শিশু জিম্মির ঘটনায় সাময়িকভাবে ফ্লাইট বন্ধ ঘোষণা করা হয়েছে জার্মানির হামবুর্গ বিমানবন্দর। রবিবার (০৫ নভেম্বর) এ কারণে ২৮৬ ফ্লাইট তথা ৩৪ হাজার ৫০০ যাত্রী শিডিউল বিপর্যয়ে পড়েছেন বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ। শনিবার অস্ত্রধারী এক ব্যক্তি নিজের মেয়েকেই জিম্মি করে পালিয়ে যাচ্ছিল বলে ধারণা করা হচ্ছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
জার্মানির হামবুর্গ বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, বিমানবন্দরের সব ফ্লাইট বন্ধ করে দেওয়া হয়েছে। শনিবার এক ব্যক্তির নিজের মেয়েকে জিম্মি করে পালিয়ে যাচ্ছিল। তাকে আটকানোর জন্য পুলিশ মোতায়েন করা হয় বিমানবন্দরে। তারপরই সাময়িকভাবে ফ্লাইট বন্ধ ঘোষণা করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, ৩৫ বছর বয়সী এই ব্যক্তি তার মেয়েকে গাড়ির ভেতরে নিয়ে বিমানের কাছে গিয়েছিল।
রবিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) পুলিশ বলেছে, মেয়েটিকে উদ্ধারে অভিযান এখনও চলছে। আমরা গাড়ির ভেতরে থাকা ব্যক্তির সংঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছি।
পুলিশের মুখপাত্র জানিয়েছে, অস্ত্রধারী ওই ব্যক্তির সঙ্গে তুর্কি ভাষায় কথা হচ্ছে। ওই ব্যক্তি তুরস্কের নাগরিক বা জার্মানিতে বসবাসরত তুর্কি সম্প্রদায়ের কি না সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি।
কর্তৃপক্ষ ধারণা করছে, সন্তান কার কাছে থাকবে সে বিষয়ে বিবাদে লিপ্ত ছিলেন এই ব্যক্তি। তার স্ত্রী পুলিশকে সম্ভাব্য ‘শিশু অপহরণের' বিষয়ে অবহিত করেন। তার কিছুক্ষণ পরই গাড়ি নিয়ে বিমানবন্দরে প্রবেশ করেন ওই ব্যক্তি।