীত পড়বে। যদি এটা শক্তিশালী হয় এবং গতি পশ্চিম থেকে পূর্ব দিকে থাকে, তাহলে ইউরোপে হাওয়া বইবে, বৃষ্টি পড়বে, সুমেরু থেকে ঠাণ্ডা হাওয়া আটকাবে। কিন্তু যদি জেট স্ট্রিম দুর্বল হয়, তাহলে পোলার ভর্টেক্সও দুর্বল হয়ে পড়ে। তখন ইউরোপজুড়ে শৈত্যপ্রবাহ চলতে থাকে।

জলবায়ু পরিবর্তন কিভাবে আবহাওয়াকে শীতল করে?

শিল্প বিপ্লবের পর থেকে যথেচ্ছভাবে পেট্রোল-ডিজেল-কেরোসিন পোড়ানোর ফলে বিশ্বের তাপমাত্রা বেড়ে গেছে। ২০১০ থেকে ২০১৯-এর মধ্যে তাপমাত্রা ছিল সবচেয়ে বেশি। জলবায়ুর পরিবর্তন শুধু যে তাপমাত্রা বাড়িয়েছে তাই নয়, আবহাওয়াও আরও চরম হয়েছে, খামখেয়ালি হয়েছে।

পোস্টডাম বিশ্ববিদ্যালয়ের জলবায়ু পরিবর্তন বিষয়ক গবেষণার প্রধান স্টেফান রাহমস্টর্ফ মনে করেন, এর ফলে মেরু অঞ্চলের আবহাওয়া প্রভাবিত হতে শুরু হয়েছে। গত ৪০ বছরে বিশ্বে তাপমাত্রা যতটা বেড়েছে, মেরু অঞ্চলে তার প্রায় দ্বিগুণ বেড়েছে। আর এটাই ইউরোপের আবহাওয়া বদলে দিচ্ছে। মেরু অঞ্চলে শীতের সময় উষ্ণায়নের প্রভাব বেশি থাকে, তাই জেট স্ট্রিম দুর্বল হয়ে পড়ে। তার ফল ভুগতে হচ্ছে ইউরোপকে।

যখন খুব ঠাণ্ডা হাওয়া গরম ও আর্দ্র হাওয়ার সঙ্গে মেশে তখন বরফ পড়ে। এবার যেটা হয়েছে, জার্মানির কেন্দ্রীয় অঞ্চলে জিসেলা নামের উচ্চ-চাপের হাওয়া মেরু অঞ্চলের ঠাণ্ডা হাওয়ার সঙ্গে মিশেছে। সেখানে ট্রিস্টান ও রেইনহার্ড নামে দুটি নিম্নচাপের এলাকায় ধাক্কা মেরেছে। এখানে সমুদ্র থেকে উষ্ণ ও আর্দ্র হাওয়া মিশেছে বলে এতো বরফ পড়েছে। সূত্র: ডিডব্লিউ।

/এমপি/
সম্পর্কিত
ক্যানারি দ্বীপে নৌকাডুবি, ৫০ জনের মৃত্যুর আশঙ্কা
ইংলিশ চ্যানেল পাড়ি দিতে গিয়ে অন্তত ৫ অভিবাসী নিহত
ইউরোপে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর তাপমাত্রা বাড়ছে
সর্বশেষ খবর
ছেলের মৃত্যুর ৪ দিনের মাথায় চলে গেলেন বাবা, গ্রামজুড়ে শোকের ছায়া
ছেলের মৃত্যুর ৪ দিনের মাথায় চলে গেলেন বাবা, গ্রামজুড়ে শোকের ছায়া
গাজা ও ইউক্রেনে যুদ্ধ বন্ধে যুক্তরাজ্যের সঙ্গে কাজ করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী
গাজা ও ইউক্রেনে যুদ্ধ বন্ধে যুক্তরাজ্যের সঙ্গে কাজ করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী
অনেক নার্ভাস ছিলেন সাইফউদ্দিন
অনেক নার্ভাস ছিলেন সাইফউদ্দিন
বকশিবাজার মোড়ে বাসের ধাক্কায় পথচারী নিহত
বকশিবাজার মোড়ে বাসের ধাক্কায় পথচারী নিহত
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা