X
মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

চাসিভ ইয়ার দখল করতে চায় রাশিয়া: ইউক্রেনীয় সেনাপ্রধান

আন্তর্জাতিক ডেস্ক
১৫ এপ্রিল ২০২৪, ১৯:০৪আপডেট : ১৫ এপ্রিল ২০২৪, ১৯:০৪

ইউক্রেনের সেনাপ্রধান কর্নেল জেনারেল ওলেক্সান্ডার সিরস্কি বলেছেন, রাশিয়ার সেনা ৯ মে’র মধ্যে চাসিভ ইয়ার শহর দখলের পরিকল্পনা করছে। রাশিয়ার আক্রমণের কেন্দ্রবিন্দুতে থাকা পূর্বাঞ্চলে এই শহরটি দখলের মাধ্যমে উঁচু ভূমির নিয়ন্ত্রণ নিতে পারবে রুশ বাহিনী। রবিবার (১৫ এপ্রিল) সিরস্কি এই মন্তব্য করেছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

বাখমুতের পশ্চিমে বিধ্বস্ত এই শহরটি দখল করে মস্কো দ্বিতীয় বিশ্বযুদ্ধের জয়ের বার্ষিকী উদযাপন করতে চায়। পশ্চিমা সামরিক সহযোগিতার প্রবাহে স্থবিরতার মধ্যে রণক্ষেত্রে রাশিয়া অগ্রগতি অর্জন করছে।

ইউক্রেনীয় সেনাপ্রধান পূর্বাঞ্চলীয় রণক্ষেত্রের পরিস্থিতির অবনতি হয়েছে বলে সতর্ক করেছিলেন। তিনি বলেছিলেন, বাখমুতের পশ্চিমে চাসিভ ইয়ার ইয়ার দখলের চেষ্টা করছে রাশিয়া। এরপর তারা ক্রামাটর্স্ক শহরের দিকে এগিয়ে যেতে চায়।

ডনেস্ক অঞ্চলের চাসিভ ইয়ার শহরটি বাখমুত থেকে ৫-১০ কিলোমিটার দূরে অবস্থিত। বিধ্বস্ত বাখমুত গত বছর মে মাসে রক্তক্ষয়ী যুদ্ধের পর দখল করেছিল রুশ সেনারা।

টেলিগ্রামে এক বার্তায় সিরস্কি বলেছেন, ইউক্রেনীয় সেনারা চাসিভ ইয়ারে আপাতত প্রতিরোধ করে যাচ্ছে। গোলাবারুদ, ড্রোন ও ইলেক্ট্রনিক যুদ্ধাস্ত্র নিয়ে শক্তি বাড়ানো হয়েছে।

বিস্তারিত না জানিয়ে তিনি বলেছেন, হুমকি রয়েছে। ৯ মে’র মধ্যে চাসিভ ইয়ার দখলের জন্য সেনাদের লক্ষ্য দিয়েছে রাশিয়া।

ইউক্রেনীয় প্রতিরক্ষামন্ত্রী রুস্তেম উমেরভ ফেসবুকে লিখেছেন, রবিবার তিনি পূর্বাঞ্চলীয় রণক্ষত্রে পরিদর্শন করেছেন। সেখানকার পরিস্থিতি উত্তেজনাপূর্ণ। বাখমুতের পশ্চিম দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করছে রাশিয়া।

তিনি আরও লিখেছেন, শত্রুদের সেনা সংখ্যা বেশি থাকলেও আমরা কার্যকরভাবে তাদের পরিকল্পনা নস্যাৎ করছি। আমাদের সেনাদের সাহস, প্রশিক্ষণ ও পেশাদারিত্বে তা সম্ভব হচ্ছে।

৯ মে মস্কোর রেড স্কয়ারে বড় আকারের সামরিক প্যারেডের মাধ্যমে দ্বিতীয় বিশ্বযুদ্ধের জয় উদযাপন করে রাশিয়া। এতে উপস্থিত থাকেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মার্চে কঠোর নিয়ন্ত্রিত নির্বাচনে জয়ী হয়ে ষষ্ঠ মেয়াদে ক্ষমতা পেয়েছেন তিনি।

/এএ/
সম্পর্কিত
বৃষ্টি ও বন্যায় কেনিয়ায় নিহত অন্তত ৪৫
হামাসকে ইসরায়েলের যুদ্ধবিরতি প্রস্তাব মেনে নেওয়ার আহ্বান ব্লিঙ্কেনের
গাজায় যুদ্ধবিরতি নাকি রাফাহতে হামলারাজনৈতিক সংশয়ের মুখোমুখি নেতানিয়াহু
সর্বশেষ খবর
রাজশাহীতে গরমে নাকাল প্রাণিকুল, মারা যাচ্ছে পাখি
রাজশাহীতে গরমে নাকাল প্রাণিকুল, মারা যাচ্ছে পাখি
দুর্নীতির অভিযোগে ইসলামপুর পৌর মেয়র বরখাস্ত
দুর্নীতির অভিযোগে ইসলামপুর পৌর মেয়র বরখাস্ত
মাটি কাটার সময় ‘গরমে অসুস্থ হয়ে’ নারী শ্রমিকের মৃত্যু
মাটি কাটার সময় ‘গরমে অসুস্থ হয়ে’ নারী শ্রমিকের মৃত্যু
সাকিবের সঙ্গে উপজেলা নির্বাচনের দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সাক্ষাৎ
সাকিবের সঙ্গে উপজেলা নির্বাচনের দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সাক্ষাৎ
সর্বাধিক পঠিত
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
আজ কি বৃষ্টি হবে?
আজ কি বৃষ্টি হবে?
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে
খোলা সয়াবিন তেল বিক্রি বন্ধের সিদ্ধান্ত থেকে সরে আসছে সরকার
খোলা সয়াবিন তেল বিক্রি বন্ধের সিদ্ধান্ত থেকে সরে আসছে সরকার