X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

যে কুখ্যাত রুশ কারাগারে বন্দি গার্শকোভিচ

আন্তর্জাতিক ডেস্ক
২১ এপ্রিল ২০২৩, ১৩:০২আপডেট : ২৫ এপ্রিল ২০২৩, ১৬:৪৩

রাশিয়ায় বন্দি মার্কিন সাংবাদিক ইভান গার্শকোভিচকে কারাগার থেকে মস্কোর আদালতে নেওয়া হয়েছে। আদালত তার আপিল খারিজ করে দিয়েছে। মঙ্গলবারের (১৮ এপ্রিল) গার্শকোভিচের এই যাত্রা রুশ লেফোরটোভো কারাগার থেকে বিরতির বিরল ঘটনা। সোভিয়েত সময় থেকেই এমন নিপীড়ন চালিয়ে আসছে রাশিয়া। 

আরও অনেক প্রভাবশালী সাংবাদিককে অতীতে এই কারাগারে প্রেরণ করেছিলো রাশিয়ার ফেডারেল সিকিউরিটি সার্ভিস (এফএসবি)। কারাগারটিতে বন্দিদের ২৪ ঘণ্টাই প্রায় নির্জন কারাবাসে রাখা হয়।

কারাগারটির সাবেক বন্দি সাংবাদিক ইগোর রুডনিকোভ বলেন, ‘এটি একটি জঘন্য কারাগার। শুধু বাইরের বিশ্ব থেকে বিচ্ছিন্নই নয়, দিনের প্রায় ২৪ ঘণ্টাই একা থাকতে হয় সেখানে। এমনকি অন্যান্য বন্দিদের থেকেও বিচ্ছিন্ন রাখা হয় কারাগারটিতে।’

ইভান গার্শকোভিচ। ছবি: রয়টার্স

১৯ শতকের রংচটা হলুদ দালানটির ভেতর বন্দিদের নিজেদের মধ্যে কথা বলা কিংবা দেখা সাক্ষাতেও আছে নিষেধাজ্ঞা। তবে প্রতি কারাকক্ষে ২ জন বন্দিকে রাখা হয়। শুধু কারাসঙ্গীর সঙ্গে কথা বলার অনুমতি দেওয়া হয় সেখানে।

ইগোর রুডনিকোভ সেখানে বন্দি ছিলেন প্রায় ১০ মাস। তিনি বলেন, ‘এ কষ্ট বর্ণনাতীত। আট বর্গ মিটারের একটি কারাকক্ষে দিনের ২৪ ঘণ্টা একজন মাত্র সঙ্গীর সঙ্গে থাকার বিষয়টি বলে বোঝানো সম্ভব নয়।’

তিনি আরও বলেন, ‘মানসিক চাপ সৃষ্টির অন্যতম পদ্ধতি এটি। এমনকি স্বামী-স্ত্রীও এত সময় একসঙ্গে কাটায় না।’

অদ্ভুত শব্দের লেফোরটোভো

চার তলার এই কারাগারটির মেঝে, সিড়ি দরজাসহ প্রায় সব কিছুই ধাতব পদার্থের তৈরি। তাই হাল্কা শব্দ হলেও তা প্রতিধ্বনিত হয়ে ঝুনঝুনির মতো শব্দ হতে থাকে।

কারাগারের আশেপাশে চলাফেরার সময় কাউকে দেখতে বন্দিদের বাধা দিতে এমন ব্যবস্থা করা হয়েছে। বন্দিদের পুরোপুরি একাকিত্বে ভোগাতে এফএসবি এমন ব্যবস্থা করেছে।

কারাগারটিতে নিয়মিত যাতায়াত করা আইনজীবী মারিয়া ইসমত বলেন, ‘করিডোর দিয়ে হাঁটার সময় এরকমই অদ্ভূত শব্দ শোনা যায় কারাগারটিতে।’

তবে রাশিয়ার অন্যান্য কারাগারের চেয়ে লেফোরটোভোর অবস্থা বেশ ভালো। কারাগারটিতে রাষ্ট্রদ্রোহ, সন্ত্রাসবাদ বা গুপ্তচরবৃত্তির মতো অপরাধের জন্য তদন্ত করা ব্যক্তিদের রাখা হয়।

সোভিয়েত আমল থেকেই শাস্তির জন্য কুখ্যাত এই কারাগার। একসময় কারাগারটিতে শারীরিক অত্যাচার করা হলেও বর্তমানে এমন হয় না।

কারাগার বাইরের জগত থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন

বাইরের দুনিয়া থেকে কারাগারটিকে এতটাই বিচ্ছিন্ন রাখা হয় যে দেখা করতে যাওয়া আইনজীবীরাও কোনও চিঠি বা কিছুই নিয়ে যেতে দেয় না।

আইনজীবী ইসমত বলেন, ‘সাধারণত অন্যান্য কারাগারের কোনও বন্দির সঙ্গে দেখা করতে গেলে সঙ্গে করে চকোলেট নিয়ে যাই। কিন্তু, লেফোরটোভোতে একটা পানির বোতল নেওয়ারও অনুমোদন নেই।’

এমনকি কারাগারে বন্দি ব্যক্তিরা আত্মীয়দের সঙ্গে মোবাইল ফোনেও যোগাযোগের কোনও সুযোগ পান না।

সূত্র: এএফপি

 

/এটি/
সম্পর্কিত
দক্ষিণ লেবাননে ‘আক্রমণাত্মক পদক্ষেপ’ নিচ্ছে ইসরায়েল
হিজবুল্লাহর ৪০টি লক্ষ্যবস্তুতে হামলার দাবি ইসরায়েলের
দুর্নীতির অভিযোগে গ্রেফতার রুশ উপ-প্রতিরক্ষামন্ত্রী
সর্বশেষ খবর
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী