রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের অঘোষিত মারিউপোল সফরের কিছু অংশ ছিল স্বতঃস্ফুর্ত। রবিবার ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিকদের এ কথা বলেছেন। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এ খবর জানিয়েছে। গত বছর ফেব্রুয়ারিতে আক্রমণ শুরুর পর ইউক্রেনের মারিউপোল শহর দখল করে রুশ সেনারা।
রুশ কর্তৃপক্ষ প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা গেছে, পুতিন মারিউপোল সফর করছেন এবং বিস্মিত বাসিন্দাদের সঙ্গে সাক্ষাৎ করছেন।
পেসকভের মতে, পুতিন একটি অ্যাপার্টমেন্ট ভবনের বাসিন্দাদের সঙ্গে কথা বলেন। এক বাসিন্দার আমন্ত্রণে তিনি এটি অ্যাপার্টমেন্টও ঘুরে দেখেন।
ক্রেমলিন মুখপাত্র বলেন, প্রাথমিকভাবে আবাসিক ভবনটি পরিদর্শনের পরিকল্পনা ছিল প্রেসিডেন্টের। বাসিন্দাদের সঙ্গে কথা বলা ও একটি অ্যাপার্টমেন্ট ঘুরে দেখা পরিকল্পনার অংশ ছিল না। এটি ছিল একেবারে স্বতঃস্ফুর্ত।
পেসকভ বলেছেন, এই সফর মধ্যরাতে আয়োজন করা হয়। তবে রাতের কোন সময় এই সফর অনুষ্ঠিত হয়েছে তা স্পষ্ট নয়। তবে শনিবার পুতিন ক্রিমিয়া সফর করেছেন। অঞ্চলটি রাশিয়ার সঙ্গে যুক্ত করার ৯ম বার্ষিকীর দিনে তিনি এই সফর করেন।
পুতিনের সফরের বর্ণনা দিতে গিয়ে পেসকভ বলেন, প্রেসিডেন্টের সঙ্গে খুব অল্প কয়েকটি গাড়ি ছিল। এসব গাড়ির একটিতে তিনি নিজেই ছিলেন চালক। মারিউপোলে তিনি নিজে গাড়ি চালিয়েছেন। সব কিছু দেখেছেন এবং পুরোপুরি ট্রাফিক আইন মেনে চলেছেন।
পেসকভ আরও বলেছেন, রস্তোভ শহরের সামরিক দফতরে পুতিনের সফর পরিকল্পিত ছিল না। তিনি সেখানে একটি সামরিক রিপোর্ট সেশনে উপস্থিত ছিলেন।
২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে আক্রমণের পর এই প্রথম রাশিয়ার দখলকৃত কোনও ইউক্রেনীয় ভূখণ্ড সফর করলেন পুতিন।
পুতিনের মারিউপোল সফরের ভিডিও: