X
শনিবার, ০৩ মে ২০২৫
২০ বৈশাখ ১৪৩২

এবার লোহিত সাগরে মার্কিন যুদ্ধজাহাজে হুথিদের হামলা

আন্তর্জাতিক ডেস্ক
১৫ জানুয়ারি ২০২৪, ১৬:৩০আপডেট : ১৫ জানুয়ারি ২০২৪, ১৬:৩০

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা লোহিত সাগরে মার্কিন যুদ্ধজাহাজে রোববার (১৪ জানুয়ারি) ক্ষেপণাস্ত্র হামলা করেছে। আমেরিকার নেতৃত্বে হুথিদের ওপর হামলার পর লোহিত সাগরে হুথিদের করা প্রথম হামলা এটি। লোহিত সাগরে জাহাজ চলাচলে কয়েক সপ্তাহের হামলার পর শুক্রবার আমেরিকা ও সহযোগী দেশগুলো বিদ্রোহীদের ওপর ওই হামলা চালিয়েছিল। মার্কিন সংবাদমাধ্যম এবিসি এই খবর জানিয়েছে।

প্রতিবেদনটিতে বলা হয়েছে, হুথি বিদ্রোহীরা ওইদিন লোহিত সাগরে একটি আমেরিকান ডেস্ট্রয়ারের দিকে একটি জাহাজ-বিধ্বংসী ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল।

তবে ওই ক্ষেপণাস্ত্রটিকে মার্কিন যুদ্ধবিমান এটিকে গুলি করে ভূপাতিত করেছে বলে দাবি করেছেন মার্কিন কর্মকর্তারা।

এক বিবৃতিতে মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, রোববার হুথিরা ইউএসএস ল্যাবুন নামে একটি ক্ষেপণাস্ত্র ডেস্ট্রয়ারকে লক্ষ্য করে হামলা করেছিল। এটি লোহিত সাগরের দক্ষিণাঞ্চলে কাজ করছিল।

ওই ক্ষেপণাস্ত্রটি লোহিত সাগরের বন্দর শহর হোদেইদা থেকে এসেছিল। শহরটি দীর্ঘদিন ধরে হুথিদের দখলে ছিল।

ইউএস সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, ‘ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি এলাকা থেকে ইউএসএস ল্যাবুনের দিকে একটি জাহাজ-বিধ্বংসী ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। তবে এ হামলায় কোনও হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।’

তবে তাৎক্ষণিকভাবে হামলার কথা স্বীকার করেনি হুথিরা। ২০১৪ সালে ইয়েমেনের রাজধানী দখলকারী ইরানের সঙ্গে জোটবদ্ধ একটি শিয়া বিদ্রোহী গোষ্ঠী হুথি।

ইসরায়েল-হামাস যুদ্ধের হামাসের সমর্থনের লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজগুলোকে লক্ষ্যবস্তু করেছে হুথিরা। তাদের এই আক্রমণ গাজায় চলমান সংঘর্ষকে একটি আঞ্চলিক দাঙ্গায় পরিণত করার হুমকি দেয়।

যুক্তরাষ্ট্র সর্বশেষ এ হামলার প্রতিশোধ নেবে কিনা তা স্পষ্ট নয়। তবে এর আগে, মার্কিন প্রেসিডেন জো বাইডেন বলছিলেন, তিনি তাদের ‘জনগণকে রক্ষা করার জন্য এবং প্রয়োজনীয় আন্তর্জাতিক বাণিজ্যের অবাধ প্রবাহকে রক্ষা করার জন্য আরও পদক্ষেপের নির্দেশ দিতে দ্বিধা করবেন না।’

/এএকে/
সম্পর্কিত
ইউক্রেনের কাছে এফ-১৬ প্রশিক্ষণ বিমান বিক্রয়ের অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র
হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের কর-মুক্ত মর্যাদা বাতিলের হুমকি ট্রাম্পের
ভারতের গোয়ায় মন্দিরে পদদলিত হয়ে নিহত ৬
সর্বশেষ খবর
হেফাজতের মহাসমাবেশে ব্ল্যাসফেমি আইনের দাবি মুফতি আব্বাসীর
হেফাজতের মহাসমাবেশে ব্ল্যাসফেমি আইনের দাবি মুফতি আব্বাসীর
থানায় নেওয়ার পথে দুই পুলিশকে হাতুড়িপেটা করলো আসামি
থানায় নেওয়ার পথে দুই পুলিশকে হাতুড়িপেটা করলো আসামি
সরকারি সফরে কাতার গেলেন সেনাপ্রধান
সরকারি সফরে কাতার গেলেন সেনাপ্রধান
ইউক্রেনের কাছে এফ-১৬ প্রশিক্ষণ বিমান বিক্রয়ের অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র
ইউক্রেনের কাছে এফ-১৬ প্রশিক্ষণ বিমান বিক্রয়ের অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র
সর্বাধিক পঠিত
কেন আবারও আন্দোলনে যাচ্ছেন সহকারী প্রাথমিক শিক্ষকরা?
কেন আবারও আন্দোলনে যাচ্ছেন সহকারী প্রাথমিক শিক্ষকরা?
‘নারী সংস্কার কমিশনের প্রতি ঘৃণা উসকে দেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিন’
‘নারী সংস্কার কমিশনের প্রতি ঘৃণা উসকে দেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিন’
সাবেক এমপি ও বিএনপি নেতার ওপর দিনে সশস্ত্র হামলা, রাতে বাড়িতে আগুন
সাবেক এমপি ও বিএনপি নেতার ওপর দিনে সশস্ত্র হামলা, রাতে বাড়িতে আগুন
আগে রওনা দিয়েও এড়ানো গেলো না ‘নোটাম’, শাহজালালের ফ্লাইট গেলো ওসমানীতে
আগে রওনা দিয়েও এড়ানো গেলো না ‘নোটাম’, শাহজালালের ফ্লাইট গেলো ওসমানীতে
‘স্বাস্থ্য ব্যবস্থাপনায় ফার্মাসিস্ট যুক্ত করার কথা ভাবছে সরকার’
‘স্বাস্থ্য ব্যবস্থাপনায় ফার্মাসিস্ট যুক্ত করার কথা ভাবছে সরকার’