X
শনিবার, ০৩ মে ২০২৫
২০ বৈশাখ ১৪৩২

ব্রিটেনে বড়দিনের ছুটিতে কী করেন লাখো বাংলাদেশি

মুন‌জের আহমদ চৌধুরী, লন্ডন
২২ ডিসেম্বর ২০২৩, ২১:২৭আপডেট : ২২ ডিসেম্বর ২০২৩, ২১:২৭

ব্রিটে‌নে বড়‌দি‌নের সরকারি ছু‌টি‌তে ছোট-বড় সব দোকান বন্ধ থা‌কে। এ সময় বাস, ট্রেনসহ পাব‌লিক ট্রান্সপোর্ট চলাচলও থা‌কে এ‌কেবারে সী‌মিত।

বাংলাদেশিদের ম‌ধ্যে ব্যাংক-বিমাসহ সরকারি-বেসরকারি অ‌ফিস-আদাল‌তে যারা কাজ ক‌রেন, এ দিন‌টি‌তে তারা ক্রিসমা‌সের ছু‌টি‌কে উপলক্ষ ক‌রে ঘ‌রে স্বজন-বন্ধু‌দের নি‌য়ে গেটটু‌গেদার বা পুনর্মিলনীর আ‌য়োজন ক‌রেন। কারণ বাংলা‌দেশিসহ ব্রিটে‌নের মুসলমানরা ঈ‌দে এ‌ দে‌শে ছু‌টি না পে‌লেও, ক্রিসমা‌সে ছু‌টি পান। সন্তানদের বিদ্যালয় বন্ধ থাকায় অ‌নেকে ছু‌টি কাটা‌তে যান দে‌শের বাই‌রে।

তবু দেশ‌টি‌তে বসবাসরত ১৫ লক্ষাধিক বাংলা‌দেশির সিংহভাগই ছুটে যান কর্মস্থলে।

ইউ‌কে বাংলা প্রেসক্লা‌বের ট্রেজারার মাহবুবুল করীম সু‌য়েদ শুক্রবার (২২ ডিসেম্বর) বাংলা ট্রিবিউন‌কে ব‌লেন, ক্রিসমাসসহ পাব‌লিক হ‌লি‌ডের দিনগুলোয় বাস-ট্রেন চলাচল সী‌মিত থাকায় ট্যাক্সির ভাড়া (বেস ফেয়ার) বে‌শি থাকে। বাংলা‌দেশি ক‌মিউ‌নি‌টির লক্ষা‌ধিক মানুষ ব্রিটেনে ট্যাক্সি চালান। ভাড়া বে‌শি মেলায় সিংহভাগই কা‌জে যান।

ঘ‌রের বাই‌রে ক্রিসমা‌সের সাজসজ্জা (ছ‌বি বাংলা ট্রিবিউন)

তিনি আরও বলেন, এ ছাড়া কেয়ার ও হস‌পিটা‌লি‌টি সেক্ট‌রে যারা কাজ ক‌রেন, তারা ক্রিসমা‌সের ম‌তো পাব‌লিক হ‌লি‌ডে‌র দি‌নে কাজ কর‌লে ওই দিনের জন্য বে‌শি মজুরি ও অন্য এক‌ দিন ছু‌টি পান। এ জন্য এসব খাতে কর্মরত বাংলা‌দেশিদের ক্রিসমা‌সের দি‌নে কা‌জে যাওয়ার প্রবণতা বে‌শি থা‌কে। ব্রিটে‌নে বাংলা‌দেশিদের বড় অংশই বড়‌দি‌নে কাজে যান নি‌জের সু‌বিধামতো অন্য এক‌টি দি‌নে ছুুুটি নেওয়ার প্রয়োজ‌নে।

ব্রিটে‌নের কেয়ার ও হস‌পিটালিটি সেক্ট‌রে কর্মরত বেশ ক‌য়েকজন বাংলা‌দেশি জানান, অ‌নে‌কে ক্রিসমা‌সের দি‌নে কা‌জে গিয়ে তার প‌রের দিন ব‌ক্সিং ডের দি‌নে ছু‌টি নেন। কারণ ব‌ক্সিং ডের দি‌নে দেশ‌টি‌তে সব ধরনের প‌ণ্যে বছ‌রের ম‌ধ্যে সর্ববৃহৎ ছাড় দেন বি‌ক্রেতারা। অ‌নে‌কে দিনটি‌তে ছু‌টি নি‌য়ে শ‌পিং ক‌রেন।

ব্রিটে‌নের সমকালীন রাজনীতির বি‌শ্লেষক নুরুর র‌হিম নোমান ব‌লেন, ক্রিসমাস এখন যতটা ধর্মীয়, তার চেয়ে অ‌নেক বে‌শি সামাজিক উৎসব। মূলধারার প্রতিষ্ঠানগু‌লো কর্মীদের ক্রিসমাস গিফট, বোনাস দেয়। বে‌শির ভাগ ইং‌লিশ রেস্টুরেন্ট ক্রিসমাসে বন্ধ থাক‌লেও, বাংলা‌দেশি রে‌স্তোরাঁগু‌লো খোলা থাকায় বাংলা‌দেশি কর্মীরা কা‌জে যান। বড়‌দি‌নের ছুটি‌তে খ্রিষ্টধর্মাবলম্বীরা কা‌জে না আসায় এ দিন‌টিতে খোলা থাকা প্রতিষ্ঠানগু‌লো মূলত মুসলমান ও হিন্দু ধ‌র্মের কর্মী‌দের ওপর ভরসা রে‌খেই চ‌লে।

/এনএআর/
সম্পর্কিত
পাকিস্তানকে দেওয়া ঋণ পর্যালোচনা করতে আইএমএফকে ভারতের অনুরোধ
ইউক্রেনের কাছে এফ-১৬ প্রশিক্ষণ বিমান বিক্রয়ের অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র
হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের কর-মুক্ত মর্যাদা বাতিলের হুমকি ট্রাম্পের
সর্বশেষ খবর
‘আমাদের শিরোপা স্বপ্ন নেই বললেই চলে’
‘আমাদের শিরোপা স্বপ্ন নেই বললেই চলে’
গাজীপুরে ঝুটের গুদামে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট
গাজীপুরে ঝুটের গুদামে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট
১২ দফা দাবিতে অভিভাবক ঐক্য ফোরামের মানববন্ধন
১২ দফা দাবিতে অভিভাবক ঐক্য ফোরামের মানববন্ধন
মৌসুমী ভুলে যেতে চান, তিনি ‘মৌসুমী’ ছিলেন!
মৌসুমী ভুলে যেতে চান, তিনি ‘মৌসুমী’ ছিলেন!
সর্বাধিক পঠিত
কেন আবারও আন্দোলনে যাচ্ছেন সহকারী প্রাথমিক শিক্ষকরা?
কেন আবারও আন্দোলনে যাচ্ছেন সহকারী প্রাথমিক শিক্ষকরা?
‘নারী সংস্কার কমিশনের প্রতি ঘৃণা উসকে দেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিন’
‘নারী সংস্কার কমিশনের প্রতি ঘৃণা উসকে দেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিন’
আগে রওনা দিয়েও এড়ানো গেলো না ‘নোটাম’, শাহজালালের ফ্লাইট গেলো ওসমানীতে
আগে রওনা দিয়েও এড়ানো গেলো না ‘নোটাম’, শাহজালালের ফ্লাইট গেলো ওসমানীতে
‘স্বাস্থ্য ব্যবস্থাপনায় ফার্মাসিস্ট যুক্ত করার কথা ভাবছে সরকার’
‘স্বাস্থ্য ব্যবস্থাপনায় ফার্মাসিস্ট যুক্ত করার কথা ভাবছে সরকার’
কমোডের ওয়াটার ট্যাংক পরিষ্কার করবেন যেভাবে
কমোডের ওয়াটার ট্যাংক পরিষ্কার করবেন যেভাবে