X
বুধবার, ২২ মার্চ ২০২৩
৮ চৈত্র ১৪২৯

১১ বার টিকা নিয়ে ১২তম বার ধরা পড়লেন তিনি

বিদেশ ডেস্ক
০৭ জানুয়ারি ২০২২, ০৭:৫০আপডেট : ০৭ জানুয়ারি ২০২২, ০৭:৫০

করোনা টিকার ১১টি ডোজ নিয়েছেন ৮৪ বছরের এক ব্যক্তি। তবে ১২তম ডোজ নিতে এসেই বাধে বিপত্তি। এবারে ধরা পড়ে যান তিনি। এ ঘটনা ভারতের বিহার রাজ্যের মাধেপুরা এলাকার।

ব্রহ্মদেও মণ্ডল নামের ওই ব্যক্তি মাধেপুরার ওরাই গ্রামের বাসিন্দা। তার দাবি, ভ্যাকসিনের একাধিক ডোজ নেওয়ার পর তার বেশ কয়েকটি অসুস্থতা সেরে গেছে।

৪ জানুয়ারি মঙ্গলবার ১২তম ডোজ নিতে অন্য একটি টিকা কেন্দ্রে হাজির হন ব্রহ্মদেও মণ্ডল। সেখানেই বিষয়টি ধরা পড়ে।

ব্রহ্মদেও মণ্ডল বলেন, তিনি বিভিন্ন তারিখে বেশ কয়েকটি টিকা কেন্দ্রে গিয়ে ভ্যাকসিন নিয়েছেন। তিনি বলেন, ‘আমি সব জায়গায় টিকা নেওয়ার জন্য আমার একই আধার কার্ড এবং মোবাইল নম্বর ব্যবহার করেছি।’

মাধেপুরার সিভিল সার্জন এ এন শাহি বলেন, একজন ব্যক্তি কীভাবে একটি আধার কার্ড এবং মোবাইল নম্বর দিয়ে কোভিড ভ্যাকসিনের এতোগুলো ডোজ নিয়েছেন সেটি নিয়ে তদন্ত শুরু হয়েছে।

ব্রহ্মদেও মণ্ডল ডায়েরিতে তার টিকা দেওয়ার তারিখগুলো লিখে রেখেছেন। সংবাদমাধ্যমকে তিনি সেটি দেখিয়েছেন।

২০২১ সালের ১৩ ফেব্রুয়ারি পুরাইনি পিএইচসি কেন্দ্রে তিনি ভ্যাকসিনের প্রথম ডোজ নেন। ১৩ মার্চ একই কেন্দ্রে পরবর্তী ডোজ নেন।

একই বছরের ১৯ মে নিজ এলাকা ওরাই গ্রামের উপ স্বাস্থ্যকেন্দ্রে তৃতীয় ডোজ নেন। ১৬ জুন স্থানীয় পিডিএস ডিলার ভূপেন্দ্র ভগতের দরজায় স্থাপিত কেন্দ্রে চতুর্থ ডোজ পান তিনি। ২৪ জুলাই পুরাইনি বাদি-হাট ক্যাম্পে গিয়ে পঞ্চম ডোজ নেন। ৩১ আগস্ট স্থানীয় নাথ বাবার মাজারে আয়োজিত শিবির থেকে ষষ্ঠ ডোজ পান।

ওই ব্যক্তি জানান, বারি হাট স্কুলের টিকা শিবির থেকে গত ১১ ও ২২ সেপ্টেম্বর যথাক্রমে সপ্তম ও অষ্টম ডোজ নেন তিনি। ২৪ সেপ্টেম্বর নবম ডোজের জন্য নিকটবর্তী কালাসান পিএইচসি কেন্দ্র বেছে নেন তিনি।

/এমপি/
সর্বশেষ খবর
শাকিবের লাল গাড়ি উপহার, বুবলী-বীরের উচ্ছ্বাস
শাকিবের লাল গাড়ি উপহার, বুবলী-বীরের উচ্ছ্বাস
কাজে গিয়ে ফেরেননি, মধ্যরাতে শহীদ মিনারের পাশে মিললো কুলির লাশ 
কাজে গিয়ে ফেরেননি, মধ্যরাতে শহীদ মিনারের পাশে মিললো কুলির লাশ 
রাজধানীতে অভিযানে গ্রেফতার ৫১
রাজধানীতে অভিযানে গ্রেফতার ৫১
৫০০ রোহিঙ্গার তথ্য যাচাই শেষে ফিরে গেলো মিয়ানমারের প্রতিনিধি দল
৫০০ রোহিঙ্গার তথ্য যাচাই শেষে ফিরে গেলো মিয়ানমারের প্রতিনিধি দল
সর্বাধিক পঠিত
কার্যালয়ে এসে দণ্ডপ্রাপ্তের নাম পাল্টে ফেললেন ইউএনও
কার্যালয়ে এসে দণ্ডপ্রাপ্তের নাম পাল্টে ফেললেন ইউএনও
সব মসজিদে একই পদ্ধতিতে তারাবি পড়ার আহ্বান
সব মসজিদে একই পদ্ধতিতে তারাবি পড়ার আহ্বান
বলিউডে যাচ্ছে টলিউড: সালমান খানের মুখোমুখি জিৎ!
বলিউডে যাচ্ছে টলিউড: সালমান খানের মুখোমুখি জিৎ!
উন্নয়ন প্রকল্পে ‘প্রগতি’ ব্র্যান্ডের গাড়ি ব্যবহারের নির্দেশ প্রধানমন্ত্রীর
উন্নয়ন প্রকল্পে ‘প্রগতি’ ব্র্যান্ডের গাড়ি ব্যবহারের নির্দেশ প্রধানমন্ত্রীর
শাকিব খান: চুক্তিবদ্ধ নয়, এবার মুক্তির ঘোষণা!
শাকিব খান: চুক্তিবদ্ধ নয়, এবার মুক্তির ঘোষণা!