X
সোমবার, ২৮ এপ্রিল ২০২৫
১৫ বৈশাখ ১৪৩২

ক্যানারি দ্বীপে পৌঁছানো অভিবাসীর সংখ্যা সর্বকালের রেকর্ড ভেঙেছে

আন্তর্জাতিক ডেস্ক
০৩ ডিসেম্বর ২০২৪, ১৫:৫৬আপডেট : ০৩ ডিসেম্বর ২০২৪, ১৫:৫৬

পশ্চিম আফ্রিকা থেকে দুর্বল নৌকায় করে বিপজ্জনক সমুদ্রপথ পাড়ি দিয়ে স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জে পৌঁছানো অভিবাসীদের সংখ্যা সর্বকালের সব রেকর্ড ভেঙে দিয়েছে। অভ্যন্তরীণ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, চলতি বছর ১ জানুয়ারি থেকে ৩০ নভেম্বর পর্যন্ত দ্বীপটিতে পৌঁছানো অভিবাসীর সংখ্যা ৪১ হাজার ৪২৫ এ পৌঁছেছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

২০২৪ সালের ডিসেম্বর মাস এখনো বাকি থাকলেও, এটি টানা দ্বিতীয় বছর যখন ইউরোপের অভিবাসন নিয়ন্ত্রণ প্রচেষ্টার ফ্রন্টলাইনে থাকা এই দ্বীপপুঞ্জে অভিবাসীদের সংখ্যা রেকর্ড ছাড়িয়েছে।

ইউরোপীয় ইউনিয়নের সীমান্ত সংস্থা ফ্রন্টেক্সের অক্টোবর পর্যন্ত সর্বশেষ তথ্য অনুযায়ী, মালি, সেনেগাল এবং মরক্কোর অভিবাসীরা ক্যানারিতে আসা তিনটি প্রধান জাতীয়তা।

আফ্রিকার আটলান্টিক উপকূলের উত্তর-পশ্চিম অংশে অবস্থিত সাতটি দ্বীপ নিয়ে গঠিত ক্যানারি দ্বীপপুঞ্জ অভিবাসী সংকট সামাল দিতে হিমশিম খাচ্ছে। অভিবাসীদের জন্য এটি একটি প্রধান প্রবেশপথে পরিণত হয়েছে। দারিদ্র্য, সংঘাত এবং জলবায়ু পরিবর্তনের কারণে নিজেদের দেশ ছেড়ে পালিয়ে যাওয়া অভিবাসীরা অধিকতর ভালো ভবিষ্যতের আশায় এই পথ বেছে নিচ্ছে। অনিশ্চিত ও কষ্টকর নৌযানে ঠাসাঠাসি করে অভিবাসীরা এই দ্বীপপুঞ্জে আশ্রয় নিচ্ছে।

এই প্রবণতা ঠেকাতে, স্পেন ফ্রন্টেক্সকে ২০১৮ সালে শেষ হওয়া মৌরিতানিয়া, সেনেগাল এবং গাম্বিয়ায় বিমান ও সামুদ্রিক নজরদারি কার্যক্রম পুনরায় চালু করার জন্য অনুরোধ জানিয়েছে।

গত বছর এখানে ৩৯ হাজার ৯১০ অভিবাসী পৌঁছেছিল, যা ২০০৬ সালের আগের রেকর্ডকে ছাড়িয়ে যায়।

আটলান্টিক পথ বিশেষভাবে বিপজ্জনক। কারণ মহাসাগরের প্রতিকূল আবহাওয়া সহজেই নড়বড়ে কাঠের ডিঙ্গি নৌকাগুলোকে উল্টে দিতে পারে। আর বেশিরভাগ অভিবাসী এই নৌযানগুলোই ব্যবহার করে।এই বিপজ্জনক যাত্রাপথে অনেকেই প্রাণ হারান।

পরিস্থিতি সামাল দিতে স্পেন এবং ইউরোপীয় ইউনিয়ন বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে। তবে অভিবাসীদের ক্রমবর্ধমান সংখ্যা নিয়ে উদ্বেগ রয়ে গেছে।

/এস/
সম্পর্কিত
ফ্রান্সে মসজিদে হামলা:  রাজনীতিকদের নিন্দা, পলাতক সন্দেহভাজন
পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় নীল স্যুট পরে আলোচনায় ট্রাম্প
গাজায় যুদ্ধবিরতির আলোচনায় অগ্রগতির ইঙ্গিত
সর্বশেষ খবর
রাস্তার কাজের টাকা আত্মসাৎ, চার প্রকৌশলী ও দুই ঠিকাদারের বিরুদ্ধে মামলা
রাস্তার কাজের টাকা আত্মসাৎ, চার প্রকৌশলী ও দুই ঠিকাদারের বিরুদ্ধে মামলা
হজ ফ্লাইট শুরু আজ
হজ ফ্লাইট শুরু আজ
শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ আবারও রিমান্ডে
শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ আবারও রিমান্ডে
দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা
দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা
সর্বাধিক পঠিত
উপদেষ্টা আসিফ মাহমুদ ও নূরজাহানের পদত্যাগ দাবি
উপদেষ্টা আসিফ মাহমুদ ও নূরজাহানের পদত্যাগ দাবি
রাখাইনে মানবিক সহায়তায় শর্তসাপেক্ষে করিডোর দিতে রাজি সরকার
রাখাইনে মানবিক সহায়তায় শর্তসাপেক্ষে করিডোর দিতে রাজি সরকার
হাইকোর্টে প্রতিবেদন: নিয়ম মেনেই হয়েছিল আদানির বিদ্যুৎ চুক্তি
হাইকোর্টে প্রতিবেদন: নিয়ম মেনেই হয়েছিল আদানির বিদ্যুৎ চুক্তি
আবার চালু হচ্ছে পরিত্যক্ত ৭ বিমানবন্দর, সবার আগে বগুড়া
আবার চালু হচ্ছে পরিত্যক্ত ৭ বিমানবন্দর, সবার আগে বগুড়া
মুক্তিযোদ্ধার বক্তব্যে জামায়াত নেতার বাধা, কেড়ে নেওয়া হলো মাইক
মুক্তিযোদ্ধার বক্তব্যে জামায়াত নেতার বাধা, কেড়ে নেওয়া হলো মাইক