X
শনিবার, ০৪ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

কৌশলে বিমান নামিয়ে সাংবাদিককে গ্রেফতার করলো বেলারুশ

বিদেশ ডেস্ক
২৩ মে ২০২১, ২৩:২৯আপডেট : ২৩ মে ২০২১, ২৩:২৯

গ্রিস থেকে লিথুয়ানিয়াগামী রায়ানএয়ারের একটি বিমানকে মাঝপথে কৌশলে মিনস্কে নামতে বাধ্য করে একজন সাংবাদিককে গ্রেফতার করেছে বেলারুশ। দেশটির সরকারবিরোধীদের দাবি, ভিন্নমতালম্বী ওই সাংবাদিককে গ্রেফতার করতেই মিনস্কে ওই বিমানকে নামতে বাধ্য করা হয়। রবিবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এখবর জানিয়েছে।

বেলারুশের নেক্সটা মিডিয়া নেটওয়ার্ক জানিয়েছে, তাদের সাবেক সম্পাদক রোমান প্রোতাসেভিচকে আটক করা হয়েছে। তবে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের খবরে দাবি করা হয়েছে, বোমা আতঙ্কের কারণে বিমানটি মিনস্কে জরুরি অবতরণ করে। যদিও কোনও বোমা তাতে পাওয়া যায়নি।

খবরে বলা হয়েছে, রায়ানএয়ারের ফ্লাইট এফআর৪৯৭৮ এথেন্স থেকে রবিবার ভিলনিয়াসে যাচ্ছিল। কিন্তু বেলারুশের এয়ার ট্রাফিক কন্ট্রোল থেকে বিমানে সম্ভাব্য নিরাপত্তা হুমকির বিষয়ে সতর্ক করে নিকটবর্তী বিমানবন্দরে অবতরণের কথা বলা হয়।

ফ্লাইটরাডার১২৪ ওয়েবসাইটে দেখা যায়, লিথুয়ানিয়া পৌঁছানোর পূর্বে বিমানটি পূর্ব দিকে মিনস্কে মোড় নিচ্ছে। কিন্তু যেখান থেকে মিনস্কের দিকে বিমানটি মোড় নেয় সেখান থেকে গন্তব্যস্থল ভিলনিয়াস কাছে ছিল।

রায়ানএয়ার জানায়, মিনস্ক বিমানবন্দরের তল্লাশির পর কোনও কিছু পাওয়া যায়নি। পাঁচ ঘণ্টা পর গন্তব্যে উড়াল দেয় বিমানটি। তবে কোম্পানিটির বিবৃতিতে গ্রেফতারকৃত সাংবাদিকের কোনও উল্লেখ করা হয়নি।

ইউরোপীয় দেশগুলো এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বেলারুশের বিরুদ্ধে রাষ্ট্রীয় সন্ত্রাসবাদের অভিযোগ ও শাস্তির দাবি জানানো হয়েছে। ইউরোপীয় রাজনৈতিক ব্যক্তিত্বরা ইইউ ও ন্যাটোকে হস্তক্ষেপের আহ্বান জানিয়েছেন।

বেলারুশের বিরোধী নেত্রী সেভাতলানা তিখানোভস্কায়া গ্রেফতারকৃত সাংবাদিকের মুক্তির দাবি জানিয়েছেন।

উল্লেখ্য, ১৯৯৪ সাল থেকে বেলারুশের ক্ষমতায় থাকা ৬৬ বছরের আলেক্সান্ডার লুকাশেঙ্কো সর্বশেষ নির্বাচনের পর বিরোধীদের ওপর কঠোর দমন-পীড়ন শুরু করেছেন। অনেককেই গ্রেফতার করা হয়েছে। কেউ কেউ পালিয়ে অন্য দেশে আশ্রয় নিয়েছেন।

/এএ/
সম্পর্কিত
ক্যানারি দ্বীপে নৌকাডুবি, ৫০ জনের মৃত্যুর আশঙ্কা
ইংলিশ চ্যানেল পাড়ি দিতে গিয়ে অন্তত ৫ অভিবাসী নিহত
ইউরোপে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর তাপমাত্রা বাড়ছে
সর্বশেষ খবর
ছেলের মৃত্যুর ৪ দিনের মাথায় চলে গেলেন বাবা, গ্রামজুড়ে শোকের ছায়া
ছেলের মৃত্যুর ৪ দিনের মাথায় চলে গেলেন বাবা, গ্রামজুড়ে শোকের ছায়া
গাজা ও ইউক্রেনে যুদ্ধ বন্ধে যুক্তরাজ্যের সঙ্গে কাজ করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী
গাজা ও ইউক্রেনে যুদ্ধ বন্ধে যুক্তরাজ্যের সঙ্গে কাজ করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী
অনেক নার্ভাস ছিলেন সাইফউদ্দিন
অনেক নার্ভাস ছিলেন সাইফউদ্দিন
বকশিবাজার মোড়ে বাসের ধাক্কায় পথচারী নিহত
বকশিবাজার মোড়ে বাসের ধাক্কায় পথচারী নিহত
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা