জার্মানির মিউনিখে একটি গাড়ি ভিড়ের মধ্যে ঢুকে পড়ায় কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ১০টা ৩০ মিনিটের দিকে এই ঘটনা ঘটে। তবে এটি উদ্দেশ্যপ্রণোদিত হামলা কি না, সে বিষয়ে কিছু জানায়নি কর্তৃপক্ষ। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।
পুলিশ জানিয়েছে, গাড়িচালককে ঘটনাস্থলেই আটক করা হয়েছে এবং তিনি আর কোনও হুমকি সৃষ্টি করছেন না। একটি ক্ষতিগ্রস্ত মিনি কুপার গাড়ি ঘটনাস্থলে দেখা গেছে।
দমকল বাহিনীর বরাতে জার্মান বার্তা সংস্থা ডিপিএ জানিয়েছে, আহতদের মধ্যে শিশু রয়েছে। মেয়র ডিটার রাইটার ঘটনাটিকে ‘গভীরভাবে দুঃখজনক’ বলে উল্লেখ করেছেন।
ঘটনার সময় সেখানে সেবা খাতের কর্মীদের ইউনিয়নের একটি বিক্ষোভ চলছিল। তবে আহতদের মধ্যে কোনও বিক্ষোভকারী রয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।
একদিন পরেই মিউনিখে তিন দিনের নিরাপত্তা সম্মেলন শুরু হওয়ার কথা রয়েছে। ওই বৈঠকে আন্তর্জাতিক কূটনৈতিক ও নিরাপত্তা নীতির শীর্ষ কর্মকর্তারা অংশ নেবেন।