X
সোমবার, ২০ মে ২০২৪
৬ জ্যৈষ্ঠ ১৪৩১

নীরবতা ভেঙে মোদির হুঁশিয়ারি, থামছে না ‘গো-রক্ষক’দের তাণ্ডব

বিদেশ ডেস্ক
৩০ জুন ২০১৭, ১৪:২০আপডেট : ৩০ জুন ২০১৭, ২১:২০

নরেন্দ্র মোদি ভারতের প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদি দায়িত্ব নেওয়ার পর থেকেই দেশটির বিভিন্ন অঞ্চলে গো-রক্ষার নামে মুসলমানদের পিটিয়ে হত্যা করছে উগ্র হিন্দুত্ববাদীরা। দীর্ঘদিন ধরে ব্যাপক সমালোচনার মুখেও নীরব ছিলেন মোদি। অবশেষে ভারত ও বিশ্বের বিভিন্ন স্থানে প্রতিবাদের মুখে বৃহস্পতিবার গো-রক্ষকদের প্রতি হুঁশিয়ারি দিয়েছেন মোদি। তবে এতে থামেনি গো-রক্ষকদের তাণ্ডব। ওই দিনই রাঁচির রামগড়ে এক মুসলিমকে পিটিয়ে হত্যা করা হয়েছে গরুর মাংস বহনের অভিযোগে।

বৃহস্পতিবার মোদি বলেন, ‘গো-রক্ষার নামে মানুষ খুন কিছুতেই মেনে নেওয়া যায় না। কেউই নিজের হাতে আইন তুলে নিতে পারে না।’

গুজরাটের সাবরমতী আশ্রমে মোদি আরও বলেন, ‘দেশের বর্তমান পরিস্থিতির দিকে তাকিয়ে আমি বেদনা ও অসন্তোষ ব্যক্ত করতে চাই। গো-রক্ষা নিয়ে মহাত্মা গান্ধী, বিনোবা ভাবে যে পথ দেখিয়েছেন, সে পথেই চলতে হবে।’

মোদি জানান, মহাত্মা গান্ধীর স্মৃতি বিজড়িত এই আশ্রম থেকেই গো-রক্ষার বিষয়ে কথা বলতে চেয়েছেন বলেই এতোদিন চুপ ছিলেন।

মোদির এমন হুঁশিয়ারির পরও থামেনি গো-রক্ষকদের তাণ্ডব। মোদির হুঁশিয়ারি বার্তার কয়েক ঘণ্টার মধ্যেই ঝাড়খণ্ডের রামগড়ে ফের আসগর আনসারি নামে এক জনকে পিটিয়ে হত্যা করা হয়েছে। আসগরের বিরুদ্ধে অভিযোগ— তিনি গরুর মাংস নিয়ে যাচ্ছিলেন।

বৃহস্পতিবার দুপুরে ঘটনাটি ঘটেছে রামগড়ের বাজারটাঁড়ের কাছে। পুলিশ ও স্থানীয় সূত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানায়, আলিমুদ্দিন নয়াসরাই ব্লকের মনুয়া গ্রামের বাসিন্দা। রামগড়ের চিতরপুর বাজার থেকে মাংস কিনে গ্রামে ফিরছিলেন। শহরের মধ্যেই বাজারটাঁড় নামে একটি জায়গায় গাড়িটিকে দাঁড় করায় কয়েক জন যুবক। গাড়িতে গরুর মাংস নিয়ে যাওয়া হচ্ছে বলে অভিযোগ তুলে তারা আলিমুদ্দিনকে মারতে থাকে।

স্থানীয় দোকানদাররা জানান, কিছু বুঝে ওঠার আগেই কয়েকজন লোক লাঠি হাতে গাড়িটি ভাঙতে শুরু করে। আক্রান্ত ব্যক্তি হাতজোড় করে কিছু বলার চেষ্টা করছিলেন। এতে কান না দিয়ে কয়েক জন লোক গাড়ির ভেতর থেকে মাংস বের করে রাস্তায় ছুড়ে ফেলে।

পুলিশ আসার আগেই দুষ্কৃতিকারীরা গাড়িটিতে আগুন লাগিয়ে দেয়। জ্বলন্ত গাড়ির কাছেই রাস্তায় পড়ে ছিলেন আলিমুদ্দিন। হাঁটতে পারছিলেন না। পুলিশ তাকে উদ্ধার করে প্রথমে রামগড় সদর হাসপাতাল, পরে রাঁচির রিমস হাসপাতালে নিয়ে যায়। সেখানেই তার মৃত্যু হয়। রামগড়ের এসপি কৌশল কিশোর ও হাজারিবাগের ডিআইজি ভীমসেন টুটি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সূত্র: আনন্দবাজার পত্রিকা।

/এএ/

সম্পর্কিত
২০০ বগি কিনতে ভারতীয় প্রতিষ্ঠানের সঙ্গে রেলওয়ের চুক্তি
ভারতে লোকসভা নির্বাচনে পঞ্চম দফার ভোট চলছে
ইরানি প্রেসিডেন্ট রাইসির বিষয়ে নরেন্দ্র মোদির উদ্বেগ
সর্বশেষ খবর
‘বাংলাদেশ দলে খেলতে না পারলে আমি মরে যাবো না‘
‘বাংলাদেশ দলে খেলতে না পারলে আমি মরে যাবো না‘
ডাটাবেজ প্রজেক্টের নামে অনিয়ম-দুর্নীতির অভিযোগ নিষ্পত্তির নির্দেশ
ডাটাবেজ প্রজেক্টের নামে অনিয়ম-দুর্নীতির অভিযোগ নিষ্পত্তির নির্দেশ
১৪ দলের বৈঠক ডেকেছেন শেখ হাসিনা, কী থাকবে এজেন্ডায়?
১৪ দলের বৈঠক ডেকেছেন শেখ হাসিনা, কী থাকবে এজেন্ডায়?
রংপুর মেডিক্যাল ও নরসিংদীর পাঁচদোনা ভূমি অফিসে দুদকের অভিযান
রংপুর মেডিক্যাল ও নরসিংদীর পাঁচদোনা ভূমি অফিসে দুদকের অভিযান
সর্বাধিক পঠিত
রাইসির হেলিকপ্টারের অবস্থান ‘শনাক্ত’, সুসংবাদের প্রত্যাশা
রাইসির হেলিকপ্টারের অবস্থান ‘শনাক্ত’, সুসংবাদের প্রত্যাশা
ঋণ খেলাপের দায়ে স্ত্রী-ছেলেসহ স্টিল মিল মালিকের কারাদণ্ড
ঋণ খেলাপের দায়ে স্ত্রী-ছেলেসহ স্টিল মিল মালিকের কারাদণ্ড
জাপানিদের স্বাস্থ্যকর এই ৭ অভ্যাসের কথা জানতেন?
জাপানিদের স্বাস্থ্যকর এই ৭ অভ্যাসের কথা জানতেন?
হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রী নিহত
হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রী নিহত
কী থাকছে হিমায়িত মাংস আমদানি নীতিমালায়
কী থাকছে হিমায়িত মাংস আমদানি নীতিমালায়