X
শনিবার, ২৬ এপ্রিল ২০২৫
১৩ বৈশাখ ১৪৩২

কৃষ্ণ সাগরে নৌপরিবহন নিয়ে রাশিয়া-যুক্তরাষ্ট্রের বৈঠক সোমবার

আন্তর্জাতিক ডেস্ক
২০ মার্চ ২০২৫, ২০:৪০আপডেট : ২০ মার্চ ২০২৫, ২০:৪৭

কৃষ্ণ সাগরে নৌপরিবহনের নিরাপত্তা নিশ্চিত করতে সোমবার রিয়াদে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের বিশেষজ্ঞরা আলোচনায় বসবেন। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের পররাষ্ট্রনীতি উপদেষ্টা ইউরি উশাকভ এই তথ্য জানিয়েছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স  এ খবর জানিয়েছে।

সম্প্রতি ইউক্রেনে রুশ বাহিনীর অগ্রগতির পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওয়াশিংটনের নীতিতে পরিবর্তন আনেন। তিনি মস্কোর সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা শুরু করেন এবং ইউক্রেনের সামরিক সহায়তা স্থগিত রেখে যুদ্ধ বন্ধে কিয়েভকে উদ্যোগ নিতে বলেন। 

এর আগে মার্কিন প্রতিনিধি স্টিভ উইটকফ জানিয়েছিলেন, রুশ-মার্কিন বৈঠক রবিবার জেদ্দায় অনুষ্ঠিত হবে। তবে উশাকভ বলেন, বৈঠকটি সোমবার রিয়াদে হবে এবং এতে মূলত কৃষ্ণ সাগরে নৌ চলাচলের নিরাপত্তা সংক্রান্ত একটি পরিচিত উদ্যোগ বাস্তবায়নের সম্ভাবনা নিয়ে আলোচনা হবে। 

বৈঠকে রাশিয়ার প্রতিনিধি হিসেবে থাকবেন গ্রিগরি কারাসিন ও সের্গেই বেসেদা। কারাসিন বর্তমানে রুশ পার্লামেন্টের পররাষ্ট্র সম্পর্কিত কমিটির চেয়ারম্যান এবং বেসেদা ফেডারেল নিরাপত্তা সংস্থার (এফএসবি) উপদেষ্টা। 

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানান, মঙ্গলবার ট্রাম্প ও পুতিনের টেলিফোন আলাপে কৃষ্ণ সাগর উদ্যোগ নিয়ে আলোচনা হয়। ২০২২ সালের জুলাইয়ে তুরস্ক ও জাতিসংঘের মধ্যস্থতায় ইউক্রেনের শস্য রফতানির জন্য এই উদ্যোগ গৃহীত হয়েছিল। তবে এক বছর পর রাশিয়া এটি থেকে সরে আসে, দাবি করে যে তাদের খাদ্য ও সার রফতানিতে বাধা দেওয়া হচ্ছে। 

হোয়াইট হাউজ জানিয়েছে, ১৮ মার্চ ট্রাম্প-পুতিন আলাপে কৃষ্ণ সাগরে সামরিক যুদ্ধবিরতি ও স্থায়ী শান্তি প্রতিষ্ঠার বিষয়ে প্রযুক্তিগত আলোচনায় সম্মত হন দুই নেতা। 

বিশ্বব্যাংকের ২০২৪ সালের অক্টোবরের প্রতিবেদনে কৃষ্ণ সাগর শিপিং সংক্রান্ত কোনও ঝুঁকির উল্লেখ নেই। তবে এপ্রিলের প্রতিবেদনে বলা হয়েছিল, যুদ্ধ চলমান থাকলেও রাশিয়া ও ইউক্রেন বিশ্ববাজারে শস্য রফতানি করছে এবং কৃষ্ণ সাগর উদ্যোগের পতনের তেমন কোনও নেতিবাচক প্রভাব পড়েনি। 

রাশিয়ার ইউক্রেন আগ্রাসন ২০২২ সালের শুরুর দিকে শুরু হয়, যা হাজারো মানুষের মৃত্যু ও আহত হওয়ার পাশাপাশি লক্ষাধিক মানুষকে বাস্তুচ্যুত করেছে। এছাড়া, পূর্ব ইউক্রেনে সংঘাতের সূত্রপাত ২০১৪ সালে, যখন রাশিয়া-সমর্থিত বাহিনী কিয়েভ সরকারের বিরুদ্ধে লড়াই শুরু করে এবং ক্রিমিয়া দখল করে।

/এএ/
সম্পর্কিত
মার্কিন শুল্কনীতি: সংকট মোকাবিলায় তৈরি হচ্ছে সুনির্দিষ্ট প্রস্তাব
ইরানের বন্দরে ‘ভয়াবহ’ বিস্ফোরণে নিহত ৪, আহত শতাধিক
পেহেলগাম সন্ত্রাসী হামলার প্রভাব: গুজরাটে ১০২৪ বাংলাদেশি গ্রেফতার
সর্বশেষ খবর
‘নতুন বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রকৃতি-নির্ভর উন্নয়নের নেতৃত্ব দিতে হবে’
‘নতুন বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রকৃতি-নির্ভর উন্নয়নের নেতৃত্ব দিতে হবে’
শিক্ষা মানে শুধু ডিগ্রি নয়, ন্যায় ও পরিবেশ রক্ষার দায়বদ্ধতা: পরিবেশ উপদেষ্টা 
শিক্ষা মানে শুধু ডিগ্রি নয়, ন্যায় ও পরিবেশ রক্ষার দায়বদ্ধতা: পরিবেশ উপদেষ্টা 
চীনা কমিউনিস্ট পার্টির সঙ্গে মির্জা ফখরুলের বৈঠক
চীনা কমিউনিস্ট পার্টির সঙ্গে মির্জা ফখরুলের বৈঠক
পুকুর থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার
পুকুর থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার
সর্বাধিক পঠিত
ড. ইউনূসের বিরুদ্ধে কড়া কথা বললে অনেকের নাকি কষ্ট লাগে: মামুনুল হক
ড. ইউনূসের বিরুদ্ধে কড়া কথা বললে অনেকের নাকি কষ্ট লাগে: মামুনুল হক
মেলার প্যান্ডেল ভেঙে গুঁড়িয়ে দিয়ে আগুন দিলো বিক্ষুব্ধ জনতা
মেলার প্যান্ডেল ভেঙে গুঁড়িয়ে দিয়ে আগুন দিলো বিক্ষুব্ধ জনতা
ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে ঢিল ছুড়েছে দুর্বৃত্তরা
ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে ঢিল ছুড়েছে দুর্বৃত্তরা
কর্মচারীদের সমান উৎসব ভাতা পেতে যাচ্ছেন বেসরকারি শিক্ষকরা
কর্মচারীদের সমান উৎসব ভাতা পেতে যাচ্ছেন বেসরকারি শিক্ষকরা
উ. কোরিয়ায় ৫ হাজার টনের অত্যাধুনিক যুদ্ধজাহাজ উদ্বোধন
উ. কোরিয়ায় ৫ হাজার টনের অত্যাধুনিক যুদ্ধজাহাজ উদ্বোধন