X
শুক্রবার, ০৪ জুলাই ২০২৫
১৯ আষাঢ় ১৪৩২

সন্তানের মরদেহ নিতে ভিক্ষায় নামলেন ভারতীয় দম্পতি

আন্তর্জাতিক ডেস্ক
০৯ জুন ২০২২, ১৪:৫২আপডেট : ০৯ জুন ২০২২, ১৪:৫২

সন্তানের মরদেহ পেতে হলে দিতে হবে ঘুষ। বৃদ্ধ দম্পতির কাছে নেই অর্থ। সন্তানের শেষকৃত্য সম্পন্ন করার আকাঙ্ক্ষায় অর্থ সংগ্রহে ভিক্ষায় নেমেছেন তারা। এমন একটি ভিডিও সোস্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ায় ভারতে তীব্র প্রতিক্রিয়া শুরু হয়েছে।

উত্তরাঞ্চলীয় রাজ্য বিহারের সমস্তিপুর শহরে ধারণ করা হয়েছে ভিডিওটি। এতে দেখা গেছে, এক বৃদ্ধ পুরুষ ও এক নারী মানুষের বাড়ি বাড়ি গিয়ে সাহায্য চাইছেন।

ওই দম্পতি বলেন, মৃত সন্তানের মরদেহ দিতে হাসপাতালের এক কর্মী ঘুষ চাওয়ায় তা সংগ্রহ করতে ভিক্ষায় নামতে বাধ্য হয়েছেন তারা। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর হাসপাতাল কর্তৃপক্ষ বলছে ওই কর্মীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

ওই দম্পতির হতাশায় হাজার হাজার দরিদ্র ভারতীয় পরিবারের দুর্দশার প্রতিফলিত হয়েছে, যারা হাসপাতালে হয়রানির সম্মুখীন হয়। সেখানে প্রায়ই কাজটি করার জন্য ঘুষ দিতে হয়।

মহেশ ঠাকুর ও তার স্ত্রী বার্তা সংস্থা এএনআইকে বলেন, কয়েক দিন আগে তাদের ছেলে হারিয়ে যায়। এই সপ্তাহের শুরুতে একটি ফোন পান। তাকে জানানো হয় তার ছেলে মারা গেছে। মৃত্যুর কারণ স্পষ্ট নয়। আর মরদেহ শহরের সদর হাসপাতালে রাখা আছে।

মহেশ ঠাকুর হাসপাতালে গেলে এক কর্মী তাকে জানায় ৫০ হাজার রুপি ঘুষ দিলেই কেবল তার ছেলের মরদেহ ছাড় করা হবে। অসহায় হয়ে পড়া মহেশ সাহায্যের জন্য ভিক্ষা করার সিদ্ধান্ত নেন। মহেশ ঠাকুর বলেন, ‘আমরা গরীব মানুষ, এতো অর্থ কিভাবে দেবো?’ ভিক্ষার অর্থে সন্তানের শেষকৃত্য করতে পারবেন বলে আশা করছেন তিনি।

সোস্যাল মিডিয়ায় ভিডিওটি ছড়িয়ে পড়ার পর ভারতে ব্যাপক ক্ষোভ তৈরি হয়েছে। হাসপাতালটির সিভিল সার্জন এসকে চৌধুরী জানান, তিনি বিষয়টি খতিয়ে দেখছেন। তিনি বলেন, ‘যাদের দোষ পাওয়া যাবে তারা ছাড় পাবে না। এটা মানবতার লজ্জা।’

সূত্র: বিবিসি

/জেজে/
সম্পর্কিত
ভারতীয় পর্যটন প্রচারের আকর্ষণ এখন ব্রিটিশ এফ-৩৫ যুদ্ধবিমান
দালাই লামার উত্তরসূরি, চীন-ভারত সংঘাত আর একটি সোনার কৌটো
ইউক্রেনের হামলায় রুশ নৌবাহিনীর উপ-কমান্ডার নিহতের দাবি
সর্বশেষ খবর
হাসপাতালের বারান্দায় দুই প্রসূতির সন্তান প্রসব, এক নবজাতকের মৃত্যু
হাসপাতালের বারান্দায় দুই প্রসূতির সন্তান প্রসব, এক নবজাতকের মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ায় সীসা কারখানায় অভিযান, তিন চীনা নাগরিকসহ ৬ জনকে কারাদণ্ড
ব্রাহ্মণবাড়িয়ায় সীসা কারখানায় অভিযান, তিন চীনা নাগরিকসহ ৬ জনকে কারাদণ্ড
পাবনায় দুই শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার
পাবনায় দুই শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার
জাপার অফিস ভাঙচুর: নুরসহ ২৫ জনের বিরুদ্ধে মামলা নিতে বললেন আদালত
জাপার অফিস ভাঙচুর: নুরসহ ২৫ জনের বিরুদ্ধে মামলা নিতে বললেন আদালত
সর্বাধিক পঠিত
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল
বাংলাদেশের মেয়েদের সামনে রয়েছে বিশ্বকাপে খেলার হাতছানিও!
বাংলাদেশের মেয়েদের সামনে রয়েছে বিশ্বকাপে খেলার হাতছানিও!