X
বুধবার, ০২ জুলাই ২০২৫
১৮ আষাঢ় ১৪৩২

রাশিয়া-ভারত অন্য দেশে হস্তক্ষেপ করে না: মোদি

বিদেশ ডেস্ক
০৫ সেপ্টেম্বর ২০১৯, ০৬:৫৮আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০১৯, ০৮:০০

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকের পর যৌথ সংবাদ সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, ভারত ও রাশিয়া কখনো কোনও দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করা পছন্দ করে না। বুধবার দুই দিনের রাশিয়া সফরে থাকা মোদি পুতিনের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে একথা বলেছেন।

রাশিয়া-ভারত অন্য দেশে হস্তক্ষেপ করে না: মোদি

সংবাদ সম্মেলনে মোদি আবারও বলেছেন, জম্মু-কাশ্মির দ্বিপক্ষীয় বিষয়। এতে তৃতীয় পক্ষের কোনও হস্তক্ষেপ প্রয়োজন নেই। তিনি বলেন, আফগানিস্তানে শক্তিশালী, স্থায়ী এবং গণতান্ত্রিক সরকার দেখতে চায় রাশিয়া ও ভারত। রাশিয়া ও ভারত কখনো কোনও দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করা পছন্দ করে না। এরমধ্যে রয়েছে আফগানিস্তানও।

নরেন্দ্র মোদি আরও বলেন, যখনই প্রয়োজন হয়েছে, যেখানেই প্রয়োজন হয়েছে, রাশিয়া ও ভারত, একে অপরের পাশে ছিল, আছে এবং থাকবে।

ভারতীয় প্রধানমন্ত্রী বলেন, আমাদের সহযোগিতা শুধু আঞ্চলিক নয়, আন্তর্জাতিক এবং বিশ্বমানের, সুমেরু এবং দক্ষিণ মেরু অঞ্চলেও আমরা সহযোগিতা করছি।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, জম্মু ও কাশ্মির নিয়ে ভারতের পদক্ষেপকে সমর্থন জানিয়েছে রাশিয়া। মস্কো বলেছে, ভারতের সংবিধানের কাঠামো মতোই পদক্ষেপ নেওয়া হয়েছে জম্মু ও কাশ্মিরে।

৫ আগস্ট কাশ্মিরের স্বায়ত্তশাসন ও বিশেষ অধিকার বাতিলের পর সৃষ্ট পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে  ইংল্যান্ড ও যুক্তরাষ্ট্র। মঙ্গলবার ব্রিটিশ পার্লামেন্ট জানায়, জম্মু ও কাশ্মিরের বিশেষ মর্যাদা প্রত্যাহারের পর থেকে কোনওমানবধিকার লঙ্ঘনের অভিযোগ থাকলে, অবশ্যই দ্রুত এবং স্বচ্ছ তদন্ত হওয়া দরকার।

দু’দিনের রাশিয়া সফরে নরেন্দ্র মোদি যোগ দেবেন ইস্টার্ন ইকোনমিক ফোরামে। বুধবার একটি রুশ জাহাজে রুশ প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করেন তিনি। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রবিশ কুমার এক টুইটে বলেছেন, প্রবল বায়ুপ্রবাহের মধ্যে গতি পেলো ভারত-রাশিয়া সম্পর্ক। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন সুন্দর সময় কাটালেন জাহাজে ভেজদা জাহাজ নির্মাণ কমপ্লেক্সে যাওয়ার পথে।

জাহাজ ভ্রমণ মোদি টুইটে লিখেছেন, প্রেসিডেন্ট পুতিনের ব্যবহারে আমি গভীরভাবে প্রভাবিত। আমার সঙ্গে তিনি ভেজদা জাহাজ নির্মাণ কমপ্লেক্সে গিয়েছেন। আরেক টুইটে মোদি লিখেছেন, যাত্রাপথে প্রেসিডেন্ট পুতিন আমাকে বন্দরে ‘কাটিং এজ টেকনোলজি' দেখিয়েছেন। যৌথ উদ্যোগে নতুন দিগন্ত খুলে গেলো আমাদের আমার যাত্রায়।

 

/এএ/
সম্পর্কিত
আদানির ৪৩ কোটি ডলার বকেয়া শোধ করেছে বাংলাদেশ: পিটিআই
চীনের প্রভাব মোকাবিলায় ওয়াশিংটনে কোয়াড বৈঠক, প্রশ্নের মুখে ঐক্য
ইউক্রেনের লুহানস্ক শতভাগ মস্কোর নিয়ন্ত্রণে: রুশপন্থি কর্মকর্তা
সর্বশেষ খবর
কঙ্গোতে হামলাকারী এম২৩ গোষ্ঠীর সঙ্গে জড়িত রুয়ান্ডা: জাতিসংঘ
কঙ্গোতে হামলাকারী এম২৩ গোষ্ঠীর সঙ্গে জড়িত রুয়ান্ডা: জাতিসংঘ
গণমাধ্যমে মিথ্যা তথ্য প্রতিরোধে কার্যকর ব্যবস্থার জন্য জাতিসংঘের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান
গণমাধ্যমে মিথ্যা তথ্য প্রতিরোধে কার্যকর ব্যবস্থার জন্য জাতিসংঘের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান
গণ-অভ্যুত্থানে নিহত রিয়ার মৃত্যুর ১১ মাস পর মামলা
গণ-অভ্যুত্থানে নিহত রিয়ার মৃত্যুর ১১ মাস পর মামলা
শফিক সিদ্দিক ও তারিক সিদ্দিকের সম্পদ জব্দ, রিসিভার নিয়োগ
শফিক সিদ্দিক ও তারিক সিদ্দিকের সম্পদ জব্দ, রিসিভার নিয়োগ
সর্বাধিক পঠিত
অবশেষে রিজার্ভে আইএমএফের লক্ষ্য পূরণ হলো
অবশেষে রিজার্ভে আইএমএফের লক্ষ্য পূরণ হলো
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
ইলিশের দাম নির্ধারণের প্রস্তাবে প্রধান উপদেষ্টার অনুমোদন
ইলিশের দাম নির্ধারণের প্রস্তাবে প্রধান উপদেষ্টার অনুমোদন
ক্যাম্পাসে নতুন সভাপতির প্রবেশ ঠেকাতে দুদিন পাঠদান বন্ধ!
ঢাকা সিটি কলেজক্যাম্পাসে নতুন সভাপতির প্রবেশ ঠেকাতে দুদিন পাঠদান বন্ধ!
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক