X
শনিবার, ১৮ মে ২০২৪
৪ জ্যৈষ্ঠ ১৪৩১

সুদান সংকট: উদ্ধার অভিযান শেষ করলো ব্রিটেন

আন্তর্জাতিক ডেস্ক
৩০ এপ্রিল ২০২৩, ১২:০৯আপডেট : ৩০ এপ্রিল ২০২৩, ১২:০৯

সুদান থেকে নাগরিকদের সরিয়ে নেওয়ার অভিযান ‘অত্যন্ত সফল’ হয়েছে বলে জানিয়েছে ব্রিটিশ সরকার। ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, শেষ ফ্লাইটটি শনিবার বাংলাদেশ সময় রাত ২টায় রাজধানী খার্তুম থেকে ছেড়ে যায়।

পররাষ্ট্রমন্ত্রী অ্যান্ড্রু মিচেল বলেন, ‘এমন বিপজ্জনক পরিস্থিতিতে আমরা সেখানে আজীবন থাকতে পারি না’।

যুক্তরাষ্ট্রের মধ্যস্ততায় সুদানে হওয়া ৭২ ঘণ্টার যুদ্ধবিরতি শেষ হয়। সেদিন সকাল থেকেই সশস্ত্র দলগুলো খার্তুম লড়াইয়ে জড়িয়ে পড়ে। বোমারু বিমান এবং ভারী কামান আঘাত হেনেছে খার্তুমের কিছু এলাকায়। সুদানি সেনাবাহিনী দাবি করছে, আধাসামরিক বাহিনীকে হটাতে চারপাশ থেকে শহরে আক্রমণ চালাচ্ছে তারা।

দুই সপ্তাহ আগে সুদানে গৃহযুদ্ধ শুরু হওয়ার পর থেকে হাজার হাজার মানুষ দেশ ছেড়ে পালিয়েছে। সরকারি হিসাবে, সংঘাতে এ পর্যন্ত অন্তত ৪৫৯ জনের প্রাণহানি হয়েছে। জাতিসংঘের আশঙ্কা, সংঘর্ষ এভাবে চলতে থাকলে কয়েক হাজার মানুষ বাস্তুচ্যুত হতে পারে। এদিকে সুদানের সাবেক প্রধানমন্ত্রী বলেছেন, চলমান সংঘাত সিরিয়া ও লিবিয়ার চেয়েও ভয়াবহ হতে পারে।

উদ্ভুত পরিস্থিতে বিভিন্ন দেশ তাদের নাগরিকদের সরিয়ে নিচ্ছে। অনেকে আবার ব্যক্তিগত উদ্যোগে নৌকা বা বাসে করে প্রতিবেশী দেশে পালাচ্ছে।

মার্কিন সরকার শনিবার সন্ধ্যায় জানায়, তারা তাদের নাগরিকদের উদ্ধার অভিযান শেষ করেছে। মার্কিন নাগরিক এবং স্থায়ী বাসিন্দাদের আগেই পোর্ট সুদানে নিয়ে যাওয়া হয়েছিল। সেখান থেকে নৌকায় করে লোহিত সাগর পাড়ি দিয়ে সৌদি আরবের জেদ্দায় তাদের নিয়ে যাওয়া হচ্ছে।

যুক্তরাজ্য সরকার বলছে, ২১টি ফ্লাইটে এক হাজার ৮৮৮ জনকে সরিয়ে নেওয়া হয়েছে। সুদান থেকে তারা আর উদ্ধার ফ্লাইট চালাবে না।

নাইরোবিতে বিবিসির সঙ্গে কথা বলার সময় মিচেল বলেন, ‘এটা ঠিক যে উদ্ধার ফ্লাইট শেষ হচ্ছে। আমি মনে করি না যে খার্তুমে এমন একজনও ব্রিটিশ আছেন যিনি এসব ফ্লাইটের কথা জানেন না। এই ভয়ানক সংকটে আটকে পড়া ব্রিটিশ নাগরিকদের সাহায্য করার জন্য প্রতিটি বিকল্পের দিকে তাকিয়ে আছে সরকার’।

সূত্র: বিবিসি 

/এসপি/
সম্পর্কিত
চীন সফর: শি’র মন জয়ের চেষ্টায় ব্যস্ত ছিলেন পুতিন
খারকিভে হামলা আরও তীব্র করবে রাশিয়া, আশঙ্কা ইউক্রেনের
কতটা এগোলো সৌদি-ইসরায়েল সম্পর্ক স্থাপনে মার্কিন উদ্যোগ?
সর্বশেষ খবর
সিটি টোলের নামে চাঁদাবাজি বন্ধের আহ্বান সাঈদ খোকনের
সিটি টোলের নামে চাঁদাবাজি বন্ধের আহ্বান সাঈদ খোকনের
আর কে মিশন রোডে ব্র্যাক ব্যাংকের শাখা উদ্বোধন
আর কে মিশন রোডে ব্র্যাক ব্যাংকের শাখা উদ্বোধন
মেহেরবানি করে আমাদের মতো থাকতে দিন, ভারতের প্রতি অলি
এলডিপির সংবাদ সম্মেলনে বিএনপি নেতামেহেরবানি করে আমাদের মতো থাকতে দিন, ভারতের প্রতি অলি
জমি নিয়ে বিরোধে চাচার ছুরিকাঘাতে প্রাণ গেলো ভাতিজির
জমি নিয়ে বিরোধে চাচার ছুরিকাঘাতে প্রাণ গেলো ভাতিজির
সর্বাধিক পঠিত
অতিরিক্ত ডিআইজি মনিরুজ্জামানের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ ইসির
অতিরিক্ত ডিআইজি মনিরুজ্জামানের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ ইসির
যাত্রীর জামাকাপড় পুড়িয়ে পাওয়া গেলো সাড়ে চার কোটি টাকার স্বর্ণ
যাত্রীর জামাকাপড় পুড়িয়ে পাওয়া গেলো সাড়ে চার কোটি টাকার স্বর্ণ
৩০ শতাংশ বেতন বৃদ্ধির দাবি তৃতীয় শ্রেণির সরকারি কর্মচারীদের
৩০ শতাংশ বেতন বৃদ্ধির দাবি তৃতীয় শ্রেণির সরকারি কর্মচারীদের
দাম কমেছে সবজি-মাংসের, তবু পরিস্থিতি অস্বাভাবিক
দাম কমেছে সবজি-মাংসের, তবু পরিস্থিতি অস্বাভাবিক
সুপ্রিম কোর্ট রিসার্চ ইনস্টিটিউটের স্থান পরিদর্শন প্রধান বিচারপতির
সুপ্রিম কোর্ট রিসার্চ ইনস্টিটিউটের স্থান পরিদর্শন প্রধান বিচারপতির