X
রবিবার, ২৭ এপ্রিল ২০২৫
১৩ বৈশাখ ১৪৩২

ইউক্রেন যুদ্ধ বন্ধে স্থায়ী শান্তি চুক্তির প্রয়োজন, ফোনালাপে একমত ট্রাম্প-পুতিন

আন্তর্জাতিক ডেস্ক
১৯ মার্চ ২০২৫, ০০:০০আপডেট : ১৯ মার্চ ২০২৫, ০০:০০

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন একমত হয়েছেন যে, ইউক্রেন যুদ্ধের অবসান ঘটাতে স্থায়ী শান্তি চুক্তি প্রয়োজন। মঙ্গলবার (১৮ মার্চ) দুই নেতার মধ্যে দুই ঘণ্টারও বেশি সময় ধরে টেলিফোন আলোচনা হয়। এ সময় তারা দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের প্রয়োজনীয়তার ওপরও জোর দেন। হোয়াইট হাউজ এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। 

হোয়াইট হাউজের বিবৃতিতে বলা হয়েছে, ইউক্রেন ও রাশিয়া উভয়েই এই যুদ্ধে বিপুল রক্ত ও সম্পদ হারিয়েছে। এই সম্পদ তাদের জনগণের প্রয়োজনে ব্যয় করা উচিত ছিল। এই সংঘাত কখনোই শুরু করা উচিত হয়নি এবং আন্তরিক ও সদিচ্ছাপূর্ণ শান্তি প্রচেষ্টার মাধ্যমে দীর্ঘদিন আগেই এর অবসান হওয়া উচিত ছিল।

রাশিয়ার ক্রেমলিন জানিয়েছে, প্রেসিডেন্ট পুতিন ট্রাম্পের একটি প্রস্তাবে সম্মত হয়েছেন। প্রস্তাব অনুযায়ী, রাশিয়া ও ইউক্রেন পরস্পরের শক্তি অবকাঠামোতে আঘাত হানবে না এবং এই বিষয়ে ৩০ দিনের একটি যুদ্ধবিরতি কার্যকর হবে। পুতিন এ সংক্রান্ত আদেশ রাশিয়ার সামরিক বাহিনীকে দিয়েছেন বলেও ক্রেমলিনের বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। 

ক্রেমলিন আরও জানায়, টেলিফোন আলোচনায় দুই নেতা ইউক্রেন সংকট নিয়ে বিস্তারিত ও খোলামেলা মতবিনিময় করেছেন। পুতিন এ সময় বলেছেন, সংঘাতের সমাধান সমন্বিত, টেকসই ও দীর্ঘমেয়াদি হতে হবে। এক্ষেত্রে রাশিয়ার নিরাপত্তা স্বার্থ ও যুদ্ধের মূল কারণগুলো বিবেচনায় নেওয়া প্রয়োজন। 

যুক্তরাষ্ট্রের ৩০ দিনের যুদ্ধবিরতি প্রস্তাব নিয়েও দুই নেতা আলোচনা করেছেন। গত সপ্তাহে ইউক্রেন এই প্রস্তাবে সম্মতি জানিয়েছিল। তবে ক্রেমলিন বলেছে, পুতিন এই যুদ্ধবিরতি পর্যবেক্ষণ এবং ইউক্রেনের পক্ষ থেকে এ সময় সেনা সংগ্রহ ও পুনরায় সশস্ত্র হওয়া রোধে গুরুত্বপূর্ণ কিছু বিষয় উত্থাপন করেছেন। 

ক্রেমলিনের বিবৃতিতে আরও বলা হয়েছে, সংঘাতের উত্তেজনা কমাতে এবং রাজনৈতিক ও কূটনৈতিক উপায়ে এর সমাধান খুঁজতে বিদেশি সামরিক সহায়তা ও কিয়েভকে গোয়েন্দা তথ্য প্রদান সম্পূর্ণ বন্ধ করা জরুরি।

এই আলোচনাকে ইউক্রেন সংকটের সমাধানের দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। তবে যুদ্ধবিরতি ও শান্তি আলোচনা কতটা কার্যকর হবে, তা এখনও অনিশ্চিত। আন্তর্জাতিক সম্প্রদায়ের পক্ষ থেকে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে সংঘাতের স্থায়ী সমাধান খুঁজতে আরও জোরালো ভূমিকা রাখার আহ্বান জানানো হচ্ছে। 

/এএ/
সম্পর্কিত
বড় দুই বাজারে রফতানিতে চমক: চীনের ঘাটতি পূরণ করছে বাংলাদেশ
পেহেলগাম হামলাপাকিস্তান নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তে প্রস্তুত: প্রধানমন্ত্রী শাহবাজ
মার্কিন শুল্কনীতি: সংকট মোকাবিলায় তৈরি হচ্ছে সুনির্দিষ্ট প্রস্তাব
সর্বশেষ খবর
কুয়েটের ৪ শিক্ষার্থীর ওপর হামলা
কুয়েটের ৪ শিক্ষার্থীর ওপর হামলা
বড় দুই বাজারে রফতানিতে চমক: চীনের ঘাটতি পূরণ করছে বাংলাদেশ
বড় দুই বাজারে রফতানিতে চমক: চীনের ঘাটতি পূরণ করছে বাংলাদেশ
দেশের স্বার্থে সরকার ও গণঅভ্যুত্থানের রাজনৈতিক পক্ষগুলোর ঐকমত্য জরুরি
ফেনীতে এবি পার্টির চেয়ারম্যানদেশের স্বার্থে সরকার ও গণঅভ্যুত্থানের রাজনৈতিক পক্ষগুলোর ঐকমত্য জরুরি
ইউআইইউতে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে ভিসিসহ ১০ শিক্ষকের পদত্যাগ
ইউআইইউতে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে ভিসিসহ ১০ শিক্ষকের পদত্যাগ
সর্বাধিক পঠিত
মেলার প্যান্ডেল ভেঙে গুঁড়িয়ে দিয়ে আগুন দিলো বিক্ষুব্ধ জনতা
মেলার প্যান্ডেল ভেঙে গুঁড়িয়ে দিয়ে আগুন দিলো বিক্ষুব্ধ জনতা
ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে ঢিল ছুড়েছে দুর্বৃত্তরা
ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে ঢিল ছুড়েছে দুর্বৃত্তরা
কর্মচারীদের সমান উৎসব ভাতা পেতে যাচ্ছেন বেসরকারি শিক্ষকরা
কর্মচারীদের সমান উৎসব ভাতা পেতে যাচ্ছেন বেসরকারি শিক্ষকরা
প্রবেশন কর্মকর্তা গোলাম রব্বানীর কারাদণ্ড, গ্রেফতারি পরোয়ানা জারি
প্রবেশন কর্মকর্তা গোলাম রব্বানীর কারাদণ্ড, গ্রেফতারি পরোয়ানা জারি
উ. কোরিয়ায় ৫ হাজার টনের অত্যাধুনিক যুদ্ধজাহাজ উদ্বোধন
উ. কোরিয়ায় ৫ হাজার টনের অত্যাধুনিক যুদ্ধজাহাজ উদ্বোধন