X
রবিবার, ১১ মে ২০২৫
২৮ বৈশাখ ১৪৩২

চলছে চার্লসের ঐতিহাসিক রাজ্যাভিষেক

আন্তর্জাতিক ডেস্ক
০৬ মে ২০২৩, ১৪:১৮আপডেট : ০৬ মে ২০২৩, ১৬:৪৭

৭০ বছরের মধ্যে প্রথম রাজ্যাভিষেক চলেছে ব্রিটেনে। রাজা তৃতীয় চার্লসের আনুষ্ঠানিক রাজ্যাভিষেকের পাশাপাশি কুইন কনসর্ট হিসেবে অভিষেক হতে যাচ্ছে তার স্ত্রী ক্যামিলারও। ঐতিহাসিক এ আয়োজন উদযাপনে যুক্তরাজ্যের পাশাপাশি বিভিন্ন দেশের লাখও মানুষ প্রস্তুত।   

অভিষেকের জন্য ঐতিহাসিক গাড়িতে চেপে রাজা তৃতীয় চার্লস ও কুইন কনসর্ট ক্যামিলা ওয়েস্টমিনস্টার অ্যাবেতে পৌঁছান।

 

 

চলছে চার্লসের ঐতিহাসিক রাজ্যাভিষেক

 

ধর্মীয় আনুষ্ঠানিকতা ও জাঁকজমকপূর্ণ আয়োজনের মিশেলের অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রস্তুত আছে নিরাপত্তা বাহিনী। লন্ডনজুড়ে চলছে নিরাপত্তা বাহিনীর বিশেষ অভিযান।

অভিষেকের আয়োজন প্রায় দুই ঘণ্টা ধরে চলবে। এতে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ অন্তত ১০০ দেশের রাষ্ট্রপ্রধান। আছেন আরও দুই হাজার ৩০০ জন বিশেষ অতিথি।

 

 

এই অতিথি তালিকায় সাসেক্সের ডিউক প্রিন্স হ্যারিও রয়েছেন। একটি বাণিজ্যিক ফ্লাইটে শুক্রবার যুক্তরাষ্ট্র থেকে তিনি লন্ডন আসেন। ডিউকের স্মৃতিকথা প্রকাশের পর প্রথমবারের মতো জনসমক্ষে তাকে তার ভাই প্রিন্স উইলিয়ামের সঙ্গে দেখা যাবে।

ধারণা করা হচ্ছে, অনুষ্ঠানের কয়েক ঘন্টা পর স্ত্রী মেগানের কাছে যুক্তরাষ্ট্রে ফিরে যাবেন প্রিন্স হ্যারি। কারণ আজ তাদের ছেলে আর্চি তার জন্মদিন উদযাপন করবে।

 

 

চলছে চার্লসের ঐতিহাসিক রাজ্যাভিষেক

 

আয়োজনের মূল আকর্ষণ মুকুট পরা। রাজা চার্লস যখন সেন্ট এডওয়ার্ডের মুকুটটি মাথায় দেবেন ঠিক তখনই বেজে উঠবে ঘণ্টা। পাশে থাকা সেনারা তখন নতুন রাজাকে স্যালুট জানাবে।

আয়োজনে বাইবেল পাঠ করবেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক। প্রায় এক হাজার বছর আগের রাজ্যাভিষেকের সেবায় প্রথমবারের মতো নারী বিশপরাও অংশ নিচ্ছেন।

অভিষেক শেষে রাজা এবং ক্যামিলা ওয়েস্টমিনস্টার অ্যাবে ছেড়ে বাকিংহাম প্যালেসে ফিরে যাবেন। তারপর ঐতিহ্য মেনে ব্যালকনিতে রাজা ও রানির সঙ্গে আর কারা থাকবেন তা স্পষ্ট হওয়া যায়নি।

এদিকে রাজার অভিষেক রাজতন্ত্রবিরোধীরা লন্ডনের ট্রাফালগার স্কয়ার ও শোভাযাত্রার পথের পাশে বিক্ষোভের ডাক দিয়েছেন। বিক্ষোভ ঘিরে নতুন আইন সত্ত্বেও বিক্ষোভ প্রদর্শনের বিষয়ে তারা অনড়।

রানি দ্বিতীয় এলিজাবেথ গত বছরের সেপ্টেম্বরে মারা যাওয়ার পর চার্লস রাজার দায়িত্ব গ্রহণ করেন। ব্রিটিশ রাজা কমনওয়েলথেরও প্রধান। ৫৬টি স্বাধীন রাষ্ট্র নিয়ে গঠিত কমনওয়েলথভুক্ত দেশগুলোর জনসংখ্যা প্রায় ২৫০ কোটি।

সূত্র: বিবিসি 

/এসপি/
সম্পর্কিত
সিন্ধু পানিচুক্তিতে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ চাইলেন পাকিস্তানি বিশেষজ্ঞরা
মতবিরোধ সত্ত্বেও পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনায় বসছে ইরান-যুক্তরাষ্ট্র
ইউক্রেনের সঙ্গে সরাসরি আলোচনার প্রস্তাব দিলেন পুতিন
সর্বশেষ খবর
আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের বিষয়ে যে আইনি ব্যাখ্যা দিলেন ব্যারিস্টার কাজল
আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের বিষয়ে যে আইনি ব্যাখ্যা দিলেন ব্যারিস্টার কাজল
ফেয়ার প্লে কাপ টি-২০: আইএসইউকে হারিয়ে চ্যাম্পিয়ন ইউল্যাব
ফেয়ার প্লে কাপ টি-২০: আইএসইউকে হারিয়ে চ্যাম্পিয়ন ইউল্যাব
নারীর স্বাধীন চলাফেরায় নিরাপত্তা নিশ্চিতে সরকারকে পদক্ষেপ নেওয়ার আহ্বান
নারীর স্বাধীন চলাফেরায় নিরাপত্তা নিশ্চিতে সরকারকে পদক্ষেপ নেওয়ার আহ্বান
রামপুরায় রিকশাচালকের রহস্যজনক মৃত্যু
রামপুরায় রিকশাচালকের রহস্যজনক মৃত্যু
সর্বাধিক পঠিত
আরও কমলো স্বর্ণের দাম
আরও কমলো স্বর্ণের দাম
ভারত ও পাকিস্তানের প্রধানমন্ত্রীকে প্রধান উপদেষ্টার বার্তা
ভারত ও পাকিস্তানের প্রধানমন্ত্রীকে প্রধান উপদেষ্টার বার্তা
যুদ্ধাপরাধের সহযোগীদের ক্ষমা চাইতে হবে: উপদেষ্টা মাহফুজ
যুদ্ধাপরাধের সহযোগীদের ক্ষমা চাইতে হবে: উপদেষ্টা মাহফুজ
বিচারের আগ পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ
বিচারের আগ পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ
ব্যাংকে টাকা আসছে নাকি বের হয়ে যাচ্ছে
ব্যাংকে টাকা আসছে নাকি বের হয়ে যাচ্ছে