X
বুধবার, ০২ জুলাই ২০২৫
১৮ আষাঢ় ১৪৩২

রাষ্ট্রীয় হস্তক্ষেপের প্রতিবাদে হাঙ্গেরিতে শিক্ষকদের সর্বাত্মক ধর্মঘট

বিদেশ ডেস্ক
৩০ মার্চ ২০১৬, ১৯:৩৫আপডেট : ৩০ মার্চ ২০১৬, ১৯:৩৫

শিক্ষাঙ্গনে সরকারি হস্তক্ষেপের প্রতিবাদে কয়েক হাজার হাঙ্গেরিয়ান শিক্ষক ধর্মঘট ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। বুধবার দেশজুড়ে এই কর্মসূচি পালন করা হয়। বার্তা সংস্থা এএফপির বরাত দিয়ে ভারতের এনডিটিভি এ খবর জানিয়েছে।

২০১২ সালে দেশটির প্রধানমন্ত্রী ভিক্টর ওরবান স্কুলগুলোতে রাষ্ট্রীয় হস্তক্ষেপ বাড়ানোর প্রক্রিয়া শুরু করার পর গত বছর নভেম্বর থেকে শিক্ষকরা আন্দোলন করে আসছেন। এই মাসেই শিক্ষকদের মিছিলে প্রায় লাখ খানেক শিক্ষক ও সমর্থনকারীরা অংশ নেন। ২০১৪ সালের পর থেকে এটা ছিল হাঙ্গেরিতে সবচেয়ে বড় প্রতিবাদ।

হাঙ্গেরিতে শিক্ষকদের মানববন্ধন ও ধর্মঘট

আন্দোলনকারীরা জানান, বুধবারের প্রতিবাদে ২০০টি স্কুল আনুষ্ঠানিকভাবে অংশ নেয়। স্থানীয় সময় সকাল আটটা থেকে নয়টা পর্যন্ত এ কর্মসূচি পালিত হয়। কর্মসূচিতে অনানুষ্ঠানিকভাবে বহু শিক্ষক অংশ নেন।

সামাজিক মাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায়, শিক্ষকরা স্কুল ভবনকে ঘিরে গোলাকার মানববন্ধন তৈরি করেছেন। এতে সংহতি প্রকাশ করেন অনেক শিক্ষার্থীও যোগ দেন।

বুডাপেস্টেরে ফেরেনস কলসেই হাইস্কুলের প্রায় শখানেক শিক্ষক মানববন্ধনে অংশ নেন। তাদের মধ্যে একজন ফরাসি শিক্ষক কাতালিন টরলে বলেন, এটা মাত্র শুরু। যদি সরকারের পক্ষ থেকে কোনও কার্যকর সাড়া পাওয়া না যায় তাহলে আমরা চাপ বৃদ্ধি অব্যাহত রাখব।

টরলে বলেন, এটা আন্দোলনের ভিন্নরূপ। এটা এখানে আগে কখনও ঘটেনি। এ পেশায় জড়িত সবাই আন্দোলনে নেমে এসেছেন।

শিক্ষকরা বুধবারকে ধর্মঘট না বলে বেসামরিক অসহযোগিতা হিসেবে উল্লেখ করেছেন। কারণ হাঙ্গেরির শ্রম আইনে যে কোনও ধরনের ধর্মঘটকে বেআইনি ঘোষণা করা হয়েছে।

আন্দোলনকারী ইসতভান পুকলি জানান, দুই সপ্তাহের মধ্যে সরকার যদি শিক্ষকদের সঙ্গে আলোচনায় না বসে তাহলে আরও অসহযোগিতামূলক কর্মসূচি পালিত হবে।

আন্দোলনকারীরা ১২টি দাবি তুলে ধরেছেন। আই ওয়ান্ট টু টিচ (আমি শেখাতে চাই) ব্যানারে সুশীল সমাজ এই আন্দোলন পরিচালনা করছে। শিক্ষকদের দাবির মধ্যে রয়েছে, স্কুলের স্বাধীনতায় হস্তক্ষেপ না করা, শিক্ষক ও শিক্ষার্থীরা কাজের চাপ কমানো এবং শিক্ষায় রাষ্ট্রীয় ব্যয় বাড়ানো। সূত্র: এনডিটিভি।

/এএ/বিএ/

সম্পর্কিত
ইউক্রেনে কিছু অস্ত্রের সরবরাহ স্থগিত করলো যুক্তরাষ্ট্র
তীব্র তাপপ্রবাহে বিপর্যস্ত ইউরোপস্কুল বন্ধ ফ্রান্সে, ইতালিতে নিষিদ্ধ বাইরের কাজ
ইউক্রেনের লুহানস্ক শতভাগ মস্কোর নিয়ন্ত্রণে: রুশপন্থি কর্মকর্তা
সর্বশেষ খবর
৩৩ ডেপুটি জেলার বদলি
৩৩ ডেপুটি জেলার বদলি
বিদেশি মালিকানাধীন প্রতিষ্ঠানের ঋণ নীতিতে শিথিলতা
বিদেশি মালিকানাধীন প্রতিষ্ঠানের ঋণ নীতিতে শিথিলতা
মানিচেঞ্জার লাইসেন্স ইস্যু ও নবায়নে নতুন নীতিমালা
মানিচেঞ্জার লাইসেন্স ইস্যু ও নবায়নে নতুন নীতিমালা
মধ্যপ্রাচ্যে ঘোষণা দিয়ে সিলেট-ব্রাহ্মণবাড়িয়ার প্রবাসীরা মারামারি করে: আসিফ নজরুল
মধ্যপ্রাচ্যে ঘোষণা দিয়ে সিলেট-ব্রাহ্মণবাড়িয়ার প্রবাসীরা মারামারি করে: আসিফ নজরুল
সর্বাধিক পঠিত
অবশেষে রিজার্ভে আইএমএফের লক্ষ্য পূরণ হলো
অবশেষে রিজার্ভে আইএমএফের লক্ষ্য পূরণ হলো
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
ইলিশের দাম নির্ধারণের প্রস্তাবে প্রধান উপদেষ্টার অনুমোদন
ইলিশের দাম নির্ধারণের প্রস্তাবে প্রধান উপদেষ্টার অনুমোদন
ক্যাম্পাসে নতুন সভাপতির প্রবেশ ঠেকাতে দুদিন পাঠদান বন্ধ!
ঢাকা সিটি কলেজক্যাম্পাসে নতুন সভাপতির প্রবেশ ঠেকাতে দুদিন পাঠদান বন্ধ!
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি