X
শুক্রবার, ০৯ মে ২০২৫
২৬ বৈশাখ ১৪৩২

কাশ্মিরে উরি হামলার ‘দায়’ স্বীকার লস্কর-ই-তৈয়বার

বিদেশ ডেস্ক
২৫ অক্টোবর ২০১৬, ২০:৩৪আপডেট : ২৫ অক্টোবর ২০১৬, ২০:৩৪

কাশ্মিরে উরি হামলার ‘দায়’ স্বীকার  লস্কর-ই-তৈয়বার ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরের একটি সেনা ঘাঁটিতে গত মাসে হামলার ‘দায়’ স্বীকার করেছে পাকিস্তানভিত্তিক জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈয়বা। পাকিস্তানে যোগাযোগমাধ্যমে প্রচারিত একটি পোস্টারের বরাত দিয়ে এ খবর জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।

খবরে বলা হয়েছে, উরিতে হামলার ঘটনায় নিহত এক হামলাকারীর গায়েবানা জানাজা আয়োজন করেছে লস্কর-ই-তৈয়বার মূল সংগঠন জামাত-উদ-দাওয়া। এ বিষয় নিয়ে একটি পোস্টার পাকিস্তানে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত হচ্ছে। পাঞ্জাবের গুজরানওয়ালাতে এ জানাজাঅনুষ্ঠিত হবে এবং এতে জামাত-উদ-দাওয়ার প্রধান হাফিজ সাইদ জানাজা শেষে ‘বিশেষ বক্তব্য’ দেবেন।

পোস্টারে উল্লেখ করা হয়েছে, লস্কর-ই-তৈয়বার সদস্য মুহাম্মদ আনাস ওরফে আবু-সারাকা কাশ্মিরের উরিতে সেনা ঘাঁটিতে হামলা চালিয়ে ‘শহিদ’ হয়েছেন। উর্দুতে লেখা এ পোস্টারে দাবি করা হয়েছে, লস্কর-ই-তৈয়বা এ পর্যন্ত ১৭৭ জন ভারতীয় সেনাকে হত্যা করেছে।

পাকিস্তান সরকার ভারতে জঙ্গি হামলায় পাকিস্তানি কোনও সন্ত্রাসী গোষ্ঠী জড়িত থাকার বিষয়টি অস্বীকার করায় লস্কর-ই-তৈয়বার এ দাবিকে তাৎপর্যপূর্ণ বলে মনে ভারতীয় সংবাদমাধ্যম। পাকিস্তানের ফ্রন্টিয়ার পোস্টের স্টাফ রিপোর্টার মুহাম্মদ আমির হোসেন টাইমস অব ইন্ডিয়াকে বলেন, জামাত-উদ-দাওয়ার এ জানাজা আয়োজন ও এ ধরনের পোস্টার প্রকাশের পর আন্তর্জাতিক সম্প্রদায়ের পাকিস্তানের দাবির কোনও সত্যতা থাকবে না।

অবশ্য জামাত-উদ-দাওয়ার পক্ষ থেকে বলা হয়েছে, এই ধরনের পোস্টা ধাপ্পাবাজি ছাড়া কিছুই না। এই তথ্য জানিয়েছেন পাকিস্তানে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিনিধি আসাদ হাশমি। আর ডন-এর সাবেক সম্পদাক আব্বাস নাসির এক টুইটে জানাজাটি স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন।

উল্লেখ্য, ১৮ সেপ্টেম্বর (রবিবার) ভোর সাড়ে পাঁচটার দিকে ভারি অস্ত্র-শস্ত্রে সজ্জিত একদল লোক কাশ্মিরের উরিতে লাইন অব কন্ট্রোলের কাছে সামরিক বাহিনীর একটি প্রশাসনিক স্থাপনায় হামলায় চালায়। ওই হামলায় ১৭ সেনা সদস্য ও ৪ হামলাকারী নিহত হন।  এখন পর্যন্ত কোনও সংগঠনের পক্ষ থেকে ওই হামলার দায় স্বীকার করা হয়নি। তবে হামলার জন্য পাকিস্তানভিত্তিক জঙ্গি সংগঠন জয়েশ-ই-মোহাম্মদকেই সন্দেহ করছে ভারতীয় কর্তৃপক্ষ। এর আগে চলতি বছরের প্রথমদিকে পাঞ্জাবের পাঠানপকোটে ভারতের বিমানঘাঁটিতে হামলার জন্যও ওই সশস্ত্র সংগঠনটিকে দায়ী করেছিল ভারত। জঙ্গি এ সংগঠন পাকিস্তানের সৃষ্টি এবং পাকিস্তানে থেকেই কর্মকাণ্ড পরিচালনা করে বলে ভারত দাবি করে আসছে। সূত্র: টাইমস অব ইন্ডিয়া।

/এএ/

সম্পর্কিত
পাকিস্তানি ড্রোন হামলা প্রতিহতের দাবি ভারতীয় সেনাবাহিনীর
কাশ্মীরে পাকিস্তানি ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত ও এফ-১৬ ভূপাতিতের দাবি ভারতের
চীনা যুদ্ধবিমান দিয়ে ভারতের দুটি জঙ্গি বিমান ভূপাতিত করে পাকিস্তান: মার্কিন কর্মকর্তা
সর্বশেষ খবর
যেসব পুষ্টি উপাদানের অভাবে চুল পড়ে
যেসব পুষ্টি উপাদানের অভাবে চুল পড়ে
আ.লীগ নেত্রীর মেয়ের নাম জুলাইযোদ্ধাদের তালিকায়, প্রতিবাদ করায় শিক্ষার্থীকে কুপিয়ে জখম
আ.লীগ নেত্রীর মেয়ের নাম জুলাইযোদ্ধাদের তালিকায়, প্রতিবাদ করায় শিক্ষার্থীকে কুপিয়ে জখম
এনসিপির অবস্থান কর্মসূচিতে একাত্মতা জামায়াতের প্রতিনিধি দলের
এনসিপির অবস্থান কর্মসূচিতে একাত্মতা জামায়াতের প্রতিনিধি দলের
বাজেটে ভর্তুকি দিলেও এলএনজি আমদানিতে ঘাটতি ১১ হাজার কোটি টাকা
বাজেটে ভর্তুকি দিলেও এলএনজি আমদানিতে ঘাটতি ১১ হাজার কোটি টাকা
সর্বাধিক পঠিত
‘সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে জড়িতদের শাস্তি দিতে না পারলে আমি চলে যাবো’
‘সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে জড়িতদের শাস্তি দিতে না পারলে আমি চলে যাবো’
দেশ ছেড়েছেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ
দেশ ছেড়েছেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
নৌ পুলিশের অভিযানে ২৭৬ জন গ্রেফতার, ১০ মরদেহ উদ্ধার
নৌ পুলিশের অভিযানে ২৭৬ জন গ্রেফতার, ১০ মরদেহ উদ্ধার
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ