X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

উত্তরপ্রদেশে এবার দুই ট্রাকের সংঘর্ষে নিহত ২৪ শ্রমিক

বিদেশ ডেস্ক
১৬ মে ২০২০, ১০:১৫আপডেট : ১৬ মে ২০২০, ১০:১৭

ভারতের উত্তরপ্রদেশে আবারও সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন ২৪ শ্রমিক। শুক্রবার দিবাগত রাতে লখনউ থেকে ২০০ কিলোমিটার দূরে আউরাইয়া জেলায় দুটি ট্রাকের সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে। এখনও পর্যন্ত ২৪ জন শ্রমিকদের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। আরও অনেকে আহত হয়েছেন। তাদের মধ্যেও অনেকের অবস্থা আশঙ্কাজনক। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এখবর জানিয়েছে।

উত্তরপ্রদেশে এবার দুই ট্রাকের সংঘর্ষে নিহত ২৪ শ্রমিক

খবরে বলা হয়েছে, শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে বেশিরভাগই বিহার, ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গের বাসিন্দা। রাজস্থান থেকে নিজেদের বাড়ি ফিরছিলেন তারা। এ নিয়ে পরপর বেশ কয়েকটি দুর্ঘটনায় মারা গেলেন অনেক অভ্যন্তরীণ অভিবাসী শ্রমিক।

পুলিশ জানায়, শ্রমিকরা বাড়ি ফিরতে এতটাই মরিয়া হয়ে উঠেছিলেন যে একটি ট্রাকে জোর করে উঠে পড়েন তারা। ট্রাকটি খাবার বহন করছিল। পথেই অন্য একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে সেটির। দুর্ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে সেখানে উপস্থিত হয় পুলিশ। পাঠানো হয় অ্যাম্বুলেন্সও। স্থানীয় বাসিন্দারাও এগিয়ে আসেন সাহায্যের জন্য। আহতদের উদ্ধার করে সঙ্গে সঙ্গে হাসপাতালে পাঠানো হয়। সামান্য আহতদের ঘটনাস্থলেই চিকিৎসা শুরু হয়। তাদের খাবার দিয়ে সাহায্য করে পুলিশ ও স্থানীয় বাসিন্দারা।

পুলিশ আরও জানায়, মরদেহগুলেঅ  উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

দুর্ঘটনার উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের কার্যালয় থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, আউরাইয়া জেলায় যে দুঃখজনক দুর্ঘটনা ঘটেছে তার সব খবর মুখ্যমন্ত্রী নিয়েছেন। যারা মারা গিয়েছেন, তাদের পরিবারকে গভীর সহানুভূতি জানিয়েছেন তিনি। আহতদের সব রকমের চিকিৎসার সুবিধা দেওয়া হবে। কানপুরের আইজি ও কমিশনারকে ঘটনাস্থলে পাঠিয়ে দুর্ঘটনার কারণ জেনে রিপোর্ট দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে বৃহস্পতিবার উত্তরপ্রদেশের মুজাফফরনগর জেলায় একটি সরকারি বাসের ধাক্কায় ছয় শ্রমিক প্রাণ হারান। তারা পাঞ্জাব থেকে হেঁটে বিহারে ফিরছিলেন। বাসের চালককে গ্রেফতার করে পুলিশ।

এই সপ্তাহেই সড়ক দুর্ঘটনায় আরও চার শ্রমিকের মৃত্যু হয়েছে। এদের মধ্যে এক নারী ও তার মেয়েও রয়েছেন।

গত সপ্তাহে মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদে রেললাইনে ঘুমিয়ে পড়া ১৬ অভিবাসী শ্রমিককে পিষে দেয় একটি মালগাড়ি। 

/এএ/
সম্পর্কিত
পাচার হওয়া বোনকে নিতে এসে কলকাতায় অসহায় দশায় চট্টগ্রামের তরুণ
আম আদমি পার্টির সাথে জোট, দিল্লি কংগ্রেস প্রধানের পদত্যাগ
ভারতের মণিপুরে আবারও জাতিগত সহিংসতা
সর্বশেষ খবর
রাজধানীতে মাদক কারবারির ছুরিকাঘাতে যুবকের মৃত্যু
রাজধানীতে মাদক কারবারির ছুরিকাঘাতে যুবকের মৃত্যু
টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে জাতীয় লজিস্টিক্স নীতি প্রণয়ন
টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে জাতীয় লজিস্টিক্স নীতি প্রণয়ন
গ্রিনপিন সেবা চালু করলো এনসিসি ব্যাংক
গ্রিনপিন সেবা চালু করলো এনসিসি ব্যাংক
রাজনৈতিক সংশয়ের মুখোমুখি নেতানিয়াহু
গাজায় যুদ্ধবিরতি নাকি রাফাহতে হামলারাজনৈতিক সংশয়ের মুখোমুখি নেতানিয়াহু
সর্বাধিক পঠিত
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
আজ কি বৃষ্টি হবে?
আজ কি বৃষ্টি হবে?