X
শুক্রবার, ২১ মার্চ ২০২৫
৭ চৈত্র ১৪৩১

মার্কিন-রাশিয়া সম্পর্কের উষ্ণতা: ইউক্রেনের জন্য নতুন সংকট

আন্তর্জাতিক ডেস্ক
১৩ ফেব্রুয়ারি ২০২৫, ২১:৫০আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ২১:৫০

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির জন্য ইতোমধ্যে কঠিন এক সপ্তাহ অপেক্ষা করছিল। ইউক্রেনের ভবিষ্যৎ নিয়ে আলোচনায় বসতে ইউরোপে জড়ো হয়েছেন বিভিন্ন দেশের কূটনীতিকরা। এরই মধ্যে ট্রাম্প প্রশাসন ইউক্রেনের খনিজ সম্পদের ওপর ৫০০ বিলিয়ন ডলারের দাবি জানিয়েছে, মার্কিন ইস্পাত শুল্ক থেকে ইউক্রেনকে দেওয়া ছাড় প্রত্যাহার করেছে এবং ইউক্রেনকে সামরিক সহায়তা দেওয়ার বিষয়ে সন্দিহান মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে. ডি. ভ্যান্স ইউক্রেনীয় নেতার সঙ্গে বৈঠকে বসতে ইউরোপে আসছেন।

কিন্তু বুধবার পরিস্থিতি আরও খারাপের দিকে মোড় নেয়। ট্রাম্পের প্রতিরক্ষামন্ত্রী রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের যুদ্ধের সম্ভাবনা নিয়ে কঠোর মন্তব্য করেন। এরপর ট্রাম্প ঘোষণা দেন যে তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথা বলেছেন এবং এই আলোচনা যুদ্ধবিরতির দিকে এগোচ্ছে—যেখানে জেলেনস্কির কোনও স্পষ্ট ভূমিকা নেই। এই ফোনালাপটি প্রায় তিন বছর আগে রাশিয়ার ইউক্রেন আক্রমণের পর থেকে কূটনৈতিকভাবে রাশিয়াকে বিচ্ছিন্ন করে রাখার মার্কিন প্রচেষ্টারও সমাপ্তি বয়ে এনেছে।

ওয়াশিংটনভিত্তিক ঝুঁকি বিশ্লেষণ সংস্থা ইউরেশিয়া গ্রুপের চেয়ারম্যান ক্লিফ কুপচান জেলেনস্কির অবস্থান নিয়ে বলেন, তিনি ভূরাজনৈতিকভাবে পিছু হটছেন। ট্রাম্পের সাম্প্রতিক পদক্ষেপগুলো—যার মধ্যে ক্রেমলিনের সঙ্গে বন্দি বিনিময়ও রয়েছে—মার্কিন-রাশিয়া সম্পর্কে নতুন এক উষ্ণতার ইঙ্গিত দিচ্ছে, যা শান্তি চুক্তিতে পুতিনের পক্ষে যেতে পারে এবং ইউক্রেনকে প্রান্তিক করে দিতে পারে। ট্রাম্প বুধবার জেলেনস্কির সঙ্গেও কথা বলেছেন, তবে শান্তি আলোচনায় ইউক্রেনীয় নেতার ভূমিকা কী হবে, সে বিষয়ে কোনও উল্লেখ করেননি।

শুক্রবার শুরু হতে যাওয়া বার্ষিক মিউনিখ নিরাপত্তা সম্মেলনে জেলেনস্কি ভাইস প্রেসিডেন্ট ভ্যান্স ও পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে বৈঠক করবেন বলে ট্রাম্প জানিয়েছেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে ভয়াবহ এই যুদ্ধের অবসান ঘটানোর আলোচনা ইউক্রেনের ভবিষ্যৎ নির্ধারণ করবে এবং সাম্প্রতিক ঘটনাবলী ইঙ্গিত দিচ্ছে যে দেশটির কিছু অংশ রাশিয়ার দখলে থাকতে পারে।

এটি জেলেনস্কির রাজনৈতিক ভবিষ্যৎকেও প্রভাবিত করবে। পুতিনের শর্তহীন আলোচনায় আসার ইচ্ছা নিয়ে ইউক্রেনীয় নেতা এবং বেশিরভাগ ইউক্রেনীয় নাগরিকের গভীর সন্দেহ থাকলেও মার্কিনি নেতৃত্বাধীন আলোচনায় যেতে তার খুব বেশি বিকল্প নেই।

মার্কিন-রাশিয়া সম্পর্কের উষ্ণতা: ইউক্রেনের জন্য নতুন সংকট

রাজনৈতিক বিশ্লেষক ভলোদিমির ফেসেনকো ফেসবুকে লিখেছেন, পুতিন সম্ভবত সময়ক্ষেপণের চেষ্টা করছেন। তিনি লিখেছেন, ট্রাম্প প্রশাসন যেভাবে যুদ্ধ শেষ করতে চায়, পুতিন সে পথে আপস করতে যাচ্ছেন না।

ইউক্রেনের জন্য হতাশাজনক খবর শুধু ট্রাম্পই দেননি। নতুন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ ইউরোপীয় মিত্রদের বলেন, ২০১৪ সালে রাশিয়ার সামরিক আক্রমণের আগের সীমানায় ফিরে যাওয়া ইউক্রেনের পক্ষে ‘অবাস্তব’। তিনি আরও যোগ করেন, শান্তি চুক্তির অংশ হিসেবে ইউক্রেনের ন্যাটোতে যোগদানের লক্ষ্যের প্রতি যুক্তরাষ্ট্র সমর্থন দিচ্ছে না, এটিও ‘অবাস্তব’।

জেলেনস্কি এর আগেও কঠিন পরিস্থিতি সামলে নিয়েছেন। রাশিয়ার আক্রমণের শুরুর দিনগুলোতে তিনি বাংকার থেকে বেরিয়ে সেলফি ভিডিও করে পুরো বিশ্বকে ইউক্রেনের পক্ষে ঐক্যবদ্ধ করেছিলেন। এখন তিনি আবারও দেশের জন্য একটি গুরুত্বপূর্ণ মুহূর্তের মুখোমুখি হয়েছেন, তবে আগের চেয়ে দুর্বল অবস্থানে। দেশের ভেতর জনপ্রিয়তা কমছে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ মিত্র দেশের কাছ থেকে শীতল প্রতিক্রিয়া পাচ্ছেন।

ইউক্রেনের জন্য কিছু ইতিবাচক দিকও রয়েছে। ট্রাম্প দায়িত্ব গ্রহণের পরপরই পুতিনের সমালোচনা করে বলেছিলেন, যুদ্ধের মাধ্যমে পুতিন রাশিয়াকে ধ্বংস করছেন। ইউক্রেনের খনিজ সম্পদের ওপর ট্রাম্পের দাবি কিয়েভের জন্য বড় একটি বোঝা হলেও ইউক্রেনীয় কর্মকর্তারা এটিকে একটি আশাব্যঞ্জক সংকেত হিসেবেও দেখছেন। খনিজ অধিকারের আলোচনা, যা বুধবার মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্টের কিয়েভ সফরের মাধ্যমে শুরু হয়েছে, ট্রাম্পকে সামরিক সহায়তা চালিয়ে যাওয়ার পথ খুলে দিয়েছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের জন্য একটি সুবিধা আদায়ের দাবিও করতে পারবেন তিনি।

সোমবার ফক্স নিউজে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, তারা মূলত এটা করতে রাজি হয়েছে, তাই অন্তত আমরা নিজেদের বোকা মনে করছি না। নইলে আমরা বোকা হতাম। আমি তাদের বলেছি, আমাদের কিছু পেতে হবে। আমরা এই টাকা দিতে পারব না।

এরপরই রাশিয়া ও যুক্তরাষ্ট্র একসঙ্গে কাজ করার নতুন ইচ্ছা প্রকাশ করে। মঙ্গলবার ট্রাম্পের বন্ধু ও দূত স্টিভ উইটকফ একটি প্রাইভেট জেটে মস্কোয় গিয়ে আটক মার্কিন শিক্ষক মার্ক ফোগেলকে মুক্ত করে আনেন। যা মস্কোর পক্ষ থেকে একটি উল্লেখযোগ্য সমঝোতার ইঙ্গিত। বিনিময়ে যুক্তরাষ্ট্র রাশিয়ান সাইবার অপরাধী আলেকজান্ডার ভিনিককে রাশিয়ায় ফেরত পাঠাবে বলে ক্রেমলিন জানিয়েছে।

জেলেনস্কি সম্প্রতি দুবার বলেছেন, পশ্চিমা মিত্ররা নিরাপত্তা নিশ্চিত করলে তিনি পুতিনের সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত। পুতিনের পক্ষ থেকে ইঙ্গিত দেওয়া হয়েছে যে, শান্তি চুক্তিতে স্বাক্ষর করার আগে জেলেনস্কিকে দেশের ভেতর নির্বাচনের মুখোমুখি হতে হবে। ইউক্রেনীয় কর্মকর্তা ও নিরাপত্তা বিশ্লেষকদের মতে, এই দাবিটি যুদ্ধবিরতির জন্য একটি সম্ভাব্য তিন ধাপের প্রক্রিয়ার রুশ দৃষ্টিভঙ্গি তুলে ধরছে। এতে প্রথমে যুদ্ধবিরতি, তারপর ইউক্রেনে নির্বাচন এবং সবশেষে একটি বাধ্যতামূলক যুদ্ধবিরতির কথা বলা হয়েছে।

পুতিনের দাবি, জেলেনস্কির সরকার অবৈধ এবং ইউক্রেনকে সামরিক আইন তুলে দিয়ে নির্বাচন দিতে হবে। জেলেনস্কির পাঁচ বছরের মেয়াদ গত মে মাসে শেষ হওয়ার কথা ছিল, তবে রুশ আগ্রাসনের কারণে এটি সামরিক আইনের আওতায় বাড়ানো হয়েছে।

ইউক্রেনীয় কর্মকর্তারা মনে করছেন, নির্বাচন প্রশ্ন তুলে রাশিয়া ইউক্রেনকে দুর্বল করতে চাইছে এবং যুক্তরাষ্ট্রকে এই দাবির পক্ষে দাঁড়াতে বলছে।

জেলেনস্কি সম্প্রতি ব্রিটিশ আইটিভিকে বলেন, রাশিয়াই নির্বাচনের বিষয়টি তুলছে, কারণ তারা ইউক্রেনে নিজেদের প্রার্থী বসাতে চায়।

ইউক্রেনের পূর্বাঞ্চলীয় ডনবাস অঞ্চলে যুদ্ধের গতি গত এক বছরে রাশিয়ার পক্ষে ঝুঁকেছে। তবে ইউক্রেনের হাতে রাশিয়ার কুরস্ক অঞ্চলের কিছু এলাকা রয়েছে। যা আলোচনায় সুবিধা আদায়ে ব্যবহার করতে পারে ইউক্রেন।

যদি রাশিয়া প্রতিদিন নতুন অঞ্চল দখল অব্যাহত রাখে। তাহলে দেরি করলে ইউক্রেন আরও ভূখণ্ড হারাতে পারে। যদিও সাম্প্রতিক মাসগুলোতে রাশিয়ার অগ্রগতি ধীর হয়েছে বলে জানিয়েছে ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অব ওয়ার নামের মার্কিন গবেষণা সংস্থা।

যুদ্ধ সমাপ্তির আলোচনায় ইউক্রেন একটি দুর্বল অবস্থানে থাকলেও জেলেনস্কিকে এখনই খারিজ করা যাচ্ছে না। বিশ্লেষক ক্লিফ কাপচান বলেন, তিনি একজন দক্ষ কৌশলী। এখনই এই যুদ্ধের শেষ অধ্যায় চলছে বলে মনে করার কারণ নেই।

সূত্র: নিউ ইয়র্ক টাইমস

/এএ/
সম্পর্কিত
শিক্ষা বিভাগ বন্ধে নির্বাহী আদেশে স্বাক্ষর করবেন ট্রাম্প
কৃষ্ণ সাগরে নৌপরিবহন নিয়ে রাশিয়া-যুক্তরাষ্ট্রের বৈঠক সোমবার
ইউক্রেনের জন্য শান্তিরক্ষা বাহিনী গঠনের পরিকল্পনায় যুক্তরাজ্যে বৈঠক
সর্বশেষ খবর
ইনজুরি টাইমের গোলে ১০ জনের নেদারল্যান্ডসকে জিততে দিলো না স্পেন
ইনজুরি টাইমের গোলে ১০ জনের নেদারল্যান্ডসকে জিততে দিলো না স্পেন
টিভিতে আজকের খেলা (২১ মার্চ, ২০২৫)
টিভিতে আজকের খেলা (২১ মার্চ, ২০২৫)
এমবাপ্পের ফেরার ম্যাচে ক্রোয়েশিয়ার জয় দেখলো ফ্রান্স
এমবাপ্পের ফেরার ম্যাচে ক্রোয়েশিয়ার জয় দেখলো ফ্রান্স
পিছিয়ে পড়েও ইতালিকে হারালো জার্মানি
পিছিয়ে পড়েও ইতালিকে হারালো জার্মানি
সর্বাধিক পঠিত
ঈদের ছুটি আরও দুই দিন বাড়ানোর দাবিতে মহাসড়ক অবরোধ
ঈদের ছুটি আরও দুই দিন বাড়ানোর দাবিতে মহাসড়ক অবরোধ
যুগ্ম সচিব পদে পদোন্নতি পেলেন ১৯৪ কর্মকর্তা
যুগ্ম সচিব পদে পদোন্নতি পেলেন ১৯৪ কর্মকর্তা
আ.লীগকে নিষিদ্ধের পরিকল্পনা নেই, নির্বাচনের তারিখ পেছাবে না: প্রধান উপদেষ্টা
আ.লীগকে নিষিদ্ধের পরিকল্পনা নেই, নির্বাচনের তারিখ পেছাবে না: প্রধান উপদেষ্টা
উপদেষ্টা পরিষদের বৈঠকে যেসব সিদ্ধান্ত
উপদেষ্টা পরিষদের বৈঠকে যেসব সিদ্ধান্ত
ইবনে সিনা হাসপাতালের বিলবোর্ডে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’
ইবনে সিনা হাসপাতালের বিলবোর্ডে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’