X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

নাগাল্যান্ডে হত্যাকাণ্ড: ক্ষতিপূরণ প্রত্যাখ্যান পরিবারের, চায় সেনা সদস্যদের বিচার

বিদেশ ডেস্ক
১৩ ডিসেম্বর ২০২১, ০৫:৫০আপডেট : ১৩ ডিসেম্বর ২০২১, ০৫:৫০

নাগাল্যান্ডে ভারতীয় সেনাবাহিনীর ভুল অভিযানে দায়ী সেনা সদস্যদের বিচার দাবি করেছে নিহতদের পরিবার। গত সপ্তাহের ওই অভিযানে নিহত ১৪ বেসামরিকের পরিবার, গ্রামবাসী সিদ্ধান্ত নিয়েছেন যতক্ষণ দায়ী সেনা সদস্যদের বিচারের আওতায় না আনা হবে, এবং বিতর্কিত বিশেষ ক্ষমতা আইন (এএফএসপিএ) বাতিল করা না হবে ততক্ষণ তারা কোনও সরকারি ক্ষতিপূরণ গ্রহণ করবেন না।

ভারতীয় সম্প্রচারমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, রবিবার নাগাল্যান্ডের মন জেলার ওতিং গ্রামের বাসিন্দারা এবং নিহতদের পরিবার সম্মিলিতভাবে এসব সিদ্ধান্ত নিয়েছেন। নিহত ১৪ জনের ১২ জনই ওতিং গ্রামের বাসিন্দা।

ওতিং গ্রাম পঞ্চায়েতের এক বিবৃতিতে জানানো হয়, এক মন্ত্রী এবং জেলার ডেপুটি কমিশনার তাদের কাছে এক লাখ ৮৩ হাজার রুপির একটি খাম নিয়ে আসে। বিবৃতিতে বলা হয়, ‘ওতিং গ্রাম পঞ্চায়েত মনে করে এটা মাননীয় মন্ত্রী শ্রী পাইওয়াং কনিয়াকের ভালোবাসার উপহার।’

তবে পরে তারা জানতে পারে এসব রুপি রাজ্য সরকারের ক্ষতিপূরণের টাকার অগ্রিম কিস্তি। ওতিং গ্রাম পঞ্চায়েত এবং নিহতদের পরিবার ক্ষতিপূরণের অর্থ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। গ্রাম পঞ্চায়েত প্রধান লংওয়াং কনিয়াকের সই করা বিবৃতিতে বলা হয়, ভারতীয় সশস্ত্র বাহিনীর ২১তম প্যারা কমান্ডোর অপরাধীদের যতক্ষণ বেসামরিক বিচারের আওতায় না আনা হবে এবং ভারতের উত্তর-পূর্বাঞ্চল থেকে এএফএসপিএ বাতিল করা না হবে ততক্ষণ ক্ষতিপূরণ নেওয়া হবে না।

উল্লেখ্য, সশস্ত্র বাহিনীর অভিযানে নিহত ১৪ বেসামরিকের পরিবার প্রতি ৫ লাখ রুপি ক্ষতিপূরণ প্রদানের অনুমোদন দিয়েছে নাগাল্যান্ড রাজ্য সরকার। এছাড়া ওই অভিযানে আহতদের ৫০ হাজার করে ক্ষতিপূরণের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।

/জেজে/
সম্পর্কিত
পশ্চিমবঙ্গে প্রথম দফার ভোট শেষেই বিজয় মিছিল
লোকসভা নির্বাচনপ্রথম ধাপে ভোটের হার ৬০ শতাংশ, সর্বোচ্চ পশ্চিমবঙ্গে
পশ্চিমবঙ্গে কংগ্রেস, সিপিআই-এম ইন্ডিয়া জোট নয়, বিজেপির এজেন্ট: মমতা
সর্বশেষ খবর
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
চরের জমি নিয়ে সংঘর্ষে যুবলীগ কর্মী নিহত, একজনের কব্জি বিচ্ছিন্ন
চরের জমি নিয়ে সংঘর্ষে যুবলীগ কর্মী নিহত, একজনের কব্জি বিচ্ছিন্ন
দাবদাহে ট্রাফিক পুলিশ সদস্যদের তরল খাদ্য দিচ্ছে ডিএমপি
দাবদাহে ট্রাফিক পুলিশ সদস্যদের তরল খাদ্য দিচ্ছে ডিএমপি
জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
কান উৎসব ২০২৪জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া