X
মঙ্গলবার, ১৩ মে ২০২৫
৩০ বৈশাখ ১৪৩২

যুক্তরাষ্ট্রকে ধ্বংস করার মতো অস্ত্র রয়েছে রাশিয়ার: পুতিন মিত্র

আন্তর্জাতিক ডেস্ক
২৭ মার্চ ২০২৩, ২১:১৯আপডেট : ২৭ মার্চ ২০২৩, ২১:২১

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের এক ঘনিষ্ঠ মিত্র হুমকি দিয়ে বলেছেন, যদি রাশিয়ার অস্তিত্ব হুমকির মুখে পড়ে তাহলে যুক্তরাষ্ট্রসহ যেকোনও শত্রুকে ধ্বংস করার মতো অস্ত্র রয়েছে মস্কোর। তিনি অভিযোগ করেছেন, রাশিয়ার পারমাণবিক শক্তিকে অবমূল্যায়ন করছে ওয়াশিংটন। সোমবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বিষয়টি জানা গেছে।

শনিবার পুতিন বেলারুশে কৌশলগত পারমাণবিক অস্ত্র মোতায়েনের ঘোষণা দেওয়ার পশ্চিমাদের নিন্দা ও সমালোচনার মুখে রাশিয়ার প্রভাবশালী নিরাপত্তা পরিষদের সেক্রেটারি নিকোলাই পাত্রুশেভ এই হুমকি দিয়েছেন। বিশ্বের দুই বৃহত্তম পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে পারমাণবিক শক্তি প্রদর্শনের ক্ষেত্রে সর্বশেষ রুশ সিনিয়র কর্মকর্তা হিসেবে তিনি এসব কথা বলেছেন। যদিও মস্কোর দাবি, তারা এমন কিছু এড়াতে চায়।

সোমবার রাশিয়ার একটি রাষ্ট্রীয় সংবাদমাধ্যমকে পাত্রুশেভ বলেছেন, মার্কিন রাজনীতিকরা নিজেদের প্রোপাগান্ডায় আটকে পড়েছেন, তারা নিজেদের আত্মবিশ্বাসী বলে ভাবছেন। তাদের ধারণা রাশিয়ার সঙ্গে সরাসরি সংঘাতে যুক্তরাষ্ট্র প্রতিরোধমূলক ক্ষেপণাস্ত্র হামলা চালাতে পারবে। এরপর রাশিয়া পাল্টা হামলা চালাতে পারবে না। এটি বোকামি এবং খুব বিপজ্জনক।

পাত্রুশেভ আরও বলেছেন, রাশিয়ার ধৈর্যশীল এবং নিজেদের সামরিক অগ্রসর অবস্থান দিয়ে কাউকে ভয় দেখাতে চায় না। কিন্তু আমাদের অত্যাধুনিক অস্ত্র ভাণ্ডার যুক্তরাষ্ট্রসহ যেকোনও শত্রুকে ধ্বংস করতে সক্ষম। যদি তারা আমাদের অস্তিত্বের জন্য হুমকি হয়ে দাঁড়ায়।

গত বছর ফেব্রুয়ারিতে ইউক্রেনে আক্রমণ শুরুর সময় রাশিয়া দাবি করেছিল, তারা মার্কিন নেতৃত্বাধীন প্রতিরক্ষা জোট ন্যাটোর হুমকি মোকাবিলায় বিশেষ সামরিক অভিযান পরিচালনা করছে। তাদের দাবি, কিয়েভের ন্যাটোতে যোগদানের আশঙ্কায় এই হুমকি তৈরি হয়েছে।

এরপর থেকে কোনও প্রমাণ প্রকাশ্যে হাজির না করলেও পশ্চিমারা পারমাণবিক হুমকি দিচ্ছে বলে অভিযোগ করে আসছে মস্কো। একই সঙ্গে চরম পরিস্থিতিতে, রাশিয়ার অস্তিত্ব হুমকির মুখে পড়লে পারমাণবিক অস্ত্র ব্যবহারের প্রস্তুতির কথাও বলে আসছে দেশটি।

শনিবার বেলারুশে কৌশলগত পারমাণবিক অস্ত্র মোতায়েনের ঘোষণা দিয়ে কিয়েভের প্রতি ন্যাটোর ক্রমবর্ধমান সামরিক সহযোগিতার জন্য ন্যাটোকে একটি বার্তা পাঠাতে চেয়েছেন পুতিন। তার এই ঘোষণার কঠোর সমালোচনা করেছে ন্যাটো। পুতিনের এমন সিদ্ধান্তকে ‘বিপজ্জনক ও দায়িত্বজ্ঞানহীন’ উল্লেখ করে বিবৃতিতে সমালোচনা করেছে সামরিক জোটটি।

/এএ/
সম্পর্কিত
হামাস এক জিম্মিকে মুক্তি দেওয়ার পর ইসরায়েল বলেছে-কোনও যুদ্ধবিরতি নয়
ইউক্রেন-রাশিয়া বৈঠকে যোগ দিতে পারেন ট্রাম্প
যুক্তরাষ্ট্রকে ভারত-পাকিস্তান সংঘাতের মধ্যস্থতাকারী মানতে নারাজ শশী থারুর
সর্বশেষ খবর
জীববৈচিত্র্য বনাম জীবিকা: সেন্টমার্টিনে টানাপড়েন
জীববৈচিত্র্য বনাম জীবিকা: সেন্টমার্টিনে টানাপড়েন
সাত বছরে সারা লাইফস্টাইল
সাত বছরে সারা লাইফস্টাইল
হামাস এক জিম্মিকে মুক্তি দেওয়ার পর ইসরায়েল বলেছে-কোনও যুদ্ধবিরতি নয়
হামাস এক জিম্মিকে মুক্তি দেওয়ার পর ইসরায়েল বলেছে-কোনও যুদ্ধবিরতি নয়
খেলাফত শ্রমিক আন্দোলনের নেতার জন্য থানা ঘেরাও, মুক্তি না দিলে হরতাল
খেলাফত শ্রমিক আন্দোলনের নেতার জন্য থানা ঘেরাও, মুক্তি না দিলে হরতাল
সর্বাধিক পঠিত
পররাষ্ট্র সচিবের অফিসার্স ক্লাবের সদস্য পদ স্থগিত
পররাষ্ট্র সচিবের অফিসার্স ক্লাবের সদস্য পদ স্থগিত
আ.লীগ-ছাত্রলীগের ২৬ নেতার আত্মসমর্পণ
আ.লীগ-ছাত্রলীগের ২৬ নেতার আত্মসমর্পণ
রংপুরের হাসপাতাল নেপাল ও ভুটানের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে: প্রধান উপদেষ্টা
রংপুরের হাসপাতাল নেপাল ও ভুটানের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে: প্রধান উপদেষ্টা
পাকিস্তানে ভারত হামলা করলে সহায়তা করবে বালুচ লিবারেশন আর্মি
পাকিস্তানে ভারত হামলা করলে সহায়তা করবে বালুচ লিবারেশন আর্মি
সুস্থ তটিনী, তবে শুটিংয়ে ফেরার মতো নয়
সুস্থ তটিনী, তবে শুটিংয়ে ফেরার মতো নয়