জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎস বলেছেন, এখন পর্যন্ত ইসরায়েলে অস্ত্র সরবরাহ বন্ধের সিদ্ধান্ত নেয়নি জার্মানি। বুধবার (২৪ জুলাই) তিনি এই মন্তব্য করেছেন। গত সপ্তাহে জাতিসংঘের সর্বোচ্চ আদালত ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলি দখলকে অবৈধ ঘোষণা করার পর তিনি এই অবস্থান জানালেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
আদালতের ঘোষণার পর ইসরায়েলের প্রতি জার্মানির সামরিক সহযোগিতার নীতিতে পরিবর্তন আসবে কি-না জানতে চাইলে শলৎস বলেছেন, এই বিষয়ে তার সরকার এখন পর্যন্ত কোনও সিদ্ধান্ত নেয়নি।
তিনি বলেন, অবশ্য আমরা একেকটি ঘটনার আলোকে সিদ্ধান্ত নেই।