X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৫ বৈশাখ ১৪৩১

তরুণদের মডার্নার টিকা দেওয়া বাতিল করলো সুইডেন

বিদেশ ডেস্ক
০৬ অক্টোবর ২০২১, ১৯:৫৫আপডেট : ০৬ অক্টোবর ২০২১, ১৯:৫৫

সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে ত্রিশ বছর ও এর চেয়ে কম বয়সীদের মডার্নার উদ্ভাবিত করোনা টিকা দেওয়া বন্ধ করেছে সুইডেন। বুধবার দেশটির স্বাস্থ্য কর্তৃপক্ষ এই ঘোষণা দিয়েছে। মার্কিন সংবাদমাধ্যম এবিসি নিউজ-এর এক প্রতিবেদনে বিষয়টি জানা গেছে।

সুইডেনের জনস্বাস্থ্য সংস্থা এক বিবৃতিতে জানায়, মডার্নার ভ্যাকসিন নেওয়ার পর পার্শ্বপ্রতিক্রিয়ায় হৃদপিণ্ডের পেশি বা হৃদপিণ্ডের চারপাশের থলিতে প্রদাহের ঝুঁকি বেড়ে যাওয়ার ইঙ্গিত পাওয়ার কারণে তরুণদের এই টিকা দেওয়া বন্ধ করা হয়েছে। আক্রান্ত হওয়ার ঝুঁকি খুব কম।

সুইডেনের প্রধান মহামারী বিশেষজ্ঞ অ্যান্ডার্স টেগনেল জানান, তারা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন এবং টিকা সবার জন্য নিরাপদ রাখতে যতদ্রুত সম্ভব কাজ করছেন। একই সঙ্গে তারা রোগের বিরুদ্ধে সুরক্ষা দেওয়ার চেষ্টা করছেন।

জুলাই মাসে ইউরোপের ওষুধ নিয়ন্ত্রক সংস্থা ইউরোপিয়ান মেডিসিন্সি এজেন্সি ১২ থেকে ১৭ বছর বয়সীদের জন্য মডার্নার টিকা প্রয়োগের অনুমতি দেয়। এটি ছিল ১৮ বছরের কম বয়সীদের জন্য টিকাটির প্রথম অনুমোদন। জানুয়ারিতে ইউরোপীয় ইউনিয়নে ১৮ বছরের বেশি বয়সীদের জন্য অনুমোদন পায় মডার্নার টিকা।

এখন পর্যন্ত শিশুদের দেহে মডার্নার টিকা প্রয়োগ করা হয়নি কোনও দেশে। ইউরোপ ও উত্তর আমেরিকায়১৮ বছরের কম বয়সী শিশুদের জন্য অনুমোদন পাওয়া একমাত্র টিকা হলো ফাইজার-বায়োএনটেক।

কয়েক কোটি প্রাপ্ত বয়স্ক মানুষ মডার্নার এই টিকা নিয়েছেন। ১২ থেকে ১৭ বছর বয়সীদের ওপর পরিচালিত এক গবেষণায় দেখা গেছে, শিশুদের ক্ষেত্রেও টিকাটি প্রায় সমান সুরক্ষা দেয়। প্রাপ্ত বয়স্কদের মতোই বাহুতে ব্যথা, মাথা ব্যথা, ক্লান্তিবোধ করা ছিল সাধারণ পার্শ্বপ্রতিক্রিয়া।

তবে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় নিয়ন্ত্রক সংস্থা সতর্ক করে বলেছে, মডার্না ও ফাইজারের টিকায় কিশোর ও তরুণদের মধ্যে বিরল পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিতে পারে- যেমন, বুকে ব্যথা ও হৃদপিণ্ডে প্রদাহ।

সুইডিশ কর্তৃপক্ষ বলছে, হৃদপিণ্ডের উপসর্গ এমনিতেই চলে যায়। কিন্তু এক্ষেত্রে চিকিৎসকের পর্যবেক্ষণ প্রয়োজন।  তরুণদের জন্য মডার্নার পরিবর্তে ফাইজারের টিকা দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। ১ ডিসেম্বর পর্যন্ত এই সিদ্ধান্ত বহাল থাকবে।

/এএ/
সম্পর্কিত
ইংলিশ চ্যানেল পাড়ি দিতে গিয়ে অন্তত ৫ অভিবাসী নিহত
ইউরোপে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর তাপমাত্রা বাড়ছে
রুশ বিদ্যুৎকেন্দ্রে ইউক্রেনের হামলা, ৫০টি ড্রোন ভূপাতিতের দাবি মস্কোর
সর্বশেষ খবর
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
বন ও বনভূমি রক্ষায় কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে: পরিবেশমন্ত্রী
বন ও বনভূমি রক্ষায় কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে: পরিবেশমন্ত্রী
মোনাকোর হারে লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি
মোনাকোর হারে লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি
বাজারে এলো বাংলা ভাষার স্মার্টওয়াচ ‘এক্সপার্ট’
বাজারে এলো বাংলা ভাষার স্মার্টওয়াচ ‘এক্সপার্ট’
সর্বাধিক পঠিত
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ