X
রবিবার, ২৮ এপ্রিল ২০২৪
১৫ বৈশাখ ১৪৩১

গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধের বিষয়ে আইসিজের সিদ্ধান্ত আজ

আন্তর্জাতিক ডেস্ক
২৬ জানুয়ারি ২০২৪, ১১:২৫আপডেট : ২৬ জানুয়ারি ২০২৪, ১৩:৪৯

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যা চালানোর অভিযোগের বিষয়ে জাতিসংঘের শীর্ষ আদালতের আজ শুক্রবার (২৬ জানুয়ারি) রায় ঘোষণা করা হবে। ইসরায়েলকে গাজায় সামরিক অভিযান বন্ধের নির্দেশ দিয়ে জরুরি ব্যবস্থা জারি করতে পারে আন্তর্জাতিক বিচারিক আদালত আইসিজে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এই খবর জানিয়েছে।

ইসরায়েলের বিরুদ্ধে গাজায় গণহত্যা চালানোর অভিযোগ এনে আন্তর্জাতিক আদালতে একটি মামলা করেছিল দক্ষিণ আফ্রিকা। দুই সপ্তাহ আগে এই মামলা শুরু হয়। তখন এ বিষয়ে উভয় দেশই সাক্ষ্য দেয়। তবে দক্ষিণ আফ্রিকার অভিযোগ দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছে ইসরায়েল।

শুক্রবার আইসিজে-এর অধিবেশনে এই মামলার সিদ্ধান্ত দেওয়া হবে। তবে ইসরায়েল গাজায় গণহত্যা চালিয়েছে কি না, সে বিষয়ে কোনও সিদ্ধান্ত দেবেন না আদালত। আজ শুধু গাজায় জরুরি পদক্ষেপ নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত ঘোষণা করা হবে।

ইসরায়েলের বিরুদ্ধে আইসিজে কোনও রায় প্রয়োগ করতে না পারলেও আদালতটির সিদ্ধান্ত রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ হবে।

ফিলিস্তিনিদের দৃঢ়ভাবে সমর্থন করে দক্ষিণ আফ্রিকা। দেশটি আইসিজে-কে গণহত্যার অভিযোগটি বিবেচনা করে ইসরায়েলের সামরিক কার্যকলাপ বন্ধসহ নয়টি অস্থায়ী ব্যবস্থা জারি করার আহ্বান জানিয়েছে।

৭ অক্টোবর দক্ষিণ ইসরায়েলে ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাসের হামলায় প্রায় এক হাজার ২০০ ইসরায়েলি নিহত হন। তাদের অধিকাংশই ছিলেন বেসামরিক। তখন প্রায় ২৫০ জনকে জিম্মি করে গাজায় নিয়ে যায় হামলাকারীরা। এই হামলার প্রতিক্রিয়ায় ওইদিনই গাজায় পাল্টা হামলা শুরু করে ইসরায়েল।

গাজায় হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে, গাজায় ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ২৫ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। তাদের বেশিরভাগই নারী ও শিশু। এসময় আহত হয়েছে আরও কয়েক হাজার মানুষ।

/এএকে/
সম্পর্কিত
তিনটি গ্রাম থেকে সেনা সরিয়ে নিলো ইউক্রেন
পাকিস্তানে বৃষ্টিতে মৃত্যু ২২
এপি'র সাংবাদিককে গ্রেফতার করলো রাশিয়া
সর্বশেষ খবর
জাতীয় দল রেখে ঢাকা লিগে সাকিবের খেলার ব্যাখ্যা দিলেন নির্বাচক
জাতীয় দল রেখে ঢাকা লিগে সাকিবের খেলার ব্যাখ্যা দিলেন নির্বাচক
পাপন শুনেছেন, তামিম নাকি সামনের বছর ফিরবেন!
পাপন শুনেছেন, তামিম নাকি সামনের বছর ফিরবেন!
তিনটি গ্রাম থেকে সেনা সরিয়ে নিলো ইউক্রেন
তিনটি গ্রাম থেকে সেনা সরিয়ে নিলো ইউক্রেন
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
সর্বাধিক পঠিত
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
ইমিগ্রেশনেই খারাপ অভিজ্ঞতা বিদেশি পর্যটকদের
ইমিগ্রেশনেই খারাপ অভিজ্ঞতা বিদেশি পর্যটকদের
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে