X
শুক্রবার, ০৯ মে ২০২৫
২৬ বৈশাখ ১৪৩২

ইউক্রেনের পূর্বাঞ্চলীয় গ্রাম দখলের দাবি রাশিয়ার

আন্তর্জাতিক ডেস্ক
৩০ নভেম্বর ২০২৩, ১৭:২৮আপডেট : ৩০ নভেম্বর ২০২৩, ১৭:৩০

ইউক্রেনের পূর্বাঞ্চলীয় রণক্ষেত্রে একটি গ্রাম দখলের দাবি করেছে রাশিয়া। কয়েক দিনের লড়াইয়ের পর বুধবার শহরটি দখল করে রুশ সেনারা। কিয়েভের পক্ষ থেকে দখলের বিষয়ে কোনও মন্তব্য করা হয়নি। তবে ইউক্রেনীয় কর্মকর্তারা দাবি করেছেন, তীব্র হামলা চালানো রুশ সেনারা ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হচ্ছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

পূর্বাঞ্চলীয় ডোনেস্ক অঞ্চল দখলে মনোযোগ কেন্দ্রীভূত করেছে রুশ সেনারা।  তবে তাদের অগ্রগতি খুব মন্থর। এক বছর আগে ইউক্রেন রুশদের কাছ থেকে দখল করা বেশ কিছু ভূখণ্ড পুনরুদ্ধার করেছিল। কিন্তু জুন মাসে শুরু হওয়া পাল্টা আক্রমণে পূর্ব ও দক্ষিণে খুব সামান্য ভূখণ্ড পুনরুদ্ধারে সক্ষম হয়েছে তারা।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, রুশ সেনারা খ্রোমোভ নামের একটি গ্রাম দখল করেছে। এটি মে মাসে রাশিয়ার দখল করা বাখমুত থেকে পশ্চিম দিকে। যুদ্ধের আগে গ্রামটিতে প্রায় এক হাজার মানুষের বসবাস ছিল।

বুধবার রণক্ষেত্রের যে আপডেট প্রকাশ করেছে ইউক্রেন, তাতে গ্রামটির কোনও উল্লেখ করা হয়নি। তবে ওই এলাকায় কয়েক সপ্তাহ ধরে দুই বাহিনীর মধ্যে তীব্র লড়াই চলছে।

অসমর্থিত বক্তব্য ও ব্লগাররাদের বক্তব্যে গ্রামটির একাংশ রুশদের দখলে যাওয়ার কথা স্বীকার করেছে।তবে পুরো গ্রামের নিয়ন্ত্রণ রুশরা নিতে পারেনি বলে দাবি করা হয়েছে। রয়টার্সের পক্ষ থেকে উভয়পক্ষের দাবির সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।

অক্টোবরের মাঝামাঝি থেকে পূর্বাঞ্চলীয় শহর আভদিভকা দখলে আক্রমণ শুরু করেছে রাশিয়া। মস্কোর দখলে থাকা ডোনেস্ক থেকে  ২০ কিলোমিটার পূর্বে শহরটির অবস্থান।

ইউক্রেনীয় সেনাবাহিনীর এক মুখপাত্র ওলেক্সান্ডার শুপুন বলেছেন, কয়েকদিন বৃষ্টির পর আভদিভকায় রাশিয়ার গোলাবর্ষণ ও বিমান হামলা দ্বিগুণ হয়েছে। ইউক্রেনীয় সেনাদের প্রতিরক্ষা ভেদ করতে প্রত্যেকবারের প্রচেষ্টায় রাশিয়া ২০টি সাঁজোয়া দিয়ে হামলা করছে। 

তিনি বলেন, ইউক্রেনীয় সেনারা রুশ হামলা প্রতিহত করছে, সামরিক সরঞ্জাম ধ্বংস করছে।   

/এএ/
সম্পর্কিত
ভারত-পাকিস্তান সংকটের গ্যাঁড়াকলে পড়তে চায় না যুক্তরাষ্ট্র
দক্ষিণ সুদানে অপুষ্টির ঝুঁকিতে ৬০ হাজার শিশু: জাতিসংঘ
পাকিস্তানি ড্রোন হামলা প্রতিহতের দাবি ভারতীয় সেনাবাহিনীর
সর্বশেষ খবর
যমুনার আশেপাশের সব সড়কে কঠোর নিরাপত্তা
যমুনার আশেপাশের সব সড়কে কঠোর নিরাপত্তা
সিনেমায় বালাম ও জালালী শাফায়াত!
সিনেমায় বালাম ও জালালী শাফায়াত!
যেভাবে বানাবেন কাঁচা আমের টক-মিষ্টি-ঝাল আমসত্ত্ব 
যেভাবে বানাবেন কাঁচা আমের টক-মিষ্টি-ঝাল আমসত্ত্ব 
এক যুগ আগে নিখোঁজ বিএনপিনেতার বাসায় পুলিশ: ডিএমপির দুঃখ প্রকাশ, এসআই প্রত্যাহার
এক যুগ আগে নিখোঁজ বিএনপিনেতার বাসায় পুলিশ: ডিএমপির দুঃখ প্রকাশ, এসআই প্রত্যাহার
সর্বাধিক পঠিত
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
‘সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে জড়িতদের শাস্তি দিতে না পারলে আমি চলে যাবো’
‘সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে জড়িতদের শাস্তি দিতে না পারলে আমি চলে যাবো’
নৌ পুলিশের অভিযানে ২৭৬ জন গ্রেফতার, ১০ মরদেহ উদ্ধার
নৌ পুলিশের অভিযানে ২৭৬ জন গ্রেফতার, ১০ মরদেহ উদ্ধার
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে ৫৬ জনের পদত্যাগ, তুলেছেন দুর্নীতির অভিযোগ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে ৫৬ জনের পদত্যাগ, তুলেছেন দুর্নীতির অভিযোগ