X
মঙ্গলবার, ২১ মে ২০২৪
৬ জ্যৈষ্ঠ ১৪৩১

হেলিকপ্টারে কেরালার বন্যা দেখলেন মোদি, অতিরিক্ত ৫০০ কোটি রুপি বরাদ্দ

বিদেশ ডেস্ক
১৮ আগস্ট ২০১৮, ১৩:১৯আপডেট : ১৮ আগস্ট ২০১৮, ১৩:২১

বন্যা কবলিত রাজ্য কেরালার পরিদর্শনে গিয়ে রাজ্যটির জন্য অতিরিক্ত ৫০০ কোটি রুপি বরাদ্দের ঘোষণা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কেরালার মুখ্যমন্ত্রী পিনারায়ি ভিজায়ানের সঙ্গে উচ্চ পর্যায়ের এক বৈঠকের পর শনিবার তিনি এই ঘোষণা দেন। এছাড়া প্রধানমন্ত্রীর জাতীয় ত্রাণ তহবিল থেকে বন্যায় নিহত প্রত্যেকের পরিবারকে অতিরিক্ত ২ লাখ এবং মারাত্মক আহতদের প্রত্যেককে ৫০ হাজার রুপি দেওয়ার ঘোষণা দেন। ভারতের সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস এখবর জানিয়েছে। এর আগে আকাশপথে রাজ্যের বন্যায় আক্রান্ত এলাকা ঘুরে দেখেন মোদি।

কেরালায় মোদি

শুক্রবার এক সংবাদ সম্মেলনে কেরালার মুখ্যমন্ত্রী ভিজায়ান জানান,  বন্যার কারণে ৮ আগস্ট থেকে রাজ্যটিতে ১৭৩ জন বন্যায় প্রাণ হারিয়েছেন। ভারতের ‘ন্যাশনাল ইমার্জেন্সি রেসপন্স সেন্টার’ (এনইআরসি) এর তথ্য অনুযায়ী বন্যায় রাজ্যটির ৩০ হাজার ৫০০ হেক্টর জমির ফসল নষ্ট হয়েছে।

নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকে পিনারায়ি ভিজায়ান জানান, প্রাথমিক হিসাবে বন্যার কারণে রাজ্যটির প্রায় ১৯ হাজার ৫১২ কোটি রুপির ক্ষতি হয়েছে।

বন্যায় আক্রান্তদের উদ্ধার করে আশ্রয়কেন্দ্রে নিতে ভারতের বেশ কয়েকটি সংস্থা অভিযান চালাচ্ছে। শুক্রবার ৮২ হাজারেরও বেশি লোককে সরিয়ে নেয় তারা। কেরালার পাথানামথিত্তা, এরনাকুলাম ও ত্রিশুর জেলায় পানিতে তলিয়ে যাওয়া বেশ কয়েকটি এলাকার বাসিন্দারা বাড়ির ছাদ বা ওপরের তলাগুলোতে আশ্রয় নিয়েছে। এসব বাসিন্দারা এখনও উদ্ধারের অপেক্ষায় রয়েছেন।

শুক্রবারের সংবাদ সম্মেলনে পিনারায়ি ভিজায়ান জানান, ভারি বর্ষণ, বন্যা এবং ভূমিধসের কারণে মোট ১৭৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে শুক্রবারই ৩১ জনের মৃত্যুর খবর পাওয়া যায়।

মুখ্যমন্ত্রীর সংবাদ সম্মেলনের পর ওইদিনই কেরালার শেনগান্নুর এলাকার পার্লামেন্ট সদস্য সাজি চেরিয়ান এক টেলিভিশন শোতে এক আবেগঘন আর্জি জানান। কান্নায় ভেঙে পড়ে তিনি জানান, কেন্দ্রীয় সরকার যদি অতিরিক্ত সহায়তা ও হেলিকপ্টার না পাঠায় তাহলে তার এলাকার হাজার হাজার মানুষ মারা যাবে। ওই আবেদনের পর ভারতের নৌবাহিনীর দশটি জাহাজ ওই এলাকায় উদ্ধার অভিযানে নামে বলে জানিয়েছে দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস।

মুখ্যমন্ত্রী ভিজায়ান বলেন, তীব্র স্রোতের কারণে এই মুহূর্তে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকা হলো শেনগান্নুর ও চালাকুদি।

 

/জেজে/এএ/
সম্পর্কিত
২০০ বগি কিনতে ভারতীয় প্রতিষ্ঠানের সঙ্গে রেলওয়ের চুক্তি
ভারতে লোকসভা নির্বাচনে পঞ্চম দফার ভোট চলছে
ইরানি প্রেসিডেন্ট রাইসির বিষয়ে নরেন্দ্র মোদির উদ্বেগ
সর্বশেষ খবর
মঙ্গলবার দ্বিতীয় ধাপের ভোট, ইসির চিন্তা ভোটার উপস্থিতি
উপজেলা নির্বাচনমঙ্গলবার দ্বিতীয় ধাপের ভোট, ইসির চিন্তা ভোটার উপস্থিতি
টাকা আত্মসাৎ: গ্রামীণ ব্যাংকের সাবেক কর্মকর্তার দুই বছর কারাদণ্ড
টাকা আত্মসাৎ: গ্রামীণ ব্যাংকের সাবেক কর্মকর্তার দুই বছর কারাদণ্ড
ঢাবিতে আন্তর্জাতিক মূকাভিনয় উৎসব শুরু বুধবার
ঢাবিতে আন্তর্জাতিক মূকাভিনয় উৎসব শুরু বুধবার
‘অন্যের খাবারে ভেজাল মেশালে আপনার খাবারেও আরেকজন মেশাবে’
‘অন্যের খাবারে ভেজাল মেশালে আপনার খাবারেও আরেকজন মেশাবে’
সর্বাধিক পঠিত
রাইসির হেলিকপ্টারের অবস্থান ‘শনাক্ত’, সুসংবাদের প্রত্যাশা
রাইসির হেলিকপ্টারের অবস্থান ‘শনাক্ত’, সুসংবাদের প্রত্যাশা
হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রী নিহত
হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রী নিহত
রাইসির বিধ্বস্ত হেলিকপ্টারের ভিডিও প্রকাশ
রাইসির বিধ্বস্ত হেলিকপ্টারের ভিডিও প্রকাশ
ঢাকায় ব্যাটারিচালিত অটোরিকশা চলবে
প্রধানমন্ত্রীর নির্দেশ, জানালেন ওবায়দুল কাদেরঢাকায় ব্যাটারিচালিত অটোরিকশা চলবে
ইরানের প্রেসিডেন্ট নিহতের ঘটনায় বিশ্বজুড়ে শোকের ছায়া
ইরানের প্রেসিডেন্ট নিহতের ঘটনায় বিশ্বজুড়ে শোকের ছায়া