X
রবিবার, ০৫ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

পশ্চিমা রাষ্ট্রদূতদের বিরুদ্ধে হস্তক্ষেপের অভিযোগ রাশিয়ার

আন্তর্জাতিক ডেস্ক
০৫ মার্চ ২০২৪, ১৯:২২আপডেট : ০৫ মার্চ ২০২৪, ১৯:২২

মস্কোতে নিযুক্ত পশ্চিমা দেশগুলোর রাষ্ট্রদূতদের বিরুদ্ধে অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের অভিযোগ তুলেছে রাশিয়া। প্রয়াত পুতিনবিরোধী নেতা আলেক্সি নাভালনির শেষকৃত্যে রাষ্ট্রদূতদের উপস্থিতিকে হস্তক্ষেপ বলছে মস্কো। রুশ কর্তৃপক্ষ তাদের এমন আচরণকে সন্দেহজনক উল্লেখ করে দূতদের রাশিয়ায় অবস্থান প্রশ্নবিদ্ধ বলে দাবি করেছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

ইউক্রেনে রাশিয়ার আক্রমণের পর পশ্চিমাদের সঙ্গে দেশটির সম্পর্ক তলানিতে রয়েছে। ১৯৬২ সালের কিউবা ক্ষেপণাস্ত্র সংকটের পর এমন তলানিতে আরও কখনও সম্পর্ক গড়ায়নি। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সতর্ক করে বলেছেন, পশ্চিমারা ইউক্রেনে সেনা পাঠালে পারমাণবিক যুদ্ধের উসকানির ঝুঁকি থাকবে।

৪ মার্চ রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছিলেন, ১৫-১৭ মার্চের প্রেসিডেন্ট নির্বাচনের আগে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতদের সঙ্গে বৈঠক করতে চেয়েছিলেন তিনি। কিন্তু দূতরা সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন।

রাষ্ট্রদূতদের প্রত্যাখ্যানের বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের নারী মুখপাত্র মারিয়া জাখারোভা বলেছেন, সব জায়গা থেকেই প্রশ্ন উঠছে: তাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন না করলে তারা কী করছে, তারা কীভাবে নিজেদের আচরণকে ব্যাখ্যা করবে। 

রাশিয়ার রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমের এক অনুষ্ঠানের সঞ্চালক ভ্লাদিমির সলোভিওভকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেছেন। সঞ্চালক উল্লেখ করেন, ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতেরা ১ মার্চ নাভালনির শেষকৃত্যে উপস্থিত হয়েছিলেন। সলোভিওভ দূতদের দেশগুলোর এজেন্ট হিসেবে উল্লেখ করেন।

তখন জাখারোভা বলেছেন, ল্যাভরভের সঙ্গে বৈঠকে পশ্চিমা দূতদের অস্বীকৃতি প্রমাণ করে তারা মস্কোর অভ্যন্তরীণ কর্মকাণ্ডে হস্তক্ষেপ করছেন। তারা কূটনৈতিক কাজ বাদ দিয়ে নিজেদের জাহির করছেন।

সলোভিওভের সঞ্চালনায় অনুষ্ঠানটির শিরোনাম ছিল, ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতদের কি বের করে দেওয়া উচিত?

রয়টার্সের ছবিতে দেখা গেছে, নাভালনির শেষকৃত্যে ফ্রান্স, জার্মানি ও যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত উপস্থিত ছিলেন।

/এএ/
সম্পর্কিত
বিমানযাত্রীর পকেট থেকে জ্যান্ত সাপ উদ্ধার
দোহায় হামাসের কার্যালয় বন্ধের চিন্তা করছে কাতার
যুক্তরাজ্যের স্থানীয় নির্বাচনে কনজারভেটিভদের বড় পরাজয়
সর্বশেষ খবর
ঢাকায় পুনর্মিলন সেরে ক্যাঙ্গারুর দেশে...
ঢাকায় পুনর্মিলন সেরে ক্যাঙ্গারুর দেশে...
নিষ্পত্তির অপেক্ষায় হেফাজতের ২০৩ মামলা
নিষ্পত্তির অপেক্ষায় হেফাজতের ২০৩ মামলা
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
বিমানযাত্রীর পকেট থেকে জ্যান্ত সাপ উদ্ধার
বিমানযাত্রীর পকেট থেকে জ্যান্ত সাপ উদ্ধার
সর্বাধিক পঠিত
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
এডিবি কর্মকর্তা গোবিন্দ বরের বিরুদ্ধে বিশিষ্টজনদের হয়রানির অভিযোগ
এডিবি কর্মকর্তা গোবিন্দ বরের বিরুদ্ধে বিশিষ্টজনদের হয়রানির অভিযোগ