X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৫ বৈশাখ ১৪৩১

উত্তর প্রদেশে হামলার শিকার বয়স্ক মুসলিম, কাটা হলো দাড়ি

বিদেশ ডেস্ক
১৫ জুন ২০২১, ০৬:০১আপডেট : ১৫ জুন ২০২১, ০৬:০১
image

ভারতের উত্তর প্রদেশের গাজিয়াবাদ জেলায় মসজিদে নামাজ পড়তে যাওয়ার পথে হামলার শিকার হয়েছেন এক বয়স্ক মুসলিম ব্যক্তি। গত ৫ জুন আবদুল সামাদ নামের এই ব্যক্তিকে অটোরিকশা থেকে নামিয়ে নির্যাতন চালানো হয়। নির্যাতনের একটি ভিডিও সামনে সামনে আসার পর হামলাকারী এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। সম্প্রচারমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

আবদুল সামাদের অভিযোগ গত ৫ জুন তাকে অটোরিকশা থেকে নামিয়ে কাছের একটি জঙ্গলের মধ্যে একটি ঘরে নিয়ে যাওয়া হয়। সেখানে ‘জয় শ্রীরাম’, ‘বন্দে মাতরম’ স্লোগান দেওয়া ব্যক্তিরা তাকেও একই স্লোগান দিতে বাধ্য করে। এছাড়া তাকে ঘুষি মারার পাশাপাশি লাঠি দিয়েও পেটানো হয়। পাকিস্তানি গোয়েন্দা অভিযুক্ত করে হামলাকারীরা ছুরি দিয়ে তার দাড়িও কেটে দেয়।

ঘটনার পর সামনে আসা এক ভিডিওতে দেখা গেছে, হামলাকারীদের কাছে অনুনয় করছেন আবদুল সামাদ। ভিডিওতে এক তরুণকে সামাদকে ছুরি নিয়ে হুমকি দিতে এবং দাড়ি কেটে দিতেও দেখা গেছে।

আবদুল সামাদ বলেন, ‘নামাজ পড়তে যাওয়ার পথে আমাকে গাড়িতে উঠতে বলা হয়। ওই সময় আরও দুই ব্যক্তি উঠে আমাকে বসে থাকতে বলে। পরে তারা আমাকে একটি ঘরে নিয়ে যায় আর আটকে রেখে মারধর করে। স্লোগান দিতে বাধ্য করে... মোবাইল কেড়ে নেয়... আর ছুরি দিয়ে দাড়ি কেটে দেয়।’ তিনি বলেন, অন্য মুসলিমদের ওপর হামলার ভিডিও আমাকে দেখানো হয়। তিনি জানান হামলাকারীরা দাবি করে তারা আগেও বহু মুসলিমকে খুন করেছে।

এই ঘটনায় মামলা দায়ের করেছে পুলিশ। মূল অভিযুক্ত হিসেবে প্রভেশ গুজ্জার নামে এক ব্যক্তিকে আটকও করা হয়েছে। এছাড়া অন্যদের খোঁজে অভিযান চালানো হচ্ছে।

সিনিয়র পুলিশ কর্মকর্তা অতুল কুমরা সোনকার জানিয়েছেন, এই ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

/জেজে/
সম্পর্কিত
পাচার হওয়া বোনকে নিতে এসে কলকাতায় অসহায় দশায় চট্টগ্রামের তরুণ
আম আদমি পার্টির সাথে জোট, দিল্লি কংগ্রেস প্রধানের পদত্যাগ
ভারতের মণিপুরে আবারও জাতিগত সহিংসতা
সর্বশেষ খবর
বন ও বনভূমি রক্ষায় কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে: পরিবেশমন্ত্রী
বন ও বনভূমি রক্ষায় কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে: পরিবেশমন্ত্রী
মোনাকোর হারে লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি
মোনাকোর হারে লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি
বাজারে এলো বাংলা ভাষার স্মার্টওয়াচ ‘এক্সপার্ট’
বাজারে এলো বাংলা ভাষার স্মার্টওয়াচ ‘এক্সপার্ট’
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
সর্বাধিক পঠিত
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ