X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

ন্যাটোর পূর্বাঞ্চলীয় মিত্রদের সঙ্গে বৈঠক করবেন বাইডেন

আন্তর্জাতিক ডেস্ক
২২ ফেব্রুয়ারি ২০২৩, ১৮:৪৫আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২৩, ১৮:৪৫

পশ্চিমাদের সামরিক জোট ন্যাটোর পূর্বাঞ্চলীয় মিত্রদের সঙ্গে বৈঠক করবেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। পূর্ব ইউরোপ সফরে পোল্যান্ডে অবস্থান করা বাইডেন বুধবার এই বৈঠকে বসবেন। মঙ্গলবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের পারমাণবিক হুঁশিয়ারির পর বৈঠকে নিরাপত্তা ইস্যুতে মিত্র দেশগুলোর পাশে থাকার প্রতিশ্রুতি ও আশ্বাস পুনরায় তুলে ধরতে পারেন তিনি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর এক বছর পূর্ণ হওয়ার কিছু দিন আগে সোমবার বাইডেন অঘোষিত কিয়েভ সফর করেন। ওই দিনই পোল্যান্ডে পৌঁছান তিনি। মঙ্গলবার তিনি পোল্যান্ডে গুরুত্বপূর্ণ ভাষণ দেন।

শীতল যুদ্ধের কয়েক দশক পরে পশ্চিমাদের সঙ্গে রাশিয়ার সম্পর্ক আবারও অস্থিতিশীল হয়ে উঠেছে ইউক্রেন যুদ্ধ নিয়ে। ভাষণে বাইডেন বলেছেন, ‘রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মতো স্বৈরশাসকের বিরুদ্ধে অবশ্যই রুখে দাঁড়াতে হবে।’

বুধবার পূর্বাঞ্চলীয় ন্যাটো মিত্রদের সঙ্গে আলোচনার আগে পোল্যান্ডের মার্কিন দূতাবাসের কর্মীদের সঙ্গে দেখা করবেন বাইডেন।

পূর্বাঞ্চলীয় ন্যাটো দেশগুলোর মধ্যে পোল্যান্ড, বুলগেরিয়া, চেক রিপাবলিক, এস্তোনিয়া, হাঙ্গেরিসহ আরও কিছু দেশ রয়েছে যাদের ওপর শীতল যুদ্ধের সময় আধিপত্য বিস্তার করেছিল সোভিয়েত ইউনিয়ন।

উল্লেখ্য, এই দেশগুলো ইউক্রেনকে সামরিক সহায়তা দেওয়ার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করছে।

পুতিনের হুঁশিয়ারি অনুসারে, রাশিয়া যদি পুনরায় পারমাণবিক পরীক্ষা শুরু করে তাহলে পূর্বাঞ্চলীয় এই দেশগুলোর নিরাপত্তা হুমকির মুখে পড়তে পারে। এরই প্রেক্ষিতে মিত্রদের সঙ্গে আলোচনা করতে চেয়েছেন বাইডেন। নিরাপত্তা নিশ্চিত করতে দেশগুলোর পাশে থাকার প্রতিশ্রুতির বিষয়ে পুনরায় আশ্বস্ত করার পাশাপাশি চলমান যুদ্ধে ইউক্রেনের জন্য তাদের সহায়তা অব্যাহত রাখা নিয়ে আলোচনার করতে পারেন তিনি।

লিথুয়ানিয়ার প্রেসিডেন্ট গিতানাস নাউসেদা বাইডেনের উদ্দেশে বার্তা পাঠিয়েছেন। এতে ইউরোপ ও ন্যাটোর পূর্বাঞ্চলীয় দেশগুলোতে যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততা আরও বাড়াতে অনুরোধ করেছেন তিনি।

মঙ্গলবার লিথুয়ানিয়ার পররাষ্ট্রনীতি উপদেষ্টা অ্যাস্টা স্কাইসগিরাইত বলেন, ‘লিথুয়ানিয়া ও এ অঞ্চলের অন্যতম অনুরোধ হলো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে হবে এবং সর্বোপরি প্রতিরক্ষা ব্যবস্থা উন্নত করতে আরও বিনিয়োগ করতে হবে’। 

/এটি/এএ/
সম্পর্কিত
তিনটি গ্রাম থেকে সেনা সরিয়ে নিলো ইউক্রেন
পাকিস্তানে বৃষ্টিতে মৃত্যু ২২
এপি'র সাংবাদিককে গ্রেফতার করলো রাশিয়া
সর্বশেষ খবর
মাড় ফেলে ভাত রান্না হলে ‘১৫ ভাগ অপচয় হয়’
মাড় ফেলে ভাত রান্না হলে ‘১৫ ভাগ অপচয় হয়’
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
বন ও বনভূমি রক্ষায় কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে: পরিবেশমন্ত্রী
বন ও বনভূমি রক্ষায় কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে: পরিবেশমন্ত্রী
মোনাকোর হারে লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি
মোনাকোর হারে লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি
সর্বাধিক পঠিত
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ